বরাবরই শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আলিযা ভাটের। তবে বাদশ যে রাহা-র মা-বাবাকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন, একথা জানা নেই অনেকেরই। যদিও সে পরামর্শ বাস্তবে নয়, বরং একটি বিজ্ঞাপনে।
শাহরুখ খান, আলিয়া ভাট এবং রণবীর কাপুর আবারও একটি নতুন বিজ্ঞাপনের জন্য একত্রিত হয়েছেন। ইস্পাত ব্র্যান্ডটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছে যাতে আলিয়া ভাটকে সাফিনা (২০১৯ সালের চলচ্চিত্র গাল্লি বয় থেকে তার চরিত্র), বানির চরিত্রে রণবীর (২০১৩ সালের চলচ্চিত্র ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির চরিত্র) এবং শাহরুখকে ডঃ জাহাঙ্গীর খান (২০১৬ সালের চলচ্চিত্র ডিয়ার জিন্দেগি থেকে) হিসেবে দেখানো হয়েছে।
শাহরুখ, আলিয়া, রণবীরের নতুন বিজ্ঞাপন
ভিডিয়োতে শাহরুখ ও আলিয়ার চরিত্রগুলিকে রণবীর কাপুরের জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে। তারপরে তিনি তাদের জিজ্ঞাসা করেন যে তাদের বিবাহ কেমন চলছে যখন সাফিনা, পাহাড়ের প্রতি বানির ভালোবাসা সম্পর্কে অভিযোগ করে। বনি তখন বলে যে, সে বাড়িতে থাকা ছাড়া অন্য সবকিছু করতে চায়। তাদের ঝগড়া অব্যাহত থাকায়, জাহাঙ্গীর তাদের বাড়ি ঠিক করার জন্য একটি ইস্পাতের রড দেয়, যা বানির রক ক্লাইম্বিংয়ের সময় ভেঙে যায়।
ইন্টারনেট এই ত্রয়ীকে নিয়ে একটি সিনেমা চায়
বিজ্ঞাপনটিতে প্রতিক্রিয়া জানিয়ে এক ব্যক্তি বলেছিলেন, ‘এই তিনজনকে নিয়ে একটা সিনেমা হোক। দারুণ জমে যাবে।’ আরেকজন লেখেন, ‘হাসতে হাসতে আমার পেট ব্যথা’। তৃতীয়জন লেখেন, ‘কী সুন্দর ভাবনা। দুর্দান্ত স্ক্রিপ্ট। দারুণ বুদ্ধিমান কাজ।’
রণবীর, আলিয়া, শাহরুখের আসন্ন প্রোজক্ট
সঞ্জয় লীলা বানশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে রণবীর ও আলিয়া ও ভিকি কৌশলকে দেখা যাবে। ২০২৬ সালের ২০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও কাপুর-নন্দনের হাতে রয়েছে নীতেশ তিওয়ারির দুই পর্বের মহাকাব্য রামায়ণ, যাত আরও রয়েছেন সাই পল্লবী ও অন্যান্যরা।
লাভ অ্যান্ড ওয়ার ছাড়াও আলিয়ার হাতে রয়েছে আলফা। শিব রাওয়াইল পরিচালিত স্পাই ইউনিভার্স ফিল্ম, এতে শর্বরী ওয়াঘও অভিনয় করেছেন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
শাহরুখকে আগামীতে সুজয় ঘোষ পরিচালিত 'কিং' ছবিতে দেখা যাবে। শোনা যাচ্ছে, তাঁর মেয়ে সুহানা খানও এই ছবির অংশ হবেন। ২০ ডিসেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা ডিজনির বহুল প্রতীক্ষিত ছবি 'মুফাসা: দ্য লায়ন কিং'-এর হিন্দি সংস্করণেও কণ্ঠ দিয়েছেন তিনি।