উইকএন্ডে শহুরে কোলাহল থেকে দূরে প্রায়শই পরিবার নিয়ে ছুটি কাটাতে আলিবাগ ছুটে যান শাহরুখ খান। মহারাষ্ট্রের আলিবাগে আলিশান বাংলো রয়েছে কিং খানের। রবিবার বউ গৌরী খান এবং তাঁদের দুই সন্তান আব্রাম খান ও সুহানা খানকে নিয়ে মুম্বই ফিরলেন শাহরুখ খান। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই গেটওয়ে অফ ইন্ডিয়ার জেটিতে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন শাহরুখ। কিন্তু মুখ দেখালেন না!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো শাহরুখের জেটির দিকে হেঁটে যেতে দেখ গেল। শাহরুখ ছবি তোলার মেজাজে ছিলেন না এবং তার কালো হুডির সাহায্যে মুখ ঢেকে রেখেছিলেন সুপারস্টার। কালো রঙা ওভার সাইজ হুডির ফাঁকে যেটুকু ঝলক তাঁর দেখা গেল, তাতে হালকা দাড়ি শাহরুখের মুখে, চোখে ছিল রোদচশমা। তবে আরও একটা বিষয় সবার নজর কাড়ল। এদিন ভালোবাসার আগলে শাহরুখ কোলে জাপটে রেখেছিলেন একটি সারমেয়।
সবার মনেই প্রশ্ন, এটাই কি শাহরুখের নতুন পোষ্য? খান পরিবারের নতুন সদস্য? এই বিষয়ে অভিনেতা এখনও কিছু শেয়ার করেননি। কিন্তু শাহরুখ-গৌরী দুজনেই কুকুরপ্রেমী। তাই এই সাদা ফুটফুটে চারপেয়ে ছানাটি তাঁদের পরিবারের নতুন সদস্য হলে অবাক হওয়ার কিছু নেই। এদিন গাড়িতে উঠবার সময় ভিড়ের মাঝে গৌরীকে আগলে রেখেছিলেন শাহরুখ। সাদা শার্ট আর হলুদ রঙা সোয়েটারে ফ্রেমবন্দি হন মিসেস খান। খুদে আব্রামও সঙ্গী ছিল বাবা-মা'র। সুহানা ও তাঁর চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দও হাজির ছিল আলিবাগে।
এরপর মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টেও লেন্সবন্দি হন শাহরুখ-গৌরী। সেখানেও তাঁদের সঙ্গী মিষ্টি কুকুরছানাটি। দেখা মিলল আব্রামেরও। পরিবার এবং আম্বানিদের সঙ্গে নববর্ষের উদযাপনে জামনগর পৌঁছেছেন বাদশা। নিয়ে গিয়েছেন সারমেয়টিও। তাতে স্পষ্ট, এই চারপেয়ে নিঃসন্দেহেই শাহরুখের পরিবারের নয়া সদস্য।
বর্তমানে পরবর্তী ছবি কিং এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত শাহরুখ, এতে সুহানা খানও অভিনয় করেছেন। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম এডিশনে হাজির হয়ে বহুল প্রতীক্ষিত এই ছবি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন অভিনেতা। তিনি আরও বলেন, 'আমি 'কিং' করছি, আমাকে এর কাজ শুরু করতে হবে, কিছুটা ওজন কমাতে হবে, কিছুটা স্ট্রেচিং করতে হবে।'
তিনি আরও বলেছিলেন যে একটি চলচ্চিত্র শেষ করতে তিনি এত সময় নেওয়ার কারণ হ'ল তিনি যে পরিচালকের সাথে সিনেমাটি তৈরি করতে এক বছরেরও বেশি সময় ব্যয় করতে চলেছেন তাঁর সাথে সময় কাটাতে পছন্দ করেন। কিং এর সাথে কন্যা সুহানা খানও অভিনয় করবেন। গত বছর জোয়া আখতারের 'দ্য আর্চিস' দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছিল তাঁর। খবর, সুজয় ঘোষ নয় পাঠান পরিচালক সিদ্ধর্থ আনন্দ এই ছবি পরিচালনা করবেন।
২০২৩ সালে শাহরুখের তিনটি ছবি মুক্তি পেয়েছিল, তবে ২০২৪ সাল জুড়ে শাহরুখের কোনও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। গত বছর সিদ্ধার্থ আনন্দের 'পাঠান', ‘অ্যাটলি’র জওয়ান' ও রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’তে নজর কেড়েছিলেন বাদশা।