এবারের IIFA এর মঞ্চে অন্যতম সঞ্চালক হিসেবে ছিলেন শাহরুখ খান। সেখানেই তিনি জানালেন কেন তিনি এখন আর কোনও বিয়ে বাড়িতে গেলে নাচেন না, ছেলের গ্রেফতারির পর কোন কঠিন সময়ের মধ্যে দিয়ে তাঁরা গিয়েছেন সেই সমস্ত কথা।
আরও পড়ুন: ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিচ্ছেদের পরেও ধন্যবাদ ঈশ্বরকে! সৌমিতৃষা বললেন, 'কোনও খামতি নেই, পরিবর্তন...'
IIFA -এর মঞ্চে শাহরুখ
শাহরুখ খান এবার IIFA এর মঞ্চে অন্যতম সঞ্চালক ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ভিকি কৌশল, করণ জোহর। তাঁদের এদিন দারুণ মজা করে সঞ্চালনা করতে দেখা যায়। এমনকি কেবল সঞ্চালনা নয়। রীতিমত নাচতেও দেখা যায় তিনজনকে। সেই সমস্ত মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সব থেকে বেশি নজর কেড়েছে এদিন সঞ্চালক হিসেবে শাহরুখের বলা নানা কথা। কী জানালেন শাহরুখ?
কঠিন সময় নিয়ে কী জানালেন শাহরুখ?
এদিন কেবল সঞ্চালনা নয়, IIFA এর মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পান শাহরুখ। জওয়ান ছবিটির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার নিয়ে এদিন কিং জানান, 'কেউ আমায় মনে করিয়ে দিয়েছিল যে টাকাগুলো ছবিতে ইনভেস্ট করা উচিত। আমি তাই গৌরীকে ধন্যবাদ জানাতে চাই। ও বোধহয় একমাত্র স্ত্রী যে অন্য সমস্ত কিছুর থেকে বরের উপর সব থেকে বেশি টাকা খরচ করে। জওয়ান বানানোর সময় আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।' ২০২১ সালের ৩ অক্টোবর আরিয়ান খানকে গ্রেফতার করা হয় মাদক মামলায়। যদিও পরবর্তীতে তাঁকে ক্লিন চিট দেওয়া হয়।
বিয়ে বাড়িতে নাচা প্রসঙ্গে কী বললেন শাহরুখ?
বলিউডে আর কারও বিয়েতে গেলে কেন নাচেন না এদিন সেটাই খোলসা করে জানালেন কিং। বললেন 'আগে আমি জামাইয়ের বয়স ছিলাম। এখন আমি শ্বশুরের বয়সী হয়ে গিয়েছি।'
একই সঙ্গে এদিন শাহরুখ জানান তিনি ফ্ল্যাটের বদলে বাংলোতে থাকেন কারণ তিনি চান না তাঁর উপর আর কেউ থাকুক। শাহরুখ এদিন অ্যানিম্যাল ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙাকে অনুরোধ করেন দক্ষিণের পুষ্পার মতো একটা ছবি বানানোর জন্য। ফলে তিনি যে এদিন গোটা অনুষ্ঠান নানা রকম মজা, নানা কথায় মাতিয়ে রেখেছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না।