‘পাঠান’-এর মুক্তির জন্য অপেক্ষায় গোটা দেশ। এই ছবি ঘিরে শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ছবির ট্রেলার, গান সবকিছুই ট্রেন্ডিংয়ে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেখানে একটি বাড়ির ছাদে ‘ঝুমে জো পাঠান’ গানে নাচতে দেখা যাচ্ছে শাহরুখ খানকে, থুড়ি শাহরুখ নন, তবে হুবহু তাঁর মতোই দেখতে ইব্রাহিম কাদরিকে।
হ্যাঁ, এই ভিডিয়ো দেখলে ধন্দে পড়বেন শাহরুখের জবরা ফ্যানেরাও। অবিকল শাহরুখের মতো দেখতে এই যুবক গত কয়েক মাস ধরেই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। এমনতি শাহরুখের হামশকল-এর সংখ্যা কম নয়। তবে ইব্রাহিম কাদরির সঙ্গে এসআরকে-র মুখের আদলের এতটাই মিল রয়েছে যে সত্যি অবাক হতে হয়।
শাহরুখের এই ‘ডুপ্লিকেট’ সম্প্রতি ‘পাঠান’ ছবির ‘ঝুমে জো পাঠান’ গানে জমিয়ে নাচল। পরনে ছেঁড়া জিনস আর কাটাফাটা টি-শার্ট। চোখে রোদচশমা, চুলের স্টাইল থেকে চালচলন সবেতেই শাহরুখের ঝলক উপস্থিত ১০০ শতাংশ। এক ঝটকায় দেখলে শাহরুখ নিজেও ভিরমি খেতে পারেন! এই ভিডিয়ো ইতিমধ্যেই ৮০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন।
এই ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই সবার দৃষ্টি আকর্ষণ করছে। একজন লেখেন, ‘আমি তো পুরো কনফিউসড হয়ে গেলাম। মানে সত্যি এটা শাহরুখ খান নয়?’ অপর একজন লেখেন, ‘এতো পুরো চিনে তৈরি শাহরুখের কার্বনকপি… এটা যে শাহরুখ নয়, তা বুঝতে বেশ কয়েক সেকেন্ড সময় লাগল’।
শাহরুখের নানা ছবির লুকে ফটোশ্যুট করাই ইব্রাহিমের নেশা এবং বর্তমানে পেশাও। জোশ থেকে ডিডিএলজে-- শাহরুখের নানান আইকনিক লুককে রিক্রিয়েট করে ইনস্টাগ্রামে পোস্ট করেন এই শাহরুখ ভক্ত। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন শাহরুখের মতো দেখতে হওয়ার সুবাদে।
শুধু ঝুমে জো পাঠান নয়, ‘বেশরম রং’ গানেও রিল ভিডিয়ো বানিয়েছেন ইব্রাহিম। তাঁর চার্ম যে শাহরুখ ভক্তদের মন ছুঁয়ে যায় তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে ইনস্টাগ্রামে ইব্রাহিমের ফলোয়ার সংখ্যা প্রায় আড়াই লক্ষ ছুঁইছুঁই।
ইব্রাহিম ইনস্টাগ্রামে মাত্র একজনকেই ফলো করেন। বলে দেওয়ার দরকার আছে কি তিনি কে? হ্যাঁ, শাহরুখ খান। এই যুবক ভারতীয়, টিক-টক স্টার হিসাবেও একটা সময় খ্যাতি অর্জন করেছিলেন।
শাহরুখের মুখের আদলের সঙ্গে মিল রয়েছে, এমন মানুষ পৃথিবীতে বিরল তা নয়। জর্ডনের এক পেশাদার ফটোগ্রাফারের মুখের সঙ্গে শাহরুখ খানের অদ্ভূত মিল রয়েছে! তাঁর নাম আক্রম আল ইসানি। তবে সকলকে ছাপিয়ে গিয়েছেন এই ভারতীয় যুবক। আপতত ইন্টারনেটের নয়া সেনসেশন ইব্রাহিম কাদির।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4au