শাহরুখ খান ৭৭ তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা পার্দো আল্লা ক্যারিয়ারে ভূষিত হয়েছেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি এই সম্মান অর্জন করলেন। এই উৎসব চলাকালীন বাদশা ঘোষণা করেছেন যে তাঁর প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট' সঞ্জয় লীলা বনসালির ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'দেবদাস'- এর রাইট পেয়েছে। এই ছবিতে শাহরুখ ছাড়াও ছিলেন ঐশ্বর্য রাই, মাধুরী দীক্ষিত নেনে এবং জ্যাকি শ্রফ৷
উৎসবে অংশগ্রহণের ঠিক আগে শাহরুখ এই খবর পেয়েছিলেন। তাঁর অভিনীত এই ছবির স্বত্বের মালিক হয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে তিনি বলেন, 'একটি প্রযোজনা সংস্থা হিসাবে আমরা এই ছবির স্বত্ব কিনেছি, এবং আমি খুব, খুব গর্বিত যে এই ছবি এখন আমাদের কোম্পানির আওতায়।'
আরও পড়ুন: শাহরুখ করিশ্মায় কাত জনতা! লোকার্নো চলচ্চিত্র উৎসবে কোন গান গাইলেন কিং খান, দেখুন
শাহরুখ জানান, জনপ্রিয় এই প্রেমের উপন্যাসকে সিনেমা আকারে ফুটিয়ে তুলতে পেরে তিনি যেমন খুব খুশি হয়েছিলেন, পাশাপাশি অনেকটা চাপও কাজ করছিল। কারণ নানা ভাষায় শরৎচন্দ্রের এই উপন্যাস নিয়ে বহু ছবি হয়েছে। তার মধ্যে আবার একটি ছবিতে কাজ করেছিলেন স্বয়ং দিলীপ কুমার।
পাশাপাশি নায়ক এও বলেন, তাঁর কাছে এই ছবিটির অফার আসার পর অনেকেই তাঁকে 'দেবদাস'-এর চরিত্রটি করতে না করেছিলেন। কারণ তার আগে শাহরুখ যেসব চরিত্রে অভিনয় করেছিলেন সেগুলি অনেক আলাদা ছিল এই চরিত্র থেকে। উপরন্তু, সঞ্জয় লীলা বনসালি যখন ছবিটির প্রস্তাব তাঁকে দিয়েছিলেন, তখন ভারতীয় ছবির দর্শক আসতে আসতে বাণিজ্যিক ছবির দিকে ঝুঁকছিল। ফলে এই গল্প অনেকের কাছেই যুগোপযোগী নাও মনে হতে পারত।
আরও পড়ুন: উসকে প্রেমের জল্পনা! শ্রাবন্তীর জন্মদিনে বিশেষ বার্তা শুভ্রজিতের, বয়সে নায়িকার থেকে কত বড় পরিচালক
এছাড়াও অভিনেতা আর্থিক অসুবিধার দিকও তুলে ধরেন। এই ছবিটি করতে অনেকটা সময় লেগেছিল, কারণ এটি তৎকালীন সময়ে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলির মধ্যে এটি ছিল একটি। এত সমস্যার সত্ত্বেও, ছবির কাজ সম্পূর্ণ হয়। শাহরুখ জানান, এই ছবি তাঁর মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য। তিনি জানান, ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে এই ভূমিকায় অভিনয় না করার পরামর্শ দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, শাহরুখ নাকি এই কাজের জন্য উপযুক্তই নয়। তবুও তিনি নিজের স্বপ্নপূরণের জন্য এই কাজটি করেছিলেন।
ছবিতে ধুতি-কুর্তা একেবারে অন্য লুকে ধরা দিয়েছিলেন শাহরুখ। এই প্রসঙ্গে অভিনেতা জানান, সেই সময় তিনি ধুতি-কুর্তায় খুব একটা স্বাচ্ছন্দ্য ছিলেন না তাই, ওভাবে সেজে পুরো ছবিতে অভিনয় করা তাঁর জন্য বেশ কঠিন ছিল। এই সমস্যার কিছুটা সমাধানের জন্য তিনি একটি জিপার ব্যবহার করেছিলেন বলেও জানান।