দুই সন্তান আরিয়ান খান এবং আব্রাম খানকে নিয়ে লায়ন কিং জগতে ফিরতে চলেছেন শাহরুখ খান। ডিজনি প্লাস হটস্টারে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে মুসাফা: দ্য লায়ন কিং। সিনেমাটি ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।
মুসাফা: দ্য লায়ন কিং সিনেমাটির হিন্দি সংস্করণে মুসাফার চরিত্রে কন্ঠ দিয়েছেন শাহরুখ খান। আরিয়ান কন্ঠ দিয়েছেন সিম্বার চরিত্রে। শাহরুখের ছোট ছেলে সিংহ শাবকের চরিত্র কন্ঠ দিয়েছেন।
আরও পড়ুন: মেয়ের বিয়ে!আলিয়াকে জড়িয়ে আবেগঘন অনুরাগ, সঙ্গীতে হাজির প্রাক্তন স্ত্রী কালকিও
মঙ্গলবার disneyflimsindia - এর তরফ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই ছেলে বিশেষ করে আব্রামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন শাহরুখ খান। কিং খান বলেন, ‘বছর দশেক আগে আরিয়ান দা ইনক্রেডিবল -এ ভয়েস আটিস্ট হিসেবে কাজ করেছিল। ওর পক্ষে হিন্দি সংলাপ বলা সহজ ছিল কারণ আশেপাশের প্রায় অনেক মানুষ হিন্দি ভাষায় কথা বলত। ’
ছোট ছেলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘এখনকার শিশুরা আর হিন্দি ভাষায় কথা বলতে অভ্যস্ত নয়। বেশিরভাগ কথা হয় ইংরেজিতে। আরিয়ানকে হিন্দি বলতে সুহানা অনেকটাই সাহায্য করেছিল। কিন্তু আব্রামকে হিন্দি বলাতে বেশ কষ্ট করতে হয়েছে আমাকে।’
দুই ছেলের সঙ্গে কাজ করার প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আগেরবার আরিয়ানের সঙ্গে কাজ করেছিলাম আর এখন আব্রামের সঙ্গে। দুজনেই খুব ছোট থেকে ধৈর্য সহকারে কাজ করতে পারে। দুজনে হিন্দি সংলাপ মুখস্ত করতে পারে খুব তাড়াতাড়ি, যদিও এই বিষয়ে আব্রাম অনেকটাই এগিয়ে রয়েছে।’
আরও পড়ুন: ‘ভুলভুলাইয়া’-র পর এবার ‘ভূত বাংলা’, ফের হরর-কমেডি সিনেমায় অক্ষয় কুমার! কবে মুক্তি পাচ্ছে ছবিটি?
কিং খান বলেন, ‘আমি ভীষণ খুশি আব্রাম এই কাজটার জন্য পরিশ্রম করেছে। ভীষণ আনন্দ করে কাজটা করেছে ও। দিদির সঙ্গে বসে সংলাপ মুখস্ত করেছে। অন্যদিকে আরিয়ানের আগের রেকর্ডিং এবং এখনকার রেকর্ডিংয়ে বিস্তর ফারাক। গলায় ভারী ভাব এসেছে। তবে এই সিনেমায় আমরা তিনজন একসঙ্গে কাজ করলাম এটাই আমার কাছে একটা স্মরণীয় বিষয় হয়ে থাকবে সারা জীবন।’
প্রসঙ্গত, ‘মুসাফা: দ্য লায়ন কিং’ সিনেমাটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিনস। সিনেমাটি মূলত একটি প্রিকুয়েল। বাবা মুসাফাকে কী করে খুঁজে বের করে সিম্বা, সেটাই দেখা যাবে এই সিনেমায়। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।