বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan Mannat: অন্ধকারেও জ্বলজ্বল হিরে খচিত নেমপ্লেট, নতুন গেট, ফের সেজে উঠল শাহরুখের ‘মন্নত’

Shah Rukh Khan Mannat: অন্ধকারেও জ্বলজ্বল হিরে খচিত নেমপ্লেট, নতুন গেট, ফের সেজে উঠল শাহরুখের ‘মন্নত’

জ্বলজ্বল করছে ‘মন্নত’-এর নেমপ্লেট

Shah Rukh Khan Mannat: শাহরুখের বাংলো 'মন্নত'-এর নাম প্লেট পরিবর্তন করা হয়েছে। নেটমাধ্যমে ভাইরাল হয়েছে 'মন্নত'-এর নতুন নেমপ্লেটের ছবি। নাম ফলকটি হিরা খচিত। পাশাপাশি এলিডি লাগানো হয়েছে। ফলে অন্ধকারেও জ্বলজ্বল করছে এই নেমপ্লেট। লাগানো হয়েছে নতুন গেট।

আরব সাগরের গা ঘেষে বান্দ্রায় শাহরুখ খানের স্বপ্নের রাজপ্রসাদ ‘মন্নত’। শাহরুখ ভক্তরা মুম্বইয়ে পা রাখলেই একবার হলেও মন্নতের সামনে এসে ঘুরে যান। বলিউডের বাদশাকে এক ঝলক দেখার জন্য হাজার ভক্তের আনাগোনা থাকে এই বাংলোর সামনে। তবে সম্প্রতি শাহরুখের এই বাসভবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন করে সেজে উঠেছে মন্নত।

শাহরুখের বাংলো 'মন্নত'-এর নাম প্লেট পরিবর্তন করা হয়েছে। নেটমাধ্যমে ভাইরাল হয়েছে নতুন নেমপ্লেটের ছবি। নাম ফলকটি হিরা খচিত। যদিও এর আগেও একাধিকবার মন্নতের নেমপ্লেট বদল হয়েছে। তবে এবার দেখা গিয়েছে, ‘মন্নত’ লেখা হরফের পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি এলিডি লাগানো হয়েছে। ফলে অন্ধকারেও জ্বলজ্বল করছে এই নেমপ্লেট। লাগানো হয়েছে নতুন গেট। শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাবের টুইটার অ্যাকাউন্টে মান্নাতের নতুন নেমপ্লেটের এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। দেখুন-

আরও পড়ুন: অন্ধকারেও জ্বলজ্বল হিরে খচিত নতুন নেটপ্লেট, গেট, ফের সেজে উঠল শাহরুখের ‘মন্নত’

প্রসঙ্গত, গত মে মাসেই একবার নেটপ্লেট পরিবর্তন করা হয়েছিল ‘মন্নত’-এর। নেমপ্লেটে মেরামতির কাজ চলছিল সেই সময়। নেমপ্লেটে বেশ কয়েকটি হিরে বসানো ছিল। তার মধ্যে থেকেই একটি হিরে নাকি খুলে পড়ে গিয়েছে। তাই কিছুদিন ‘মন্নত’-এর দোর থেকে গায়েব ছিল নেমপ্লেট। কাজ চলছিল সেটার। পরে ২৫ লক্ষ টাকার সেই নেটপ্লেট যথা স্থানে লাগিয়ে দেওয়া হয়।

মুম্বইয়ের বান্দ্রার এই সাগরমুখী বাংলোতে থাকেন শাহরুখ খান, গৌরী খান ও তাঁদের তিন সন্তান সুহানা, আরিয়ান ও আব্রাহাম। ৬ তলা এই বাংলো ডিজাইন করেছেন গৌরী নিজে। বিলাসবহুল নানা সুবিধে যেমন এতে আছে, তেমনই আছে নজরকাড়া আর্টসের কালেকশন। খবর বলছে বর্তমানে এই বাংলোর বাজারমূল্য ২০০ কোটি।

'ইয়েস বস' এর শ্যুটিংয়ের সময় প্রথমবার 'মন্নত' দর্শন হয় শাহরুখের। আর প্রথম দেখাতেই প্রেম। সেইদিনই মনে মনে তিনি ঠিক করে ফেলেন একদিন এই বাংলোটি তিনি নিজের জন্য কিনবেন। সেইসময় ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাতি। নাম ছিল নারিমান দুবাস। আর 'মন্নত' এর পরিচয় ছিল 'ভিলা ভিয়েনা' হিসেবে।

বাংলোটি কেনার পরের ৪ বছর সম্ভবত আইনি জটিলতার কারণে নাম পাল্টাতে পারেননি শাহরুখ। শেষ পর্যন্ত ২০০৫ সালে আইনি জটিলতা সামলে পাকাপাকিভাবে 'ভিলা ভিয়েনা'-র নাম বদলে হয় 'মন্নত'।

বন্ধ করুন