বিকিনি বিতর্কের জেরে ‘পাঠান’ নিয়ে কম অপমান সইতে হয়নি শাহরুখ খানকে। ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই নেটপাড়ার একটা বড় অংশের রোষের মুখে শাহরুখ-দীপিকারা। কট্টরপন্থীরা এই ছবিকে ‘হিন্দু-বিরোধী’ বলে দেগে দেওয়ার চেষ্টা করেছেন, মধ্যপ্রদেশের রাস্তায় পুড়েছে শাহরুখ-দীপিকাদের কুশপুতুল। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলেছেন বেশকিছু রাজ্যের নেতা-মন্ত্রীরাও।
তাচ্ছিল্যের সুরে মধ্যপ্রদেশের স্পিকার গিরীশ গৌতম বলেছিলেন, ‘শাহরুখ খানের উচিত নিজের মেয়েকে নিয়ে পাঠান দেখা’। মুখে কোনও জবাব না দিলেও কাজে করে দেখালেন শাহরুখ। হ্যাঁ, সোমবার যশ রাজ স্টুডিওতে সপরিবারে হাজির হয়েছিলেন শাহরুখ। ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও স্ত্রী গৌরী খানকে নিয়ে ‘পাঠান’ ছবি দেখলেন তারকা।
এদিন শাহরুখের দেখা মিলল ক্রিম রঙা টি-শার্ট আর নীল প্যান্টে, তাঁর গলায় দেখা মিলল বিডেড নেকলেস। ‘পাঠান’-এর প্রমোশনে শাহরুখের নিত্য সঙ্গী এটি। বাবার সঙ্গে রঙ মিলিয়ে ক্রিম রঙা হুডিতে সেজেছিল সুহানা, আর দাদা আরিয়ানের দেখা মিলল সাদা টি শার্টে।
‘বেশরম রং’ বিতর্কের মাঝে গত ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিধায়ক তথা স্পিকার গিরীশ গৌতম কটাক্ষের সুরে বলেন, ‘মেয়ের সঙ্গে বসে ছবিটা দেখুক শাহরুখ,তারপর সেই ছবি আপলোড করে দুনিয়াকে বলুক যে মেয়েরে সঙ্গে পাঠান দেখছি!’ হ্যাঁ, ‘পাঠান’ বিতর্কে শাহরুখ খানের মেয়েকে জড়াতেও ছাড়েননি মধ্যপ্রদেশের স্পিকার।
না, সুহানার সঙ্গে আলাদা করে কোনও ছবি পোস্ট করেননি বাদশা। তবে পাপারাৎজিদের ক্যামেরায় খান পরিবার ফ্রেমবন্দি হয়েছে ছবির স্ক্রিনিং-এ ঢোকবার মুখে। সদ্যই দুবাই থেকে ফিরেছেন শাহরুখ। শনিবার বুর্জ খালিফায় প্রদর্শিত হয়েছে ‘পাঠান’-এর ট্রেলার।
‘পাঠান' অবতারে বাবাকে দেখে কেমন লেগেছে সুহানা-আরিয়ানের? সেই নিয়ে এখনও কিছু প্রতিক্রিয়া মেলেনি। তবে ছবি ট্রেলার দেখে কী বলছে কিং খানের পরিবার তা সম্প্রতি ফাঁস করেছেন শাহরুখ। টুইটারে প্রশ্নোত্তর পর্বে ফ্যানের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘বাড়ির ছোট সদস্যের (আব্রাম খান) জেট প্যাক সিকোয়েন্স সবচেয়ে ভালো লেগেছে। ভাবছে আমি আলাদা কোনও দুনিয়ায় চলে যাব।’
সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়াও দেখা মিলবে ‘ভিলেন’ জন আব্রাহামের। সন্ত্রাসবাদীর চরিত্রে রয়েছেন জন। আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।