বাংলার আমফান বিধ্বস্তদের জন্য দু হাত খুলে সাহায্যের ঘোষণা আগেই করা হয়েছে শাহরুখ খানের তরফে। বাদশার দুই সংস্থা কলকাতা নাইট রাইডার্স এবং মীর ফাউন্ডেশনের তরফে বুধবার বিকালেই সেই ঘোষণা করা হয়েছিল। শুক্রবার তাঁর প্রিয় কলকাতাবাসীর জন্য খোলা চিঠি লিখলেন বাংলার ব্র্যান্ড আম্বাসাডার শাহরুখ খান।
দিল্লির ছেলে শাহরুখ,তাঁর কর্মভূমি মুম্বই সেই অর্থে বাংলার সঙ্গে তাঁর কোনও যোগ নেই তবুও কলকাতা তাঁর প্রাণের শহর। এখানকার মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত,সেই ভালোবাসার টানেই ফিরে ফিরে আসেন এই শহরে, কলকাতার দুঃখে তাঁরও প্রাণ কাঁদে। করোনা সংকটেও বাংলার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এসআরকে। আমফান বিধ্বস্তদের জন্য আর্থিক সহায়তার কথা আগেই ঘোষণা হয়ে গিয়েছে খান-সাহাবের তরফে এদিন যেন চিঠি লিখে তিনি কলকাতাবাসীকে বলতে চাইলেন ‘মেয় হুঁ না’।
চিঠিতে শাহরুখ যা লেখেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়,
'কলকাতা আমার কাছে শুধু একটা শহর নয়, এটা একটা ইমোশন। কলকাতায় আমি বন্ধুত্ব খুঁজে পেয়েছি,ভালোবাসা পেয়েছি,আনন্দ পেয়েছি..কিন্তু সবকিছুর উর্দ্ধে আমি এই শহরে শিখেছি একতা আর টিমওয়ার্কের আসল অর্থ। ব্যক্তিগতভাবে বলতে পারেন কলকাতা নাইট রাইডারের সঙ্গে আমার এই সফরটা আসলে জীবনের একটা মেটাফর,যার মধ্যে অনেক চড়াই-উতরাই রয়েছে।ইডেন গার্ডেনে অনেক ভালো দিন দেখেছি,অনেক খারাপ দিনও এসেছে কিন্তু দিনের শেষে আমরা সবাই স্টেডিয়ামে দাঁড়িয়ে থেকেছি একটা আশা নিয়ে,একটা বিশ্বাস নিয়ে..করব,লড়ব,জিতব। আজ আমরা এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমার অভিজ্ঞতা এবং শিক্ষা বলছে একটা টিম হিসাবে ঘুরে দাঁড়াতে শক্তি প্রয়োজন। আমাদের একতা ও সাহস সেই শক্তি দিয়ে আমাদের যুদ্ধ জিততে সাহায্য করবে।
সেই বিশ্বাস নিয়েই কলকাতা নাইট রাইডার্স আমফান বিধ্বস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে...একসঙ্গে আমরা সব বাঁধা পার করব।
ভালোবাসা,শাহরুখ খান
বাংলার প্রতি শাহরুখের এই ভালোবাসায় অভিভূত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখের টুইট রি-্টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, এই কঠিন সময়ে বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ শাহরুখ, মীর ফাউন্ডেশন এবং আমাদের ভীষণ আপন কলকাতা নাইট রাইডার্স। এটা ভীষণ চিন্তাশীল এবং অর্থপূর্ন অনুদান। বাংলা একসঙ্গে,একত্রে এই ধ্বংসাত্মক পরিস্থিতির মোকাবিলা করবে। বাংলা সাহসী এবং আমরা জিতবই'।
কেকেআরের তরফে টুইট বার্তায় জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করবে শাহরুখ খানের এই ক্রিকেট ফ্রাঞ্চাইসি। যদিও নির্দিষ্ট কোনও টাকার অঙ্ক জানানো হয়নি। গোটা কলকাতা শহর জুড়ে ভেঙে পড়েছে কয়েক হাজার গাছ, তাই তিলোত্তমাকে ফের সবুজে মুড়তে ৫০০০ গাছ লাগাতে চলেছে কেকেআর।
সর্বোপরি, সাইক্লোন আমফানে সবথেকে ক্ষতিগ্রস্ত চার জেলা- কলকাতা, দুই ২৪ পরগনা ও পূ্র্ব মেদিনীপুরে দুর্গতদের খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করার কথা জানিয়েছে নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশন। তারা এই প্রকল্পের নাম দিযেছে কেকেআর সহায়তা বাহন।
এই সমস্ত কাজই করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি নির্দেশিকা ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম মেনে করা হবে বলেও জানানো হয়েছে নাইট কর্তৃপক্ষের তরফে।
পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিলে দান করুন-
WEST BENGAL STATE EMERGENCY RELIEF FUND
(Part of Chief Minister Relief Fund)
https://wbserf.wb.gov.in/wbserf
A/C No: 628005501339
Bank: ICICI Bank
Branch: Howrah
IFSC Code: ICIC0006280
MICR Code: 700229010
SWIFT Code: ICICINBBCTS