এই প্রথম বলিউডের কোনও ছবি ভারতে আর বাংলাদেশে একই দিনে মুক্তি পেল। প্রথম দিকে সেন্সর জটে আটকেছিল শাহরুখ খানের এই সিনেমা। সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল ৭ সেপ্টেম্বর পদ্মাপারে এই ছবিখানার মুক্তি ঘিরে। তবে কেটে যায় সব জট। বৃহস্পতিবার আনকাট সেন্সর পায় পাঠান বাংলাদেশে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ প্রদর্শিত হয়েছিল প্রথম শো-টি।
তা কেমন চলছে ‘জওয়ান’ বাংলাদেশে? সে দেশে শাহরুখের ছবির ডিস্ট্রিবিউটর অনন্য মামুন জানালেন, ৪৮টি সিনেমা হলে ২৩৭টি শো রয়েছে সিনেমাটির। এই পরিসংখ্যানের মধ্যে রয়েছে সিঙ্গেল স্ক্রিনও।
বলে রাখা ভালো, জওয়ান নিয়ে উন্মাদনা তুঙ্গে বাংলাদেশে শাহরুখ-ভক্তদেরও। বৃহস্পতিবার শাহরুখের ভক্তের তৈরি করা একটি গ্রুপ ট্রু এসআরকিয়ান্স বিডি-র তরফে একটি আস্ত হল ভাড়া করা হয়েছিল। এর আগে শাহরুখ খানের পাঠান ছবিটিও ভালো ফল করেছিল সে দেশে। সেই হিসেবে বরং সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, যা সপ্তাহ তিনেক আগে মুক্তি পায় বাংলাদেশে, সেভাবে জমাতে পারেনি পায়ের মাটি। আরও পড়ুন: জওয়ান যেন সাইক্লোন! শনিবারের আয় ঐতিহাসিক, ভেঙে দিল সব রেকর্ড, ৩ দিনে কত তুলল ঘরে?
ভারতে, জওয়ানের রমরমা বাজার। sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তির দিন জওয়ান ভারতের বাজারে ব্যবসা করেছিল ৭৫ কোটির। যার মধ্যে ৫.৫ কোটি এসেছিল তামিল থেকে ও ৪ কোটি তেলেগু থেকে। তবে শুক্রবার খানিকটা কমেছিল আয়। টাকার অঙ্ক ছিল ৫৩.২৩ কোটি। তবে শনিবার ফের রেকর্ড টিকিট বিক্রি হল জওয়ানের। প্রাথমিক রিপোর্ট বলছে, ৭৪.৫ কোটি আয় করল শাহরুখ খানের জওয়ান। যার মধ্যে তামিলে ৫ কোটি, আর তেলেগুতে ৩.৫ কোটি। অর্থাৎ হিন্দিতে ৬৬ কোটি। আর ৩ দিনের আয় মিলিয়ে হয়েছে ২০২.৭৩ কোটি। যার মধ্যে হিন্দির জন্য আয় হয়েছে ১৭৭.৭৩ কোটি। ও তামিলের জন্য ১৪.৩৭ কোটি ও তেলেগুলে ১০.৬৩ কোটি। আর বিশ্ববাজারের হিসেব ধরলে জওয়ানের ৩ দিনের আয় প্রায় ৩৫০ কোটি। আরও পড়ুন: জওয়ান আসায় গদর ২-র ব্যবসা ব্যাহত! শাহরুখকে কী বার্তা দিলেন ‘সাকিনা’ আমিশা?
অ্যাটলি পরিচালিত অ্যাকশন ড্রামা জওয়ানে শাহরুখের নায়িকা নয়নতারা। ভিলেন বিজয় সেতুপতি। এছাড়াও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার এবং রিদ্ধি ডোগরা-রা। একটি বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। প্রযোজনার দায়িত্ব সামলেছে শাহরুখ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।