‘পাঠান’-এর পাশে 'ফ্লপ ছবি'র তকমা লাগবে না, এটাই এখন শাহরুখ খানের সবচেয়ে বড় ‘মন্নত’। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, অপেক্ষা আর মাত্র কয়েকঘন্টার। আগামী ২৫শে জানুয়ারি বক্স অফিসে হাজির হচ্ছেন ‘পাঠান’। দীর্ঘ চার বছরের বনবাস শেষ করে ফের রুপোলি পর্দায় কিং খান। শাহরুখ ভক্তরা মুখিয়ে রয়েছে তাঁদের প্রিয় তারকাকে অ্যাকশন-প্যাক অবতারে দেখতে। অ্যাডভান্স বুকিং-এর নিরিখে ইতিমধ্যেই রেকর্ড গড়েছে ‘পাঠান’। এর মাঝেই রবিবাসরীয় সন্ধ্যায় ফ্যানেদের চমকে দিলেন শাহরুখ খান।
শাহরুখ খানের বাংলোর বাইরে কমবেশি ভিড় প্রতিদিনই চোখে পড়ে। শাহরুখ শহরে থাকলে তাঁর এক ঝলক পেতে মুখিয়ে থাকে অনুরাগীরা। তবে ‘পাঠান’ মুক্তির ঠিক আগের রবিবার এই ভিড়ের পরিমাণটা ছিল একটু বেশি। আর সকলকে চমকে দিয়ে আমচকা মন্নতের ব্যালকনিতে হাজির শাহরুখ খান। তাঁর সোয়্যাগ দেখে হাঁ ফ্যানেরা।
এদিন শাহরুখ খানের একাধিক ফ্যান পেইজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়ো, যেখানে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে চুমু ছুড়ে দিতে দেখা গেল বাদশাকে। ব্যাকলনির উপরে পা রেখে ভালোবাসা বিনিময় করলেন শাহরুখ, তাঁর পরনে ব্লু ডেনিম আর ঘন সবুজ শার্ট। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি সেই মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘হ্যাপি সানডে… পাঠানের প্রতি ভালোবাসা’।
এই ভিডিয়োর মন্তব্য বক্সে উপচে পড়ছে ফ্যানেদের ভালোবাসা। একজন লেখেন, ‘আজ রবিবার নয়, এটা শাহরুখের বার’।
ইতিমধ্যেই দেশের অন্যতম বড় সিনেমা চেইনগুলিতে ‘পাঠান’-এর প্রথম দিনের ৩ লক্ষাধিক টিকিট আগাম বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৪ কোটির টিকিট বিক্রি হয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবির। যার মধ্যে ১.৭৯ কোটির টিকিট বিকিয়েছে দিল্লি এনসিআরে, দু নম্বরে রয়েছে মুম্বই (১.৭৪ কোটি টাকা)। ট্রেড এক্সপার্টসদের মতে, প্রথম দিনে ৩৫ থেকে ৪০ কোটি টাকা সংগ্রহের জন্য প্রস্তুত পাঠান। প্রথম তিন দিনেই ১০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে ‘পাঠান’। শুক্রবারের বদলে একদিন আগে মুক্তি পাচ্ছে এই ছবি। তাই প্রথম সপ্তহান্তের কালেকশন হবে ১৫০ কোটির আশেপাশে।
সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়াও দেখা মিলবে ‘ভিলেন’ জন আব্রাহামের। শাহরুখ খানকে এই ছবিতে দেখা যাবে গুপ্তচরের ভূমিকায়। সন্ত্রাসবাদীর চরিত্রে রয়েছেন জন। ট্রেলারে ৫৭ বছর বয়সী শাহরুখের সুঠাম দেহ চমকে দিয়েছে ফ্যানেদের। রুপোলি পর্দায় শাহরুখ বনাম জন দ্বৈরথ দেখতে অপেক্ষা বৃহস্পতিবারের, তাই আপতত ‘কুরসি কি পেটি বাঁধলো মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়।’