চলতি বছরে পরপর দুটি ধামাকা উপহার দিয়ে ফেলেছেন শাহরুখ খান। জানুয়ারি মাসে পাঠান আর সেপ্টেম্বরে জওয়ান বক্স অফিসে সুপার ডুপার হিট। এমনকী, চলতি বছরের শুধু নয়, বলিউডের সর্বাধিক উপার্জিত ছবি এই মুহূর্তে পাঠান। আশা রাখা যাচ্ছে, সেই জায়গা নিয়ে নেবে জওয়ান আর কয়েকদিনেই। এবার অনেকের মনেই যে প্রশ্ন ঘোরাফেরা করছে তা হল, ডাঙ্কি কি এই বছরই আসবে?
জওয়ান-এর সাফল্যের জন্য আয়োজিত প্রেস কনফারেন্সে রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। অনেকেই ধরে নিয়েছিলেন, জওয়ান আর পাঠানের সাফল্যের পর হয়তো ডাঙ্কি পিছিয়ে দেবেন শাহরুখ। তবে কিং খানের বক্তব্য মিলল অন্য আভাস। আরও পড়ুন: ‘আমি সেদিন কান্না থামাতে পারিনি, মৃণালদা এসে জড়িয়ে ধরেছিলেন’: মমতা শঙ্কর
একটি ভিডিয়োতে শাহরুখকে বলতে শোনা গেল, ‘ভগবান দয়ালু ছিল পাঠানের উপর। আরও দয়ালু হলেন জওয়ানের ক্ষেত্রে। আমরা পাঠানের ক্ষেত্রে শুরু করেছিলাম ২৬ জানুয়ারির (প্রজাতন্ত্র দিবস) মতো শুভ দিন দিয়ে। এরপর জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মদিনে এল জওয়ান। আর এখন সামনেই বড়দিন আর নিউ ইয়ার। আমরা ডাঙ্কি মুক্তি দেব। আমি জাতীয় সংহতি বজায় রেখে চলেছি। যদিও আমার ছবি যখনই মুক্তি পায়, তখনই ইদ।’
‘আমি গত ২৯ বছরে কঠোর পরিশ্রম করেছি। ভবিষ্যতেও করতে থাকব। কারণ আমি খুশি হই যখন মানুষ আমার ছবি দেখে খুশি হয়।’, আরও বলতে শোনা গেল শাহরুখ খানকে। আরও পড়ুন: সন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা, দাদু হলেন সব্যসাচী! গৌরবের কোলে ছেলে এল না মেয়ে?
রাজকুমার হিরানির ছবির জন্য প্রথমবার জুটি বাঁধছেন শাহরুখ খান আর তাপসী পান্নু। ডাঙ্কিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ভিকি কৌশল ও ধর্মেন্দ্রকেও। সঙ্গে এই প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ কিং খানের। এর আগে ফিরিয়েছিলেন মুন্নাভাই এমবিবিএসের অফার। যদিও সেটা যে বড় ভুল ছিল তা মেনে নিয়েছেন বাদশা। সে যাই হোক, শাহরুখের কাছ থেকে ডিসেম্বরে আরও এক উপহার পাওয়ার আশায় আপাতত বুক বেঁধেছেন তাঁর ভক্তরা।
এদিকে, শাহরুখের জওয়ানকে ভক্তরা ব্লকবাস্টার ঘোষণা করেছেন। ছবিটি ইতিমধ্যেই ঘরোয়া বক্স অফিসে ৪১০.৮৮ কোটি আয় করেছে। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। শাহরুখ ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামাণি, সানিয়া মলহোত্রা, রিদ্ধি ডোগরা, এবং সঞ্জিতা ভট্টাচার্য।