শাহরুখের ফলোয়ার্স ইনস্টাগ্রামে প্রচুর। তবে কিং খান কিন্তু ফলো করেন খুবই কম সংখ্যক মানুষকে। দেখুন বাদশার ফিডে থাকেন কারা কারা।
1/5বর্তমানে শাহরুখ খানের রয়েছে ইনস্টাগ্রামে ৩৪ মিলিয়ান ফলোয়ার্স। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে শাহরুখের ভক্তরা। তবে আপনি শুনলে হয়তো একটু অবাকই হবেন যে ইনস্টাগ্রামে শাহরুখ খান ফলো করেন মাত্র ৬জনকে। কারা এরা?
2/5এই ৬ জনের তালিকায় আছেন বউ গৌরি খান, ছেলে আরিয়ান, মেয়ে সুহানা, ম্যানেজার পূজা দাদলানি, ভাইঝি আলিয়া ছিবা ও কাছের বন্ধু অভিনেত্রী কাজল আনন্দ। এমন নয় ইনস্টাগ্রামে রোজ কিছু না কিছু পোস্ট করেন শাহরুখ। সেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখাই মেলে না তাঁর। তবে আরিয়ান-সুহানার পোস্টে হামেশাই কমেন্ট করেন।
3/5২০২২ সালে মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের ৩খানা ছবি। শেষ তাঁকে দেখা গিয়েছে জিরো-তে। ফিরছেন পাঠান দিয়ে। যাতে তাঁর সঙ্গে রয়েছেন দীপিকা ও জন। এরপর আসার কথা জওয়ান ছবির। সেখানে স্ক্রিন শেয়ার করবেন সানিয়া মলহোত্রা, বিজয় সেতুপতি, নয়নতারাদের সঙ্গে। বছরশেষে আসবে রাজকুমার হিরানির ডাঙ্কি। এখানে শাহরুখের সঙ্গে তাপসী পান্নু।
4/5আপাতত পাঠান নিয়ে চলছে বড় বিতর্ক। এই সিনেমার বেশরম রং গানখানা নিয়ে বিশেষ করে। সেখানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি দেখে হিন্দু ধর্মের অবমানননার ডাক তুলেছে একাংশ। আর তার সঙ্গে গলা মিলিয়েছে বিজেপির কিছু নেতাও। এমনকী ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের তরফেও ছবিতে ও গানে কিছু কাটের নির্দেশ দেওয়া হয়েছে।
5/5প্রসঙ্গত, পাঠান বয়কডের ডাক ওঠা নিয়ে প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবে মুখ খোলেন কিং খান। মমতাকে পাশে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘সোশ্যাল মিডিয়া কখনও কখনও ক্ষুদ্র মানসিকতার দ্বারা পরিচালিত হয়। এটি মানুষকে অনৈতিকতার মধ্যে আটকে রাখে। কোথায় একটা পড়েছি, নেগেটিভিটির কারণে আজকাল সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়ছে। এই ধরনের মানসিকতা অনেকের মধ্যে একসঙ্গে বিভেদের এবং ধ্বংসের মনোভাবকে বাড়াচ্ছে।’