বাংলা নিউজ > বায়োস্কোপ > Narendra Modi-Shah Rukh Khan: নতুন সংসদ ভবন নিয়ে নমোর গুণগান শাহরুখ খানের মুখে, মোদীর থেকে এল জবাব

Narendra Modi-Shah Rukh Khan: নতুন সংসদ ভবন নিয়ে নমোর গুণগান শাহরুখ খানের মুখে, মোদীর থেকে এল জবাব

মোদীর প্রশংসায় শাহরুখ। 

শনিবার থেকেই চর্চায় ভারতের নতুন সংসদ। ঝাঁ চকচকে সেই নতুন বাড়ির ভিডিয়ো শেয়ার করে মোদীর প্রশংসায় পঞ্চমুখ কিং খানও। যার প্রতিক্রিয়াও এল প্রধানমন্ত্রীর কাছ থেকে। 

রবিবার নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত ধরে আরও এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত। বিশেষ পুজোর মধ্য দিয়েই দ্বারোদ্ঘাটন হবে নতুন সংসদ ভবনের। আরও নানা ধরনের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। রাত থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। আপাতত সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সবার মুখেই তারিফ নতুন সংসদ ভবনের।

শাহরুখ খান নতুন সংসদ ভবনের একটি ভিডিয়ো শেয়ার করে নেন টুইটারে। সঙ্গে লেখেন, ‘যারা আমাদের সংবিধানের মাথা উঁচু রাখে, এই মহান জাতির প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করে এবং জনগণের বৈচিত্র্য রক্ষা করে তাঁদের জন্য কী চমৎকার নতুন বাড়ি @নরেন্দ্রমোদিজি। নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ ভবন, সঙ্গে ভারতের সুপ্রাচীন গৌরবের স্বপ্নগুলিকে সঙ্গে নিয়ে। জয় হিন্দ। #আমার সংসদ আমার অহংকার (#MyParliamentMyPride)।’

শাহরুখ খানের এই প্রশংসা ভরা টুইটের জবাবে মোদী লিখলেন, ‘খুব সুন্দরভাবে বিশ্লেষন করা। নতুন সংসদ ভবন গণতান্ত্রিক শক্তি ও অগ্রগতির প্রতীক। এটি ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশ্রণ ঘটায়। #আমার সংসদ আমার অহংকার (#MyParliamentMyPride)।’

শনিবার নতুন সংসদ ভবন নিয়ে একটি টুইট করেন নমো। যাতে তিনি লেখেন, ‘নতুন সংসদ ভবন জনগণের আকাঙ্খা পূরণ করেছে। অনেকেই সোশাল মিডিয়ায় #MyParliamentMyPride প্রচার চালাচ্ছেন। বহু মানুষের আবেগঘন কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। জাতির গর্বের কথা তুলে ধরেছেন তাঁরা।’

রবিবারই উদ্বোধন হওয়ার কথা রয়েছে ৭৫ টাকার কয়েনের। সঙ্গে এই বিশেষ দিনে একটি নতুন স্ট্যাম্পও উন্মোচন হবে। নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সদস্য বসতে পারবেন। উভয় কক্ষের যৌথ সভার ক্ষেত্রে, মোট ১ হাজার ২৮০ জন সদস্যকে স্থান দেওয়া যাবে লোকসভাতেই।

এদিকে রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানের বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ১৯টি বিরোধী দল রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে। ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে ষজ্ঞে বসেছেন মোদী। দুপুর আড়াইটের সময় ভাষণ দেওয়ার কথাও রয়েছে তাঁর। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

চ্যাম্পিয়ন্স লিগে ১১ গোলের ধুন্ধুমার ম্যাচে ৪ গোল হ্যারির, ভাঙলেন রুনির রেকর্ড পিতৃপক্ষের শুরুতেই চন্দ্রগ্রহণ! এবার আসছে সূর্যগ্রহণ, দেখে নিন তারিখ, সময় মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ সেপ্টেম্বরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ সেপ্টেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ সেপ্টেম্বরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ সেপ্টেম্বরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.