বাংলা নিউজ > বায়োস্কোপ > Rajkumar Hirani on Shah Rukh Khan: 'গোটা স্ক্রিপ্ট মুখস্থ ছিল', শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন রাজকুমার

Rajkumar Hirani on Shah Rukh Khan: 'গোটা স্ক্রিপ্ট মুখস্থ ছিল', শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন রাজকুমার

শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন রাজকুমার

Rajkumar Hirani on Shah Rukh Khan: এত বছর পর অবশেষে শাহরুখের সঙ্গে কাজ করতে চলেছেন রাজকুমার হিরানি। তাঁর কথায় বারবার উঠে আসছে কিং খানের সঙ্গে কাজ করার অভিনেতা। এবার তিনি কী জানালেন জানেন ডাঙ্কি ছবির বিষয়ে।

দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরে এলেন শাহরুখ খান। তাঁর পাঠান গত ২৫ জানুয়ারি মুক্তি পায়। আর তারপরই গোটা দেশ সাক্ষী থেকেছে এক অভাবনীয় ঝড়ের। পাঠান ঝড়ের। বক্স অফিসে ব্যাপক ব্যবসা করে এই ছবি। এবার মুক্তি পেতে চলেছে তাঁর আগামী দুটি ছবি, জওয়ান এবং ডাঙ্কি। এর মধ্যে ডাঙ্কি ছবিতে তিনি প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন। সেই ছবির নানা অভিজ্ঞতার কথা বারবার পরিচালকের মুখে শোনা যাচ্ছে।

রাজকুমার হিরানি খুব মেপে কাজ করেন কিন্তু যতটা কাজ করেন সেগুলো সব কটিই সফল হয়। এবার তিনি শাহরুখের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবি আনছেন। ফলে এই ছবিও যে ব্লকব্লাস্টার হিট হবে এই দুইয়ের ম্যাজিকে সেটা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজকুমার হিরানি ডাঙ্কি ছবিটি এবং শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে জানালেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি মূলত স্ক্রিপ্ট অনুযায়ী কাস্টিং করে থাকেন। কিন্তু এই ছবি নাকি সেক্ষেত্রে ব্যতিক্রম। তিনি বলেন, 'সঞ্জু বানাচ্ছিলাম যখন শাহরুখ আমায় বলেছিল আমরা বুড়ো হয়ে যাচ্ছি, অনেক হল এবার চলো একটা ছবি করি একসঙ্গে। আমরা একে অন্যকে, তাঁদের কাজকে সম্মান করি।'

এরপর তিনি জানান শাহরুখ কীভাবে সেটে সবাইকে মাতিয়ে রাখতেন। কিং খান যেভাবে এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করতেন সেটা দেখে মুগ্ধ হয়ে যেতেন বলেই জানান তিনি। তিনি এই সাক্ষাৎকারে বলেন, 'ডাঙ্কি একটি হাই ভোল্টেজ পারফরমেন্স ছবি এখানে বহু মনোলগ এবং লম্বা সিন আছে। তা সত্বেও শাহরুখ গোটা স্ক্রিপ্ট মুখস্থ করে আসত। প্রতিটা শব্দ ওর মুখস্থ থাকত। এমনকি ও অন্যদের সংলাপও মুখস্থ রাখত।'

আমিরের সঙ্গে ২ বার কাজ করেছেন এর আগে রাজকুমার, পিকে এবং থ্রি ইডিয়টস। এই দুই খানের মধ্যে কোন তফাৎ দেখলেন রাজকুমার? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ওঁদের ওয়ার্ক এথিক মনে রাখার মতো।'

বন্ধ করুন