বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: ‘ক্লান্ত হয়ে যাবি’, এই বয়সে শাহরুখের দ্বারা অ্যাকশন ছবি হবে না, বলেছিলেন 'বন্ধু' আদিত্য

Shah Rukh Khan: ‘ক্লান্ত হয়ে যাবি’, এই বয়সে শাহরুখের দ্বারা অ্যাকশন ছবি হবে না, বলেছিলেন 'বন্ধু' আদিত্য

করে দেখালেন শাহরুখ

‘হয়ত টাইগার বা হৃতিকের মতো পারব না, তবে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব’, শুরুতে শাহরুখের উপর মোটেই আস্থা ছিল না প্রযোজক আদিত্য চোপড়ার। 

বুড়ো হারে ভেলকি দেখাচ্ছেন শাহরুখ খান! ‘পাঠান’ ছবির 'বেশরম রং' গান নিয়ে যতই বিতর্ক থাক, ৫৭-র ‘তরুণ তুর্কি’ শাহরুখকে দেখে ঘুম উড়েছে অষ্টাদশী তরুণীরও। শাহরুখের সুদর্শন চেহারা দেখে মহিলা ভক্তরা ফের বলে উঠেছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’। সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশন ফিল্মের সঙ্গে দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। ‘জিরো’র ব্যর্থতার পর নিজেকে বেশ খানিকটা গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। এক সাক্ষাৎকারে বাদশা জানিয়েছেন, এই বয়সে এসেও কেন অ্যাকশন ছবিকেই নিজের কেরিয়ারের ‘ব্রহ্মাস্ত্র’ হিসাবে বেছে নিলেন তিনি। 

রোহিত উত্থপার সঙ্গে এক আলোচনায় ‘পাঠান’ তারকা জানান, এই ছবির প্রযোজক তথা দীর্ঘদিনের বন্ধু আদিত্য চোপড়া শুরুতে একেবারেই আস্থা রাখতে পারেনি শাহরুখের উপর। এসআরকের সঙ্গে ছবি করতে আগ্রহী আদিত্য চাননি অ্যাকশন ছবিতে কাজ করুক শাহরুখ। 

বলিউডের কিং খান অকটপে বলেন, ‘চার বছর আগে, আমার নিজেকে একটু দুর্বল লাগছিল। চোট পেয়েছিলাম। সার্জারিও হয়েছিল, কিন্তু আমি ভাবলাম আমাকে এমন কিছু করতে হবে যেটা আমি আগে কখনও করিনি। আমাকে সবার প্রথম শারীরিকভাবে ফিট হতে হবে। আমি বন্ধু আদিত্যকে আর সিদ্ধার্থ আনন্দকে বললাম, ‘একটা অ্যাকশন ছবি বানাও’। ওরা পালটা বলল, ‘স্যার, এটা কী বলছেন, তুমি ক্লান্ত হয়ে যাবে’। আমি বললাম, চেষ্টা তো করি। আমি হয়ত টাইগার বা দুগ্গু (হৃতিক)-র মতো পারব না, কিন্তু নিজের সেরাটা দেব'। 

এরপর এক বছর ধরে নিজের ফিটনেসের উপর জোর দিয়েছিলেন শাহরুখ। জিরোর ব্যর্থতা তাঁকে ঘিরে ধরেছিল ঠিকই, তবে নিজের কমফর্ট জোনের বাইরে বেরিয়ে কিছু একটা করে দেখানোর জেদও ঘিরে ধরেছিল তাঁকে। আরই ফসল ‘পাঠান’। 

আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। এই ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে রোম্যান্স করবেন বাদশা। থাকছেন জন আব্রাহামও। আপতত শাহরুখের বাদশাহি কামব্য়াকের দিকে তাকিয়ে তাঁর ভক্তকুল। 

 

 

 

বন্ধ করুন