বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: ধর্ম আলাদা হলে কি মানুষ আরও ভালোবাসত? মিডিয়ার প্রশ্নে শাহরুখ অবাক হয়ে বললেন…

Shah Rukh Khan: ধর্ম আলাদা হলে কি মানুষ আরও ভালোবাসত? মিডিয়ার প্রশ্নে শাহরুখ অবাক হয়ে বললেন…

শাহরুখ খান। 

সেই ১৯৯২ সাল থেকে তিনি বলিউডে। শাহরুখ খান এখন শুধু একটা নাম নয়, দেশের মানুষের একটা আবেদ। তবে ধর্ম নিয়ে কি সত্যি কোনওদিন দেশে মুশকিলে পড়েছেন তিনি? 

একবার শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল লোকের তাঁর প্রতি ভালোবাসা, তাঁকে নিয়ে উন্মাদনা কী আরও বেড়ে যেত যদি তাঁর নাম আলাদা হত! ২০০৯ সালের এক ইভেন্টে শাহরুখকে প্রশ্ন করা হয়, এসআরকে-র পুরো কথা যদি শাহরুখ খানের বদলে শেখর রাধা কৃষ্ণ হত, তাহলে কি ব্যাপারটা আলাদা হত? আর তাতে বাদশার জবাব ছিল, শাহরুখ হোক বা শেখর রাধা কৃষ্ণ, তাঁর গন্ধ ততটাই মনোরম হত। ভারতের মতো ‘অসাধারণ দেশে’ নিজের ধর্ম নিয়ে তাঁকে কখনও ভাবতেই হয়নি।

শাহরুখের কেরিয়ার কিন্তু শুরু হয়েছিল ছোট পরদা দিয়ে। প্রথম কাজ ছিল ১৯৮৯-এর শো ‘ফৌজি’। এরপর তিনি সার্কাস আর ইডিয়টের মতো প্রোডেক্টের অংশ হন। সিনেমায় ডেবিউ ১৯৯২ সালে দিওয়ানা দিয়ে। প্রথম ছবিতেই পান সেরা ডেবিউর জন্য ফিল্মফেয়ার। তারপর থেকে একটানা কাজ করে নিজেকে নিয়ে গিয়েছেন বলিউডের পয়লা নম্বরে। এখনও শাহরুখ খানের সিনেমা দেখার জন্য অপেক্ষা করে থাকে লাখ লাখ ভক্ত।

ধর্ম নিয়ে কড়া প্রশ্নে বাদশার কাছ থেকে জবাব এসেছিল, ‘আমার তো মনে হয় না কোনও পার্থক্য থাকত। অন্তত আমার কখনও এরকম মনে হয়নি নিজের কাজ করার সময়। ধর্ম নিয়ে কোনও আলাদা কিছু ভাবিনি ভারতের মতো অসাধারণ দেশে। আমার তো এটা শুনলেও খুব অবাক লাগে। আর তাছাড়া শিল্প এসব বিভেদ অতিক্রম করে যায়। কারণ মানুষ শুধু ভালোটা বা ভালো অভিনেতাকে বেছে নেন, সেখানে ধর্মের কথা তাঁদের মাথাতেও থাকে না। তাই আমাকে যেই নামেই ডাকা হোক, আমার মিষ্টত্ব একই থাকবে।’

এই সাক্ষাৎকারেই শাহরুখকে প্রশ্ন করা হয় তিনি কী মনে করেন ধর্ম ও আধ্যাত্মিকতায় একটা বড় ভূমিকা রয়েছে সিনেমার? তাতে অভিনেতার জবাব, ‘আমার মনে হয় আধ্যাত্মিকতা খুব ব্যক্তিগত একটা কারও ভিতর থেকে আসে। আমার জন্য যেমন আমার অভিনয়টাই আধ্যাত্মিকতা।’

এরপর শাহরুখকে দেখা যাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবিতে দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামের সঙ্গে। ২০২৩ এর ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই সিনেমা। আটলি-র পরিচালনায় জাওয়ান আসবে জুন মাসে আর তাপসী পান্নুর সঙ্গে রাজকুমার হিরানির ডংকি-তে শাহরুখ আসবেন বছরের শেষে।

 

বন্ধ করুন