বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika-Shah Rukh: ত্বকের যত্ন নিন! দীপিকার কাছ থেকে ত্বক পরিচর্যা শিখলেন শাহরুখ, কাজে আসবে আপনারও

Deepika-Shah Rukh: ত্বকের যত্ন নিন! দীপিকার কাছ থেকে ত্বক পরিচর্যা শিখলেন শাহরুখ, কাজে আসবে আপনারও

দীপিকার সুন্দর ত্বকের সিক্রেট ফাঁস

Deepika-Shah Rukh: দীপিকার মতো জেল্লাদার আর উজ্জ্বল ত্বক পেতে চান? ফাঁস হল নায়িকার ত্বক পরিচর্যার রুটিন, শিখে নিলেন শাহরুখ খান। আপনি দেখেছেন? 

জীবনের বাজি রেখে শক্রুর মোকাবিলা করার পাশাপাশি মনের মানুষের জেল্লাদার ত্বকের রহস্যভেদেও সমান ওস্তাদ ‘পাঠান’ শাহরুখ খান। হ্যাঁ, দীপিকার সুন্দর ত্বকের সব সিক্রেট ফাঁস করে দিলেন শাহরুখ, শুধু ফাঁস করলেন তা নয়! নিজেও হাতেকলমে শিখলেন কীভাবে জেল্লাদার ত্বক পেতে হয়।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দীপিকা পোস্ট করলেন সেই ভিডিয়ো যেখানে একসঙ্গে ধরা দিলেন পাঠান আর রুবাই। দিন কয়েক আগেই ‘পাঠান’-এর সাংবাদিক বৈঠকে শামিল হয়েছিলেন শাহরুখ-দীপিকা। প্রেস কনফারেন্স শুরুর আগে একটি ভিডিয়ো শ্য়ুট করছিলেন দীপিকা। আয়নার সামনে দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা গেল, ‘আপনার এখন দেখবেন আমি কীভাবে তৈরি হই আজকের অনুষ্ঠানের জন্য..’। এরপর সেখানে সটান হাজির শাহরুখ। আবদার করে বলে বসলেন, ‘আমিও তোমার সঙ্গে রেডি হব’।

দীপিকা জানান, দিনের শুরুতে তিনি ক্লিনজার ব্যবহার করেন। এরপর মুখে টোনার লাগান। তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেন ত্বকে আর সবশেষে সানস্ক্রিন। দীপিকাকে বলতে শোনা যায়, সুহানা এই ভিডিয়োটা দেখলে সবচেয়ে খুশি হবে কারণ জীবনে একবার অন্তত শাহরুখ স্টেপ অনুযায়ী স্ক্রিন কেয়ার রুটিন অনুসরণ করছেন। গোটা ভিডিয়োতেই দীপিকা তাঁর নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড ‘82E’র প্রোডাক্ট ব্যবহার করেছেন। মূলত এটি একটি প্রোমশন্যাল ভিডিয়ো, আর সেই প্রমোশনে দীপিকার সঙ্গে তাঁর হ্যান্ডসাম নায়ক।

দীপিকার প্রোডাক্টের প্রশংসা করে শাহরুখ জানান, ‘আমার নিজেক খুব ফ্রেশ লাগছে… তবে গৌরী আমার এটা না ভেবে বসে ঘরের মধ্যে কে চলে এল! আশা করছি আমাকে চেনা যাচ্ছে’। দীপিকা পালটা বলেন, গৌরী এবং সন্তানরা খুব খুশি হবে শাহরুখকে ত্বকের এইরকমভাবে যত্ন নিতে দেখে।

ভিডিয়োতে দুজনকেই সাদা টি-শার্টে দেখা গেল। সঙ্গে শাহরুখের গলায় ছিল তাঁর পরিচিত কালো মতির মালা এবং হাতে চার কোটির নীল ঘড়ি। এই ভিডিয়ো দেখে আপ্লুত শাহরুখ-দীপিকার ভক্তরা। দুজনের রসায়ন ফের একবার চোখ টানলো সবার। 

প্রসঙ্গত, শাহরুখ-দীপিকা জুটির চার নম্বর ছবি ‘পাঠান’ একের পর এক বক্স অফিস রেকর্ড গড়েই চলেছে। বিশ্ব বক্স অফিসে ৮৫০ কোটির ব্যবসা করে ফেলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি। পাঠানের সাফল্যে অনেকখানি স্বস্তিতে শাহরুখ। পাঠানের সাংবাদিক বৈঠকে অভিনেতা জানিয়েছিলেন, ‘গত চার বছরটা আমি গত চারদিনে ভুলে গেছি’। জিরো-র ব্যর্থতা অতীত। এখন শুধু সামনে এগোতে চান শাহরুখ। চলতি বছর মুক্তি পাবে শাহরুখের আরও দুটি ছবি, ‘জাওয়ান’ এবং ‘ডাঙ্কি’। 

 

 

বন্ধ করুন