কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন রবিবার মুম্বইয়ে তাঁর পারফরম্যান্সের সময় শাহরুখ খানকে একটি বিশেষ সাইট আউট দিয়েছিলেন। দর্শকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘শাহরুখ খান, ফরএভার’, আর তা শুনে অভিনেতার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। আর এবার শাহরুখ তাঁকে আন্তরিক ভাবে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘এই সাউট আউটে আমি স্পেশাল ফিল করেছি।’
রবিবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কোল্ডপ্লের দ্বিতীয় কনসার্ট ছিল। সেই কনসার্টের বহু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তার মধ্যে একটিতে দেখা গিয়েছে ক্রিস মার্টিন শাহরুখকে সাউট আউট দিচ্ছেন। এক্স-এ এক ব্যক্তি এই ভিডিয়োটি পোস্ট করেন। ভিডিয়োতে কোল্ডপ্লে পারফর্ম করার সময় একটি মিউজিকের মাঝখানে ক্রিস বলেন, ‘শাহরুখ খান, ফরএভার।’ আর তিনি এই কথা বলতেই স্টেডিয়ামে উপস্থিত শাহরুখ ভক্তরা উল্লাসে ফোনে আলো জ্বালিয়ে চিৎকার করে ওঠেন।
আরও পড়ুন: 'সুযোগ পেয়ে হারিয়েছি…' বলিউডে বহিরাগতদের অবস্থাটা ঠিক কী? জানালেন কার্তিক
তারপর সোমবার, স্বায়ং শাহরুখ তাঁর এক্স হ্যান্ডেলে এই ভিডিয়োটি শেয়ার করে ক্রিসকে একটি মিষ্টি বার্তা দেন। তিনি লেখেন, ‘নক্ষত্রের দিকে তাকান... দেখুন তারা আপনার জন্য কীভাবে জ্বলজ্বল করছে ... এবং আপনি সব কিছু করতে পারছেন! আমার ভাই ক্রিস মার্টিন, তুমিও আমাকে স্পেশাল ফিল করিয়েছ, একেবারে তোমার গানের মতো।তোমাকে ভালোবাসি। তোমার টিমকে জন্য রইল শুভেচ্ছা। বন্ধু, তুমি কোটিতে এক। ভারত তোমাকে ভালোবাসে, @coldplay।’ তাছাড়াও ভিডিয়োতে বাদশা লেখেন, ‘ক্রিস মার্টিন, ফরএভার।’
প্রসঙ্গত, ২০১৬ সালে, ক্রিস এবং তাঁর ব্যান্ড গ্লোবাল সিটিজেন ফেস্টিভালে ভারতে পারফর্ম করেছিল। সেই সময় শাহরুখ তার বাড়িতে গায়কের জন্য একটি আফটার-পার্টির আয়োজন করেছিলেন।
উল্লেখ্য, রবিবার রাতে মুম্বইয়ে কোল্ডপ্লের কনসার্টে স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারাকে হাজির হয়েছিলেন সচিন তেন্ডুলকর। তাছাড়াও গায়িকা ছিলেন শ্রেয়া ঘোষাল। সোমবার ইনস্টাগ্রামে শ্রেয়া ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন। শ্রেয়ার সঙ্গে ছিলেন তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় ও তাঁর বাবা ৭০ বছর বয়সী বিশ্বজিৎ ঘোষাল।
শ্রেয়া ঘোষাল কনসার্টের বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োগুলিতে কোল্ডপ্লের 'আ স্কাই ফুল অব স্টারস', 'ফিক্স ইউ' ও 'প্যারাডাইস' গানে তাঁকে নাচতে দেখা গিয়েছে। তাছাড়া কয়েকটি ছবিতে শিলাদিত্যর সঙ্গে পোজও দিতে দেখা গিয়েছে শ্রেয়াকে।