দীপাবলির আর মাত্র এক সপ্তাহ বাকি, সবাই এই উৎসব নিয়ে বেশ উচ্ছ্বসিত। বলিউডে ইতিমধ্যেই উৎসব শুরু হয়ে গিয়েছিল। সম্প্রতি, বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা একটি দীপাবলি পার্টির আয়োজন করেছিলেন, সেখানে বলিউড তারকারা উপস্থিত ছিলেন। কোনও অভিনেত্রী নয়, শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি সবার নজর কেড়েছিলেন। পূজার ভিডিয়ো বর্তমানে নেটেদুনিয়ায় ভাইরাল। সবাই তাঁর প্রশংসা না করে থাকতে পারেনি।
আরও পড়ুন: ২৮ বছরের ছোট একজন অভিনেত্রীর সাথে নওয়াজউদ্দিনের লিপলক প্রসঙ্গে যা বললেন অন্নু কাপুর
আরও পড়ুন: টানা বিরতির পর ফের ছোট পর্দায় স্বস্তিকা, কোন ধারাবাহিকে অভিনয় করবেন তিনি?
আরও পড়ুন:
আসলে, গত রাতে, শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে যোগ দিয়েছিলেন। পূজার লুকটি ভাইরাল হয়ে যায়। পূজা দীপাবলি পার্টির জন্য খুব মার্জিত লুক বেছে নিয়েছিলেন। তিনি একটি থ্রি-পিস ভেস্ট পরেছিলেন। তিনি একটি গাঢ় চকলেট রঙের ছোট কুর্তা এবং প্যান্ট বেছে নিয়েছিলেন। পূজা একটি লম্বা শ্রাগ পরেছিলেন, এর জন্য তাঁর পোশাককে খুব সুন্দর দেখাচ্ছিল। পূজা তাঁর চুল খোলা রেখেছিলেন। তার হাতে মেহেদিও সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।
আরও পড়ুন: 'আমাকে নিয়ম শেখাবেন না...', কেবিসির মঞ্চে ছোট্ট প্রতিযোগীর ঔদ্ধত্য দেখে ক্ষুব্ধ নেটপাড়া
পূজা দাদলানির এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সবাই তার লুকের প্রশংসা করছে। এই ভিডিয়োতে মন্তব্য করে বেশিরভাগ মানুষ বলছেন যে পূজা তার লুক দিয়ে বলিউড অভিনেত্রীদেরও হার মানিয়েছেন। এই ভিডিয়োতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, 'ও খুব সুন্দরী।' আর একজন লিখেছেন, খুব মার্জিত দেখাচ্ছে।' একজন লিখেছেন, 'ও শাহরুখের স্ত্রী গৌরীর চেয়েও বেশি সুন্দরী।' আর একজন বলেছেন, 'ও বলিউড অভিনেত্রীদেরও হার মানিয়ে দিচ্ছে। এই ধরণের আরও অনেক মন্তব্য আসছে এই ভিডিয়োতে।
আরও পড়ুন: মাঝপথে রেখা এই ছবিটি ছাড়তে চেয়েছিলেন! কিন্তু মুক্তি পর দারুণ ব্যবসা করে
আরও পড়ুন: সেরা অভিনেতার পুরস্কার, মাকে চুমু অভিষেকের! কেন এলেন না ঐশ্বর্য-আরাধ্যা? প্রশ্ন নেটপাড়ার