লক্ষ্মীপুজোর দিন সুখবর শোনালেন পরিচালক ভিগনেশ শিবান। যমজ পুত্র সন্তানের বাবা-মা হলেন ভিগনেশ ও তাঁর স্ত্রী অভিনেত্রী নয়নতারা। এদিন টুইটারে সকলকে চমকে দিয়ে এই সুখবর শেয়ার করলেন পরিচালক। শুধু তাই নয় ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন ভিগনেশ। চলতি বছর জুন মাসের ৯ তারিখ ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন শাহরুখের ‘জওয়ান’ নায়িকা। বিয়ের চার মাসের মাথায় নয়নতারার মা হওয়ার খবরে চোখ কপালে নেটপাড়ার।
এদিন টুইটারের দেওয়ালে ভিগনেশ লেখেন, ‘নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্র সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আর্শীবাদ হিসাবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আর্শীবাদ চাই’।
পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেমের কাহিনি শুরু ‘নানুম রাউড়িধান’ ছবির সেটে। ২০১৫ সাল থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। গত বছরই এই প্রেমের গল্পে শিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। এক টেলিভিশন শো-তে জানিয়েছিলেন ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন তাঁরা। নয়নতারা ও ভিগনেশ দীর্ঘদিন লিভ ইন সম্পর্কেও ছিলেন। ৯ই জুন মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসর্টে পরিণতি পায় এই প্রেমের গল্প। সেই বিয়ের আসরে হাজির ছিলেন রজনীকান্ত থেকে শাহরুখ খান!
নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ভিগনেশ। সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি নাকি অন্তঃসত্ত্বা ছিলেন শাহরুখের ‘জওয়ান’ নায়িকা? তা স্পষ্ট নয়। বিয়ের চার মাসের মাথা-তেই মা হওয়ায় অনেকেই মন্তব্য করছেন, ‘আলিয়া-রণবীর জুটিও ফেল নয়নতারা-ভিগনেশ-এর কাছে'। বিয়ের মাত্র দেড় মাস পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া। তার চেয়েও বড় সারপ্রাইজ দিলেন এই দক্ষিণী সুন্দরী।
‘জওয়ান’ ছবির সঙ্গেই বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে নয়নতারার। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে চিরঞ্জীবী ও সলমন খান অভিনেত্রী ‘গডফাদার’ ছবিতে। অন্যদিকে অজিতের পরবর্তী ছবি ‘একে৬২’ নিয়ে ব্যস্ত ভিগনেশ।