বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhishek Banerjee: ‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ আইফার সাংবাদিক বৈঠকে কিংয়ের মুখে অভিষেক-বন্দনা

Abhishek Banerjee: ‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ আইফার সাংবাদিক বৈঠকে কিংয়ের মুখে অভিষেক-বন্দনা

বাদশার অভিষেকবন্দনা!

অভিষেকে বুঁদ বাদশা! স্ত্রী-২ অভিনেতার পারফরম্যান্স দেখে তাঁকে ফোন করার কথা ভেবেছিলেন শাহরুখ খান। সর্বসমক্ষেই সে কথা জানালেন তিনি। মশকরা করতে ছাড়লেন না বন্ধু করণ জোহরের সঙ্গেও।

‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ আইফা ২০২৪-এর জন্য মুম্বইয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে স্বয়ং কিং খানের মুখ এই মন্তব্য শুনে ঠিক কী মনে হয়েছিল বলুন তো বলিউডের নতুন সেনসেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? এর উত্তর একমাত্র অভিষেকের কাছেই থাকলেও, একথা বলাই যায় যে সময়টা বড্ড ভালো যাচ্ছে তাঁর। আসলে ‘পাতাললোক’ থেকে ‘স্ত্রী সিরিজ, ‘অপূর্বা’, ‘ভেড়িয়া’ কিংবা ‘ভেদা’— প্রত্যেক ছবিতেই দুর্দান্ত অভিনয় করে আসমুদ্র হিমাচলের মন জয় করে নিয়েছেন এই তরুণ বাঙালি অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতায় বুঁদ আট থেকে আশি! সেই ভক্তকুলে যে খোদ বলিউডের বাদশাও রয়েছেন, এবার সেটাও সকলের সামনে প্রমাণ হয়ে গেল। একেবারে নিজস্ব ঢঙেই সেকথা স্বীকার করে নিলেন শাহরুখ খান। ‘স্ত্রী-২’-এ তাঁর অসাধারণ চরিত্রাভিনয়ের জন্য অভিষেককে দরাজ সার্টিফিকেটও দিয়েছেন বাদশা। এও কি কোনও পুরস্কার বা সম্মান প্রাপ্তির থেকে কম কিছু নাকি!

শাহরুখ বরাবরই তাঁর সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা করায় বিশ্বাসী। এমনকী, হাসির মোড়কে অনেক সময়েই নানা জটিল বিষয় সরল ভাষায় তুলে ধরেন তিনি। আইফার সাংবাদিক বৈঠকেও হালকা আর ফুরফুরে মেজাজেই ছিলেন বাদশা। এবারের আইফা রকস অনুষ্ঠানটি যুগ্মভাবে উপস্থাপনা করার দায়িত্ব পড়েছে বলিউডের দুই উদীয়মান তারকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধান্ত চতুর্বেদীর উপর। অন্যদিকে, এবছরের মূল আইফা অ্যাওয়ার্ডটি উপস্থাপনা করবেন শাহরুখ খান এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী, পরিচালক-প্রযোজক করণ জোহর।

আইফার সাংবাদিক বৈঠকে অভিষেককে শাহরুখ বলেন, 'তোমার অসামান্য ওই ছবি (স্ত্রী-২) দেখার পর এখানে তোমাকে দেখে আমি সত্যিই খুব খুশি। আমি ভেবেছিলাম তোমাকে ফোন করব।'

একই মঞ্চে বন্ধু করণের সঙ্গেও মশকরা করতে ছাড়েননি কিং খান। তিনি বলেন, 'করণ, একটু তো রিহার্সাল করো!' এরপরই উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে করণকে উল্লেখ করে বলেন, 'ও আমাকে বলেছে, কোনও রিহার্সাল করবে না। ও সবটাই জুম কলে সারতে চায়।' এরপরই আবার সরাসরি আবার বন্ধুকে শাহরুখ বলেন, 'আরে ভাই, একটু ছবি-টবি বানাও। আর কত হোস্টিং করবে!'

এসবের মধ্যে আইফা নিয়েও একদফা হাসি-ঠাট্টা করেন শাহরুখ। তিনি বলেন, 'এর আগে মাত্র একবারই এরা আমায় ডেকেছিল। এবার ডাকল প্রায় ১০ বছর পর! আমার তো এখানে আসতে সব সময়েই ভালো লাগে। কিন্তু, যখনই আইফার অনুষ্ঠান হয়, তখনই আমার কোনও না কোনও ছবির শুটিংয়ের কাজ চলে।' প্রসঙ্গত, শাহরুখ গত প্রায় এক দশক ধরেই আইফার সঙ্গে যুক্ত রয়েছেন।

এবছর আইফার মূল অনুষ্ঠানটির সঙ্গেই আইফা উৎসবমের আসরও বসবে। দু'টি অনুষ্ঠান একই সময় হবে। সেই আয়োজন সকলের সামনে উপস্থাপনা করবেন বাহুবলীখ্যাত রানা ডুগ্গুবাটি। দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের সেরা কুশীলব ও কারিগরদের সেই মঞ্চে সম্মানিত ও পুরস্কৃত করা হবে। মুম্বইয়ের সাংবাদিক বৈঠকে রানাও উপস্থিত ছিলেন। কথায় কথায় তিনি জানান, একবার বলিউডের বাদশা পুরো ইন্ডাস্ট্রির জন্য এক এলাহী আফটার-পার্টি দিয়েছিলেন।

আইফা সূত্রে জানানো হয়েছে, তাদের এবারের অনুষ্ঠানে যোগ দেবেন বর্ষীয়ান অভিনেত্রী রেখাও। মঞ্চ মাতাবেন শাহিদ কাপুর, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর এবং কৃতী স্যাননের মতো তারকারা। আইফা ২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর, আবু ধাবির ইয়াস আইল্যান্ডসে।

বায়োস্কোপ খবর

Latest News

'ছেলের মৃত্যুর বদলা চাই', শুভমকে গুলি করার আগে জঙ্গিরা কী বলেছিল তাঁর স্ত্রীকে? ‘সন্ত্রাসবাদ ধ্বংস হোক’, পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দায় বিশ্বভারতীতে শোক মিছিল সুপার কাপে আলাদিনের হ্য়াটট্রিক! মহমেডানকে হাফ ডজন গোল দিল নর্থ ইস্ট ইউনাইটেড! ৮ জুন থেকে ৩ রাশির ভাগ্য হবে উজ্জ্বল, বুধের উদয়ে আসবে স্বপ্নপূরণের সুযোগ 'দরজায় সবসময় তালা...', গত ৪ মাসে পরিবার নিয়ে কতটা সতর্ক হয়েছেন সইফ? 'সন অফ..! পণবন্দিদের হস্তান্তর নিয়ে হামাসকে তুলোধোনা প্যালেস্তাইন প্রেসিডেন্টের পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত, আদিলকে নিয়ে পোস্ট প্রিয়াঙ্কার! মঙ্গলের ঘরে বুধাদিত্য রাজযোগ, ৫ রাশির উপর বর্ষিত হবে ধন-সম্পদ, সঙ্গে বাড়বে আয় মেয়ে বলে অন্য শিশুকে দত্তক নিল গায়েত্রী ও প্রকাশ, দুগ্গামণিকে তবে কি দূরে ঠেলবে? ১০০ বছর পর অক্ষয় তৃতীয়ায় গজকেশরী যোগের সংযোগ, ৩ রাশির ফিরবে সুবর্ণ সময়

Latest entertainment News in Bangla

'দরজায় সবসময় তালা...', গত ৪ মাসে পরিবার নিয়ে কতটা সতর্ক হয়েছেন সইফ? পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত, আদিলকে নিয়ে পোস্ট প্রিয়াঙ্কার! মেয়ে বলে অন্য শিশুকে দত্তক নিল গায়েত্রী ও প্রকাশ, দুগ্গামণিকে তবে কি দূরে ঠেলবে? 'উনি ভেবেছিলেন, আমার হাতে ওয়াইনের গ্লাস তুলে দিলেই চুমু খেতে পারবেন, চড় কষাই' পহেলগাঁও হামলা, নিন্দায় সিনেমার প্রচারমূলক অনুষ্ঠান নিয়ে বড় পদক্ষেপ মাধবনের 'এখন আমি নিজেই...', মাধুরীকে পেয়ে কতটা বদলেছে ডাক্তারবাবুর জীবন? 'আমি ওঁর অভিনয়...',কেশরী চ্যাপ্টার ২-এ অনন্যার কাস্টিং নিয়ে মুখ খুললেন পরিচালক শুধু নারীর ক্ষমতায়নের কথা নয়,মাতৃত্ব ও সম্পর্কে এক অন্যরকম গল্প বলল 'অন্নপূর্ণা' পহেলগাঁওয়ের রক্তে ধুয়ে গেল ফাওয়াদের ‘আবির গুলাল’, ছবি মুক্তি বন্ধ করল কেন্দ্র অনুপমের গান গাইছেন বিদেশিনী! ভাইরাল জাপানে বাংলার নতুন বছরকে বরণের ঝলক

IPL 2025 News in Bangla

‘হার্দিক নির্লজ্জ, স্বার্থপর.., ভাল নাগরিক নয়!’ কেন সমালোচনার মুখে MI ক্যাপ্টেন? IPL-র ম্যাচের আগে হঠাৎই RCBর প্রাক্তনীদের খুঁজছেন RR হেডস্যার দ্রাবিড়! কারণ? অভিনব মানোহরকে মেরে মাটি ধরিয়ে দিলেন বুমরাহ! কী হল তারপর? সমালোচনার মুখে জসপ্রীত জানেন কার জন্য SRH-এর বিরুদ্ধে ম্য়াচ জিততে চেয়েছিলেন সূর্যকুমার যাদব? আম্পায়ারও তো পয়সা নিচ্ছেন, যার কাজ তাকে করতে দাও… ইশানকে সেহওয়াগের কড়া বার্তা সুযোগ পেলে অবশ্যই IPL-এ খেলব… PSL-এ কি খেলতে চান না পাকিস্তানের পেসার আমির? ১০৩টে ক্যাচ মিস! ৫ বছরের IPL ইতিহাসে আগে কখনও এত খারাপ হয়নি, চিন্তায় উদ্যোক্তারা ২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.