বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan Health Update: নাকে চোট, আমেরিকায় অপারেশন, বুধবার সকালে মুম্বইয়ে নামলেন শাহরুখ, আছেন কেমন?

Shah Rukh Khan Health Update: নাকে চোট, আমেরিকায় অপারেশন, বুধবার সকালে মুম্বইয়ে নামলেন শাহরুখ, আছেন কেমন?

নাকে অপারেশনের খবরের মাঝে বুধবার মুম্বইয়ে ফিরলেন শাহরুখ খান। 

নাকে চোট পাওয়ার খবরের মাঝেই বুধবার মুম্বই এয়ারপোর্টে দেখা মিলল শাহরুখ খানের। কেমন আছেন তিনি এখন?  

মঙ্গলবারই মিলেছে শাহরুখ খানের চোট পাওয়ার খবর। যা শুনে বেশ আতঙ্কিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। বুধবার সকালে মুম্বই এয়ারপোর্টে দেখা মিলল কিং খানের। নীল হুডি, মাথায় কালো টুপি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠলেন শাহরুখ।

প্রথামিকভাবে শাহরুখকে দেখে সুস্থই লাগছে। কোনওরকম বড় চোটের আভাসও পাওয়া যাচ্ছে না। এই ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে নিমেষে। এবং আশ্বস্ত করে অভিনেতার ভক্তদের। নীল সোয়েট শার্ট, সাদা টি-শার্ট আর ডনিম ট্রাউজারে এদিন দেখা মিলল বাদশার। গাড়িতে ওঠার আগে পাপারাৎজিদের দিকে তাকিয়ে একঝলক হাসেনও তিনি।

শাহরুখের পাশেপাশে এদিন দেখা গেল স্ত্রী গৌরী খান ও ছোট ছেলে আব্রাম খানকে। স্বামীর সঙ্গে টুইনিং করে পোশাক পরেছিলেন গৌরীও। ব্লু ফ্লোরাল ড্রেস, কালো ব্লেজার, সাদা স্লিপার। সঙ্গে চোখে ছিল কালো সানগ্লাস।

মঙ্গলবার হঠাৎই শাহরুখ খানের চোট লাগার খবর সামনে আসে। জানা যায়, লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের জন্য শুটিং করছিলেন শাহরুখ খান। আর সেখানেই সেটে নাকে চোট পান। রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এরপর হাসপাতালের পক্ষ থেকে তাঁর টিমকে জানানো হয়, বড় ক্ষতি হয়নি। তবে নাক থেকে রক্তপাত বন্ধ করার জন্য অস্ত্রোপচার করতে হবে। খবর রটে যায়, নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় নাকি শাহরুখকে দেখা গিয়েছে। তিনি রয়েছেন মন্নতে। যদিও পরে জানা যায় সে খবর ভুল। আমেরিকাতেই রয়েছেন। ফিরলেন বুধবারে।

শাহরুখের হাতে এখন রয়েছে একগুচ্ছ কাজ। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা আটলি পরিচালিত জাওয়ান-এর। শাহরুখ-গৌরীর হোম প্রোডাকশন ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ থেকে এই সিনেমা আসছে। যার ট্রেলার বা টিজার এখনও না এলেও এসেছে ফার্স্ট লুক। খবর রয়েছে এই ছবিতে বাদশা রয়েছেন দ্বৈত চরিত্রে। অর্থাৎ, ডবল ধামাকা। প্রথমে শোনা গিয়েছিল ছবিটি মুক্তি পাবে ২ জুন। কিন্তু পরে ছবির ভিজ্যুয়াল এফেক্টের কাজ না শেষ হওয়ায় সেপ্টেম্বরে পিছিয়ে নিয়ে আসা হয়। জাওয়ানে শাহরুখের সঙ্গে দেখা মিলবে নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামানিদের। 

এদিকে জাওয়ান পিছনোর কারণে, পিছিয়ে গেল রাজকুমার হিরানির ডাঙ্কিও। যাতে শাহরুখ খান প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নুর সঙ্গে। প্রাথমিকভাবে ঠিক ছিল ডিসেম্বরে মুক্তি পাবে ডাঙ্কি। তবে ডিসেম্বরেই সিনেমা হলে আসবে সলমন খানের টাইগার থ্রি। যাতে কেমিও থাকবে পাঠান শাহরুখের। তাই ডাঙ্কিকে নিয়ে যাওয়া হবে ২০২৪ সালে। 

এদিকে, জানুয়ারিতে মুক্তি পাওয়া শাহরুখ খানের শেষ ছবি ‘পাঠান’ ২০২৩ সালের বলিউডের সবচেয়ে বেশি উপার্জিত বলিউড ছবি। যা বিশ্বব্যপী প্রায় ১০০০ কোটির ব্যবসা করে। 

বায়োস্কোপ খবর

Latest News

‘আমি চিটিংবাজ নই’, নিজের হোটেলে বসেই গলা চড়ালেন নন্দিনী দিদি, কেন বললেন এমন কথা একটা জাস্টিস পাওয়ার জন্য আমি বাংলার মানুষের সঙ্গে অবিচার করতে পারি না: দেব পর্দার পেছনে ডার্ক লর্ড! চালান স্বাস্থ্যভবন,কে সেই প্রভাবশালী? বিস্ফোরক শুভেন্দু 'এখনই প্রতিরোধ না হলে আরও অনেক তিলোত্তমাকে এভাবে চলে যেতে হতে পারে' আনোয়ার তুমি কার! সকালে ইস্টবেঙ্গলে, দুপুরে মোহনবাগানে! রাজধানীতে চূড়ান্ত নাটক… United Arab Emirates Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ব্যবসায়ীদের আর্জি খারিজ, চাহিদার কথা জানিয়ে ইলিশ রফতানিতে না বাংলাদেশ সরকারের ওষুধ দিয়ে সঞ্জয়ের পেট থেকে কথা বের করতে চাইছিল CBI! এই নারকো টেস্ট হয়েছিল কাসভের AFG vs NZ Test: একটা বলও খেলা হল না, এর আগে কতগুলো টেস্ট এভাবে পরিত্যক্ত হয়েছে শাহরুখের ‘জওয়ান’-এ কাজ করতে গিয়ে অপমানিত! মুখ খুললেন বিরাজ ঘেলানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.