'পাঠান'-এর সহ-অভিনেতা শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ জন আব্রাহাম। টিভি চ্যাট শো আপকা আপনা জাকির-এ, জন প্রকাশ করেছেন যে, গত বছর তাদের সিনেমার দুর্দান্ত সাফল্যের পরে শাহরুখ তাকে একটি বাইক উপহার দিয়েছিলেন।
শাহরুখকে যা বললেন জন
জন বলেন, 'আমার শেষ ছবি পাঠান ওঁর সঙ্গেই ছিল। আমার মনে আছে, ছবিটি মুক্তির পর একটি সাকসেস পার্টি হয়েছিল, এবং শাহরুখ বলেছিলেন, 'চলো জন, চলো পার্টি করি! আমাদের ছবি চলছে। ভালো ওপেনিং পেয়েছি। আমি ওকে বলি, না আমি ঘুমবো। শাহরুখ শুনে বলেন, 'কী, তোমাকে ঘুমাতে হবে?' , আমি বলি, 'হ্যাঁ আমাকে ঘুমাতে হবে।' তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কী চাও? আমি বললাম, আমাকে একটা মোটরসাইকেল উপহার দাও। তাই তিনি আমাকে একটি উপহার দিয়েছেন। আমি খুশি মনে বাড়ি গিয়েছিলাম।’
আরও পড়ুন:
এর আগে 'দ্য রণবীর শো'-তে হাজির হয়ে শাহরুখের সঙ্গে কাজ করা প্রসঙ্গে জন বলেন, ‘যখন আমার কেরিয়ার শুরু হয়, তখন শাহরুখ আমার বিচারক ছিলেন (মডেলিং প্রতিযোগিতায়), আর এখন পাঠানের সময় আমি তার সঙ্গে কাজ করছিলাম। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তিনি একজন অত্যন্ত স্মার্ট, বুদ্ধিমান মানুষ কিন্তু খুব যত্নশীল। আমরা সত্যিই একসঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি!’
গত বছর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ব্লকবাস্টার স্পাই থ্রিলার 'পাঠান'-এ ভিলেন জিমের চরিত্রে অভিনয় করেছিলেন জন। আদিত্য চোপড়া প্রযোজিত, এটি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ ছিল এবং দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাকে দেখা গিয়েছিল। এবং তাতে একটি কেমিও করেন সলমন খানও। বিশ্বব্যাপী বক্স অফিসে এটি এক হাজার টাকার বেশি আয় করেছে।
গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিখিল আদবানির অ্যাকশন ছবি 'বেদা'তে দেখা যাচ্ছে এখন জনকে। যা বক্সঅফিসে ৪ দিনে মোটামুটি ৩০ কোটির কাছাকাছি সংগ্রহ করেছে। আগামীতে তেহরানে অভিনয় করবেন তিনি। এদিকে শাহরুখকে আগামীতে সুজয় ঘোষের ক্রাইম ড্রামা 'কিং'-এ দেখা যাবে।