বলিউডের বাদশা শাহরুখ খান বিলিয়নেয়ার ক্লাবে যোগ দিয়েছেন। হুরুন ইন্ডিয়ার ধনী তালিকা ২০২৫ প্রকাশিত হয়েছে। এই তালিকা অনুসারে, ৩৩ বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করার পর, শাহরুখ খান এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তার নাম বিশ্বের সর্বাধিক ধনী অভিনেতাদের তালিকাতেও স্থান পেয়েছে। শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১২,৪৯০ কোটি টাকা। তিনি টেলর সুইফট (মোট সম্পদ- ১.৩ বিলিয়ন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (মোট সম্পদ- ১.২ বিলিয়ন ডলার), জেরি সিনফেল্ড (মোট সম্পদ- ১.২ বিলিয়ন ডলার) এবং সেলেনা গোমেজ (মোট সম্পদ- ৭২০ মিলিয়ন ডলার) এর মতো অভিনেতাদের পিছনে ফেলেছেন।
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা কারা?
তালিকায় প্রথমেই আছেন শাহরুখ খান, মোট সম্পদের পরিমান ১২,৪৯০ কোটি টাকা। এরপর আছেন জুহি চাওলা এবং পরিবার: ৭,৭৯০ কোটি, হৃতিক রোশন: ২,১৬০ কোটি, করণ জোহর: ১,৮৮০ কোটি, অমিতাভ বচ্চন: ১,৬৩০ কোটি।
শাহরুখ খান কোথা থেকে আয় করেন?
শাহরুখ খানের আয় কেবল সিনেমা থেকে আসে না। তার ব্র্যান্ড ভ্যালু, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা রেড চিলিজ প্রোডাকশন, ভিএফএক্স স্টুডিও, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং দুবাই ও মধ্যপ্রাচ্যের সম্পত্তি- এই সবকিছুই তার মোট সম্পদকে কোটিপতির স্তরে পৌঁছে দিয়েছে।
প্রসঙ্গত, নিঃসন্দেহে ২০২৫ সাল শাহরুখের জন্য বিশেষ। কারণ সুদীর্ঘ ৩৩ বছরের কেরিয়ারে ২০২৫ সালে এসেই প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তার ছেলে আরিয়ান খানও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছেন এবং তিনিও কোটিপতির দলে নাম লেখালেন।