গুরুতর অসুস্থ শাহরুখ খান। মঙ্গলবার ২১ মে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার ১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। বলাই বাহুল্য জয়ী হয় শাহরুখের দল। দুই ছেলে মেয়েকে নিয়ে এদিন তিনি মাঠে হাজির ছিলেন। বিভিন্ন মুহূর্তে তাঁকে উচ্ছ্বাস প্রকাশ করতে, ম্যাচ শেষ মাঠ ঘুরতে দেখা যায়। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিং খান। জানা গিয়েছে হাঁসফাঁস গরমে হিট স্ট্রোক হয়ে গিয়েছে তাঁর। বুধবার তাঁকে দুপুরবেলায় আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। তবে জানা গিয়েছেন এখন ঠিক আছেন বাদশা।
আরও পড়ুন: দ্বিতীয় হানিমুনে গিয়েই বরকে চমক শ্রুতির, মেঘালয়ের নদীতে ভেসে স্বর্ণেন্দুকে শোনালেন কোন গান?
গরমে অসুস্থ শাহরুখ খান
এদিন বুধবার ২২ মে কলকাতার ম্যাচের পরদিনই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান, পুলিশের তরফে জানা গিয়েছে হিট স্ট্রোক হয়েছিল তাঁর। সেদিনই তাঁকে তড়িঘড়ি করে গুজরাটের আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থ আছেন। এখনও হাসপাতালে ভর্তি আছেন তিনি।
আরও পড়ুন: কেকেআরের বোলিংয়ে কুপোকাত হায়দরাবাদ, উচ্ছ্বাসে ফেটে পড়লেন সুহানা গম্ভীর, ছেলেকে জাপটে আদর শাহরুখের
আমদাবাদের পুলিশ সুপারিনটেনডেন্ট ওম প্রকাশ জাট জানিয়েছেন, 'প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লে শাহরুখ খানকে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতর কিছু নয়। ওঁকে দ্রুত ছেড়ে দেওয়া হবে।'
তবে এই খবর ছড়িয়ে পড়ার পর তিনি কেমন আছেন, কী অবস্থা, সহ সমস্ত আপডেট পেতে এই হাসপাতালের বাইরে ভিড় জমান শাহরুখ খানের ভক্তরা। ভিড় এতটাই উপচে পড়ে যে পুলিশকে এসে সেই ভিড় সামাল দিতে হয়।
এছাড়া অনেকেই এদিন সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সোমবার, মঙ্গলবার দুদিনই আমদাবাদে তাপপ্রবাহ চলছিল বলে জানা গিয়েছে।
কী ঘটেছিল?
এবারের আইপিএলের কোয়ালিফায়ার ১ ম্যাচের দুদিন আগে আমদাবাদে চলে গিয়েছিলেন কিং খান। মঙ্গলবার ম্যাচের পর তিনি একটু রাতের দিকে আমদাবাদ শহরের আইটিসি নর্মদা হোটেলে পৌঁছন তাঁর গোটা টিমের সঙ্গে। সেখানে তাঁদের সাদর অভ্যর্থনা জানানো হয়।
এর পরের দিন বেলায় শাহরুখের শরীর খারাপ করলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ভর্তি করে নেওয়া হয়, চলছে চিকিৎসা। তবে বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থ আছেন। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ নিয়েছেন।
আরও পড়ুন: 'কী দুর্ধর্ষ একটা সফর...', মিস ইউনিভার্স খেতাব জয়ের তিন দশক পার, নস্টালজিয়ায় ভাসলেন সুস্মিতা
পুলিশের তরফে জানানো হয়েছে কিং খানের হিট স্ট্রোক হয়েছিল। বিগত কয়েক দিন ধরেই গুজরাট সহ দেশের অন্যান্য জায়গায় প্রবল গরম চলছে। আর এই হাঁসফাঁস গরমের কারণেই অভিনেতা অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে।