বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: এয়ারপোর্টে ঢোকার মুখে কী এমন করলেন শাহরুখ,যা দেখে ফ্যানেরা বলছেন- ‘লুট পুট গায়া’

Shah Rukh Khan: এয়ারপোর্টে ঢোকার মুখে কী এমন করলেন শাহরুখ,যা দেখে ফ্যানেরা বলছেন- ‘লুট পুট গায়া’

শাহরুখের এয়ারপোর্টের ভিডিয়ো ভাইরাল 

Shah Rukh Khan: সুপারস্টার সুলভ আচরণ নয়, এয়ারপোর্টে ঢোকার মুখে শান্তভাবে দাঁড়িয়ে নিজের নথিপত্র ভ্যারিফাই করালেন শাহরুখ। ভিডিয়ো দেখে ফ্যানেরা বলছে, ‘লুট পুট গায়া’। 

মিডিয়ার ক্যামেরা আজকাল এড়িয়ে চলতেই ভালোবাসেন শাহরুখ। যাতায়াতের জন্য প্রাইভেট জেটই বেশি ব্যবহার করেন, তাই মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে কালিনা এয়ারপোর্টেই বেশি দর্শন মেলে তাঁর। তবে বৃহস্পতিবার রাতে মুম্বই এয়ারপোর্টে দেখা দিলেন ‘খান-সাহাব’। এদিন অল-ব্ল্যাক লুকে দেখা মিলল বলিউড বাদশার।

বিমানবন্দরে শাহরুখের আচরণ মন জিতে নিল নেটমাধ্যমের। ফ্যানেদের মুখে একটাই কথা, ‘একটাই তো মন শাহরুখ, কতবার জিতবে?’ এদিন নিজের ছায়াসঙ্গী (পড়ুন ম্যানেজার) পূজা দাদলানির সঙ্গে এয়ারপোর্টে পৌঁছান শাহরুখ। এরপরের ছবিটাই মন কাড়ল সবার। বন্দুকধারী সিকিউরিটিদের মাঝ দিতে হেঁটে এন্ট্রি গেটের দিকে যান কিং খান।

প্রবেশ গেটে পৌঁছেই নিজের পাসপোর্ট-সহ প্রয়োজনীয় কাগজ সুরক্ষার দায়িত্বে থাকা সিআইএসএফ অফিসারদের হাতে হাসিমুখে তুলে দেন শাহরুখ। এরপর শান্তভাবে দাঁড়িয়ে থাকেন ভ্যারিফিকেশনের জন্য। সেই ভিডিয়ো দেখেই ভক্তদের মুখে বাদশা-বন্দনা। একজন লেখেন, ‘উফ! পুরো মাটির মানুষ। ওঁনার এক হাসিতেই সকলে ফিদা। দারুণ দেখাচ্ছে বাদশাকে’। অপর একজন লেখেন, ‘কিং খানের চার্ম এক কথায় অতুলনীয়। ডাঙ্কির জন্য শুভকামনা’।

এদিন শাহরুখের পরনে কালো রঙা জিনস, টি-শার্ট আর জ্যাকেট। চোখে চশমা আর মাথায় হেয়ারব্যান্ড। বয়স যেন থমকে গেছে, ৫৮-র শাহরুখ বারবার মনে করান সে কথা। তবে এদিন কোথায় উড়ে গেলেন তারকা, সেই নিয়ে কোনও তথ্য মেলেনি। 

চলতি বছর ইতিমধ্যেই দু-টো ১০০০ কোটির ছবি উপহার দিয়েছেন শাহরুখ। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। প্রথমবার রাজ কুমার হিরানির ছবির নায়ক শাহরুখ খান। থ্রি-ইডিয়টস, মুন্নাভাই সিরিজ, সঞ্জুর মতো ব্লকবাস্টার ছবির পরিচালকের সঙ্গে জুটি বেঁধে নতুন কিছু উপহার দেবেন শাহরুখ, এমনটাই আশা সকলের। 

‘ডাঙ্কি’র প্রথম ঝলক-সহ প্রথম গান লুট পুট গায়া ইতিমধ্যেই ফিরছে সকলের মুখেমুখে। এই ছবিতে হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। তাঁর নায়িকা তাপসী পান্নু। মস্তিখোর বন্ধুরাই হার্ডির পরিবার। মনু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল) আর হার্ডি হরিহর আত্মা। হার্ডির চার বন্ধুই যেতে চায় লন্ডন। আর এই সিদ্ধান্তই বদলে দেয় তাঁদের জীবন। বন্ধুত্বের গল্প ‘ডাঙ্কি’। নিজের স্বপ্নপূরণের জন্য় পরিবার থেকে দূরে একটা সফরে বেরিয়ে পড়বে হার্ডি ও তাঁর গ্যাং। সেই সফরে ঠিক কী কী বাধার সম্মুখীন হবে তাঁরা, জীবনযুদ্ধে হার না মানা সেই গল্পই ফুটে উঠবে রাজ কুমার হিরানির ছবিতে। আগামী ২১শে ডিসেম্বর মুক্তি পাবে ‘ডাঙ্কি’। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ পুজোয় বাধা দিলে ছাড়ব না, দুর্গোৎসবের আগেই মৌলবাদীদের সতর্ক করল বাংলাদেশ সরকার ১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.