বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: জার্মান মহিলার সঙ্গে আলাপচারিতা শাহরুখের, বাদশার পুরনো ভিডিয়োতে মুগ্ধ নেটপাড়া

Shah Rukh Khan: জার্মান মহিলার সঙ্গে আলাপচারিতা শাহরুখের, বাদশার পুরনো ভিডিয়োতে মুগ্ধ নেটপাড়া

জার্মান মহিলার সঙ্গে আলাপচারিতা শাহরুখের

Shah Rukh Khan: এক জার্মান মহিলার সঙ্গে শাহরুখের আলাপচারিতার এক টুকরো ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এটি বেশ পুরনো ক্লিপ তবুও তাঁর ভক্তরা তাঁর এই চার্মে মুগ্ধ হয়েছেন।

শাহরুখ খানের একটি পুরনো ভিডিয়ো নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ভিডিয়োই যেন প্রমাণ করে দিচ্ছে যে তাঁকে কেন বলিউডের কিং খান বলা হয়। এত ভালো মনের মানুষ বলেই না! যেভাবে তিনি তাঁর ভক্তদের সঙ্গে মেশেন, তাঁদের সঙ্গে কথা বলেন সেটা সত্যি অবাক করার মতোই। তাঁর ব্যবহারই যেন সবার মন জয় করে নেয়। এবা তেমনই এক ভিডিয়ো ভাইরাল হল যেখানে তাঁকে একজন জার্মান মহিলার সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। তাঁর এই অমায়িক ব্যবহার আবার নতুন করে তাঁর ভক্তদের মুগ্ধ করেছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে শাহরুখ সেই জার্মান মহিলাকে তাঁর দেশের আরও এক মহিলার বিষয়ে কথা বলছেন যিনি তাঁকে জানিয়েছিলেন যে তিনি দিল তো পাগল হ্যায় ছবিটি দেখেছেন। এবং সেই মহিলা ভারতীয় ছবি নিয়ে কাজ করছিলেন বলেও জানান বাদশা। শাহরুখ সেই জার্মান মহিলাকে বলেন এরপর যখন তিনি আসবেন তিনি যেন তখন তাঁর সঙ্গে করে কিছু জার্মান ছবি নিয়ে আসেন। কারণ তিনি অনেক ভাষায় ছবি দেখলেই তখনও পর্যন্ত কোনও জার্মান ছবি দেখেননি।

তাঁর এই ভিডিয়ো শেয়ার করে এক ব্যক্তি লেখেন, 'এই কারণেই শাহরুখকে ভালোবাসি। ওঁর সঙ্গে আমার একবার খুব অল্প সময় কথা বলার সুযোগ এসেছিল। কিন্তু ওই এক মুহুর্ত অন্য কিছু নয়, যেন আমি ম্যাটার করছিলাম। আর আমায় তাঁর সেই ম্যাজিকে উনি ভরিয়ে তুলেছিলেন।'

শাহরুখকে তাঁর ভক্তরা তাঁর ক্যারিশমা, অভিনয়ের জন্য যেমন ভালোবাসেন, তেমনই তাঁর ভালো ব্যবহারের জন্যও পছন্দ করেন। এছাড়া আরও একটি কারণে তিনি ভক্তদের কাছে জনপ্রিয়, আর সেটা হল, তাঁর সেন্স অব হিউমার এবং মজার মজার সব উত্তর। তিনি টুইটারে আস্ক এসআরকে সেশন করেন। সেখানেই তাঁকে নানা মজার উত্তর দিতে দেখা যায়। আগামীর তাঁকে জওয়ান ছবিতে দেখা যেতে চলেছে। এটি জুনের ২ তারিখ দেশে মুক্তি পেতে পারে।

বন্ধ করুন