বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan-Jawan: শাহরুখের বাবাকে উৎসর্গ জওয়ানের বিশেষ শো, আবেগতাড়িত হয়ে ভক্তদের জন্য কী লিখলেন কিং খান?

Shah Rukh Khan-Jawan: শাহরুখের বাবাকে উৎসর্গ জওয়ানের বিশেষ শো, আবেগতাড়িত হয়ে ভক্তদের জন্য কী লিখলেন কিং খান?

শাহরুখের বাবাকে উৎসর্গ জওয়ানের বিশেষ শো

Shah Rukh Khan-Jawan: বেঙ্গালুরুতে শাহরুখ ভক্তরা তাঁর বাবার স্মৃতির উদ্দেশ্যে জওয়ানের একটি শো উৎসর্গ করেন। গোটা ঘটনায় আবেগতাড়িত হয়ে পড়েন কিং খান।

জওয়ান নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। তবে শাহরুখ ভক্তদের নিয়ে অবশ্যই আছে। কিং খানকে ভালোবেসে তাঁরা ঠিক কী কী করতে পারেন সেটার প্রমাণ তাঁরা অনবরত দিয়েই চলেছেন। এবার একদম অভিনব পন্থায় জওয়ানের প্রচার করলেন তাঁরা। মুম্বইয়ের পর শাহরুখ খানের ভক্তরা এবার বেঙ্গালুরুতে একটি জওয়ানের বিশেষ শোয়ের আয়োজন করলেন দুঃস্থ মহিলা এবং শিশুদের জন্য। এই শো-টি পর্দার জওয়ানের বাবা মীর তাজ মহম্মদ খানের স্মৃতির উদ্দেশ্যে ছিল।

এক্সে অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিয়ো পোস্ট করা হয়। তাঁরা সেই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'বেঙ্গালুরু এসআরকে ওয়ারিয়র্স জওয়ানের একটি চ্যারিটি শোয়ের আয়োজন করেছিল মীর তাজ মহম্মদের স্মৃতির উদ্দেশ্যে, দুঃস্থ মহিলা এবং বাচ্চাদের জন্য।'

আর সেই ভিডিয়ো তার চোখে পড়ে খোদ কিং খানের। তিনি সেই ভিডিয়ো শেয়ার করেন এবং লেখেন, 'সকলকে অনেক ধন্যবাদ। এটা ভীষণ মিষ্টি এবং মন ছুঁয়ে গেল আমার। অনেক ভালোবাসা নিও। আশা করব তোমাদের সময়টা খুব ভালো কেটেছে।'

আরও পড়ুন: ৮০০ কোটির গণ্ডি পার অদম্য ‘জওয়ান’-এর, আর কোন ভারতীয় ছবির একই রেকর্ড আছে?

আরও পড়ুন: প্রতিবন্ধকতাকে ছাপিয়ে গেল ভালোবাসা, হুইলচেয়ারে করে জওয়ান দেখলেন ভক্ত, কী লিখলেন মুগ্ধ শাহরুখ? 

প্রসঙ্গত শাহরুখ খান তাঁর সমস্ত চ্যারিটেবল কাজকর্ম মীর ফাউন্ডেশনের মাধ্যমে করে থাকেন। নাম থেকেই স্পষ্ট তিনি তাঁর এই সংগঠনের নামটি তাঁর বাবার নাম দিয়েই রেখেছেন। এই সংগঠন মূলত মহিলাদের উন্নতি, তাঁদের স্বাবলম্বী গড়ে তোলার জন্য কাজ করে থাকে। ২০১৩ সালে এই সংগঠন তৈরি করেন তিনি। অনেক কম বয়সেই বাবাকে হারিয়েছেন শাহরুখ, তার বছর দশক পর হারিয়েছেন মাকেও। সম্প্রতি শাহরুখের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে তাঁকে বলতে শোনা যায় যে তিনি কেন এখনও কাশ্মীরে যাননি। সেখান থেকেই প্রমাণিত হয় তাঁর বাবার প্রতি তাঁর ভালোবাসা।

প্রসঙ্গত জওয়ান ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। ইতিমধ্যেই এই ছবি ৫২৬.৭৩ কোটির টাকার ব্যবসা করেছে ভারতে। তবে ২১ তারিখ মুক্তি পাওয়ার পর সব থেকে কম অঙ্কের আয় করল এই ছবি, মাত্র ৮.৮৫ কোটি।

জওয়ানে শাহরুখ খান ছাড়াও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি। এছাড়া অন্যান্য ভূমিকায় দেখা যাচ্ছে সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখকে।

বায়োস্কোপ খবর

Latest News

মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল সবাই চলে গেলেও বাবা-হারা মালাইকার পাশে অর্জুন, গাড়িতে উঠিয়ে দেন পুরনো বান্ধবীকে আপনার দিনটি স্বাস্থ্যকরভাবে শুরু করতে চান? এই স্মুদি রেসিপিগুলি বানিয়ে দেখুন সুনীলদের প্রাক্তন কোচ ইগর স্টিম্যাচের চুক্তি নবীকরণ পদ্ধতি নিয়ে তদন্ত করবে AIFF সিজার তালিকা বলছে 'আছে', পোস্টমর্টেম বলল 'নেই', রহস্য নির্যাতিতার পোশাক নিয়ে Border Gavaskar Trophy: স্মিথ কোন পজিশনে নামবেন- কী বললেন অজি কোচ ম্যাকডোনাল্ড? ধনু-মকর-কুম্ভ-মীনের বৃহস্পতিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.