এই মুহূর্তে মুম্বইয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সপরিবারে সেখানে থাকছেন শাহরুখ খান। আগামী দুবছর মন্নত সংস্কারের কাজ চলবে, তাই আপাতত ভাড়া বাড়িই ঠিকানা শাহরুখের। তবে অভিনেতা নিজে ভাড়া বাড়িতে থাকলেও তাঁর অন্য একটি বাড়িরে থাকতে পারবেন আপনি। নামমাত্র খরচ করলেই পেয়ে যাবেন সেই সুযোগ।
ভারতের প্রথম সারির ধনী ব্যক্তিদের মধ্যে একজন হলেন শাহরুখ খান। শুধু ভারত নয়, লন্ডন, দুবাই, ক্যালিফোর্নিয়া সহ বিশ্বের বিভিন্ন শহরে বাড়ি রয়েছে তাঁর। অবসর যাপন করতে মাঝেমধ্যেই সপরিবারে সেখানে যান তিনি। তবে আপনিও যদি চান, তাহলে ছুটি কাটাতে সপরিবারে যেতে পারেন সেই বাড়িতে।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল ‘দ্যা দিল্লি ফাইলস’ - এর শ্যুটিং, ক্ষুব্ধ বিবেক বললেন,'অসম্ভব!'
আরও পড়ুন: কেশরী চ্যাপ্টার ২ দেখে আপ্লুত রানা দাগ্গুবতি, বললেন, 'এমন সিনেমা সব ভাষায়...'
শাহরুখের আমেরিকার বাড়িটি রয়েছে লস অ্যাঞ্জেলেসে। এই বাড়িটি একটি নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে ভাড়া দেন তিনি। আপনি যদি ইচ্ছুক হন, তাহলে আপনিও অবসর যাপনে সেখানে গিয়ে থাকতে পারেন। বিনিময় দিতে হবে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা।
শাহরুখের লস অ্যাঞ্জেলেসের বাড়ির নাম গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা। সাদা এবং বেজ রঙের মিশ্রণে এই বাড়িটি একটি বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। বাড়িতে রয়েছে ছয়টি কামরা, বৈঠকখানা, স্টাডি রুম, সুইমিং পুল, বাগান। বাড়ির মধ্যে রয়েছে একাধিক দামি দামি আসবাবপত্র।
আরও পড়ুন: বলিউডে প্রত্যাবর্তন ফাওয়াদের,সমর্থন জানিয়ে সুস্মিতা বললেন, 'শিল্পে স্বাধীনতা…'
আরও পড়ুন: টিকিট কেটেও মেলেনি হৃতিকের ছবি, ভক্তদের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি আয়োজকদের
আপনি যদি এই বাড়িতে এক রাত কাটাতে চান তাহলে আপনাকে দিতে হবে ১ লক্ষ ৯৬ হাজার টাকা। বুঝতেই পারছেন, বাদশাহ যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে এক রাত কাটাতে এটুকু অর্থ দিতেই হবে আপনাকে।
প্রসঙ্গত, শুধু সাধারণ মানুষ নয় বিভিন্ন সিনেমার শ্যুটিংয়ের জন্যেও এই বাড়িটি ভাড়া দেওয়া হয়। ‘হ্যারি মেট সেজল’ সিনেমার শ্যুটিং চলাকালীন গোটা টিম নিয়ে এই বাড়িতে বেশ কয়েকদিন ছিলেন শাহরুখ।
প্রসঙ্গত, প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন শাহরুখ। এই অ্যাপার্টমেন্টে শুধুমাত্র খান পরিবার থাকবেন তা নয়, থাকবেন নিরাপত্তা কর্মী এবং পরিচারকরাও। অফিসিয়াল কাজকর্ম সেখান থেকেই দেখবেন গৌরী এবং শাহরুখ। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ২৪ লক্ষ টাকা ভাড়া দিতে হবে অভিনেতাকে।