'গালি বয়'-এর মতো দুর্দান্ত ছবি তৈরি করেছেন পরিচালক জোয়া আখতার। কিছুদিন পর মুক্তি পেতে চলেছে পরিচালকের পরবর্তী ছবি 'দ্য আর্চিস'। অনেকদিন ধরেই এই ছবিটি নিয়ে চলছে তুমুল আলোচনা।
'দ্য আর্চিস'-এর মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন শাহরুখ খান কন্যা সুহানা খান। সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য আর্চিস'-এর প্রথম গান 'সুনো'। এবার এই গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরুখ। জনপ্রিয় মার্কিন কমিকসের উপর নির্ভর করে গড়ে ওঠা এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করছেন শাহরুখ কন্যা সুহানা খান। সঙ্গে থাকবেন আরও দুই স্টারকিড, খুশি কাপুর (শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে) এবং অগস্ত্য নন্দা (অমিতাভ বচ্চনের নাতি)। আরও পড়ুন: কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে 'অনুতপ্ত’ ইরা, জানিয়েছেন নেপথ্যের কারণ
'দ্য আর্চিস'-এর গানে প্রতিক্রিয়া শাহরুখ খানের
বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে 'দ্য আর্চিস'-এর প্রথম গান 'সুনো'। এই গানটি শ্রোতাদের কাছে ভালো সাড়া পাচ্ছে। শাহরুখ খান তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 'দ্য আর্চিস'-এর এই গান নিয়ে টুইট করেছেন। টুইটে কিং খান 'দ্য আর্চিস'-এর সুনো গানের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন - 'আর্চিস ওয়ার্ল্ডের জন্য আমি খুবই খুশি। এই গানটাই আমার আজকের দিনের অনুপ্রেরণা।' জওয়ার সিনেমার অভিনেতা এভাবে শাহরুখ খান 'দ্য আর্চিস'-এর সুনো গানের প্রশংসা করেছেন।
ছবির গল্প মার্কিন কমিক ‘দ্য আর্চিস’ থেকে অনুপ্রাণিত হলেও চরিত্রগুলো গড়ে তোলা হয়েছে ৬০-এর দশকের ভারতের প্রেক্ষাপটে। এক কথায় জোয়া আখতার ভারতীয়করণ ঘটিয়েছেন আর্চিস কমিকসের। ১৯৬৪ সালে ভারতের এক কাল্পনিক পাহাড়ি অঞ্চল, রিভারডেলের প্রেক্ষাপটে তৈরি হয়েছে জোয়ার ‘দ্য আর্চিস’। এই ছবির ফোকাসে সেখানের একদল অ্যাংলো-ইন্ডিয়ান স্কুল পড়ুয়া। যারা গান করে, নাচ করে, হাসি-মজায় সময় কাটায় নিজেদের মধ্যে। রেট্রো লুক, টাইপরাইটার, সাইকেল, মিল্কশেক, ওয়াকম্যান-- সেইসময়কার সব জিনিসই ছবিতে ফুটিয়ে তুলেছেন জোয়া। ‘দ্য আর্চিস’ গ্যাং-এ সুহানা,অগস্ত্য ও খুশির সঙ্গে থাকছেন মিহির অহুজা, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। ‘দ্য আর্চিস’ প্রযোজনার দায়িত্বে থাকছে জোয়া আখতার ও রীমা কাগতির ‘টাইগার বেবি ফিল্মস’।
'দ্য আর্চিস' কবে মুক্তি পাবে?
ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’। আফটার অল তিন তিনজন স্টারকিডের ডেবিউ ছবি এটি। আগামী ৭ই ডিসেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘দ্য আর্চিস’-এর।