‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ আইফা ২০২৪-এর জন্য মুম্বইয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে স্বয়ং কিং খানের মুখ এই মন্তব্য শুনে ঠিক কী মনে হয়েছিল বলুন তো বলিউডের নতুন সেনসেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? এর উত্তর একমাত্র অভিষেকের কাছেই থাকলেও, একথা বলাই যায় যে সময়টা বড্ড ভালো যাচ্ছে তাঁর। আসলে ‘পাতাললোক’ থেকে ‘স্ত্রী’ সিরিজ, ‘অপূর্বা’, ‘ভেড়িয়া’ কিংবা ‘ভেদা’— প্রত্যেক ছবিতেই দুর্দান্ত অভিনয় করে আসমুদ্র হিমাচলের মন জয় করে নিয়েছেন এই তরুণ বাঙালি অভিনেতা। তাঁর অভিনয় দক্ষতায় বুঁদ আট থেকে আশি! সেই ভক্তকুলে যে খোদ বলিউডের বাদশাও রয়েছেন, এবার সেটাও সকলের সামনে প্রমাণ হয়ে গেল। একেবারে নিজস্ব ঢঙেই সেকথা স্বীকার করে নিলেন শাহরুখ খান। ‘স্ত্রী-২’-এ তাঁর অসাধারণ চরিত্রাভিনয়ের জন্য অভিষেককে দরাজ সার্টিফিকেটও দিয়েছেন বাদশা। এও কি কোনও পুরস্কার বা সম্মান প্রাপ্তির থেকে কম কিছু নাকি!
শাহরুখ বরাবরই তাঁর সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা করায় বিশ্বাসী। এমনকী, হাসির মোড়কে অনেক সময়েই নানা জটিল বিষয় সরল ভাষায় তুলে ধরেন তিনি। আইফার সাংবাদিক বৈঠকেও হালকা আর ফুরফুরে মেজাজেই ছিলেন বাদশা। এবারের আইফা রকস অনুষ্ঠানটি যুগ্মভাবে উপস্থাপনা করার দায়িত্ব পড়েছে বলিউডের দুই উদীয়মান তারকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সিদ্ধান্ত চতুর্বেদীর উপর। অন্যদিকে, এবছরের মূল আইফা অ্যাওয়ার্ডটি উপস্থাপনা করবেন শাহরুখ খান এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী, পরিচালক-প্রযোজক করণ জোহর।
আইফার সাংবাদিক বৈঠকে অভিষেককে শাহরুখ বলেন, 'তোমার অসামান্য ওই ছবি (স্ত্রী-২) দেখার পর এখানে তোমাকে দেখে আমি সত্যিই খুব খুশি। আমি ভেবেছিলাম তোমাকে ফোন করব।'
একই মঞ্চে বন্ধু করণের সঙ্গেও মশকরা করতে ছাড়েননি কিং খান। তিনি বলেন, 'করণ, একটু তো রিহার্সাল করো!' এরপরই উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে করণকে উল্লেখ করে বলেন, 'ও আমাকে বলেছে, কোনও রিহার্সাল করবে না। ও সবটাই জুম কলে সারতে চায়।' এরপরই আবার সরাসরি আবার বন্ধুকে শাহরুখ বলেন, 'আরে ভাই, একটু ছবি-টবি বানাও। আর কত হোস্টিং করবে!'
এসবের মধ্যে আইফা নিয়েও একদফা হাসি-ঠাট্টা করেন শাহরুখ। তিনি বলেন, 'এর আগে মাত্র একবারই এরা আমায় ডেকেছিল। এবার ডাকল প্রায় ১০ বছর পর! আমার তো এখানে আসতে সব সময়েই ভালো লাগে। কিন্তু, যখনই আইফার অনুষ্ঠান হয়, তখনই আমার কোনও না কোনও ছবির শুটিংয়ের কাজ চলে।' প্রসঙ্গত, শাহরুখ গত প্রায় এক দশক ধরেই আইফার সঙ্গে যুক্ত রয়েছেন।
এবছর আইফার মূল অনুষ্ঠানটির সঙ্গেই আইফা উৎসবমের আসরও বসবে। দু'টি অনুষ্ঠান একই সময় হবে। সেই আয়োজন সকলের সামনে উপস্থাপনা করবেন বাহুবলীখ্যাত রানা ডুগ্গুবাটি। দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের সেরা কুশীলব ও কারিগরদের সেই মঞ্চে সম্মানিত ও পুরস্কৃত করা হবে। মুম্বইয়ের সাংবাদিক বৈঠকে রানাও উপস্থিত ছিলেন। কথায় কথায় তিনি জানান, একবার বলিউডের বাদশা পুরো ইন্ডাস্ট্রির জন্য এক এলাহী আফটার-পার্টি দিয়েছিলেন।
আইফা সূত্রে জানানো হয়েছে, তাদের এবারের অনুষ্ঠানে যোগ দেবেন বর্ষীয়ান অভিনেত্রী রেখাও। মঞ্চ মাতাবেন শাহিদ কাপুর, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর এবং কৃতী স্যাননের মতো তারকারা। আইফা ২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর, আবু ধাবির ইয়াস আইল্যান্ডসে।