শাহরুখের ছবি ‘পাঠান’ যেভাবে একের পর এক কামাল করে চলেছে, তা দেখে যে কারওরই চোখ ছানাবড়া হবে। বলিউডে হাতে গোনা কিছু ছবি নিয়ে হয়েছে এরকম মাতামাতি। শুরুর দিনেই ৫৭ কোটি টাকা নেট উপার্জনের পর চতুর্থ দিন অর্থাৎ শনিবারেও ছবির আয় ৫০ কোটির উপরে। শুক্রবার ছবি ব্যবসা করেছিল ৩৭.৫ কোটির। এরপর শনিবারে ছবির হিন্দি সংস্করণের টিকিট বিক্রি বেড়েছে ৪০ শতাংশ, ভারতের বাজারে যা ৫২ কোটির কাছাকাছি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা মুক্তি পায় প্রজাতন্ত্র দিবসের একদিন আগে, ২৫ জানুয়ারি।
শাহরুখের পাশাপাশি পাঠানে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম , আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া। যশরাজ ফিল্মস দ্বারা প্রযোজিত এই অ্যাকশন ফিল্মটিতে সলমন খানের একটি বিশেষ কেমিও রয়েছে। পাঠান মুক্তির পর থেকেই রেকর্ড ভাঙছে। মাত্র চার দিনে পেরিয়ে গিয়েছে ২০০ কোটির ঘর। ভারতের বাজার থেকে ২১২ কোটি মতো আয় করেছে শাহরুখ খানের এই সিনেমা। আর তার ফলে ২০০ কোটির ঘরে দ্রুততম প্রবেশ করা বলিউড ছবির তকমাও পেয়ে গিয়েছে।
বক্স অফিস ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রাথমিক অনুমান অনুসারে, পাঠানের হিন্দি সংস্করণ শনিবার প্রায় ৫২ কোটি টাকা আয় করেছে। ৫০ কোটির উপরে আয় করা তৃতীয় দিন। শুধুমাত্র শুক্রবারেই ব্যবসা একটু কমেছিল (৩৭.৫ কোটি)। জিরো-র পর পাঠান দিয়েই নায়ক হিসেবে কামব্যাক করলেন শাহরুখ। তাই ছবি নিয়ে মাতামাতিও ছিল চোখে পড়ার মতো। শনিবার ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইট করেন, ‘পাঠান কেজিএফ: চ্যাপ্টার ২ এবং বাহুবলী ২: দ্য কনক্লুশনকে ছাড়িয়ে গিয়েছে (হিন্দি সংস্করণ) দ্রুত ২০০ কোটির ঘরে প্রবেশ করার হিসেব অনুসারে।’ আরও পড়ুন: ‘সিঁদুর-মঙ্গলসূত্র নেই!’, নতুন বর রাহুলকে ফেলে একা-একা কোথায় চললেন আথিয়া?
ছবি মুক্তির আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল রেকর্ড ভাঙা। এই সিনেমার অগ্রিম বুকিং শুরু হয়েছিল ২০ জানুয়ারি। ক্রমবর্ধমান টিকিটের চাহিদার কারণে হল মালিকরা সকালের স্ক্রিনিং বাড়াতে বাধ্য হন। এসআরকে ফ্যান ক্লাবের পক্ষ থেকেও করা হয়েছিল একাধিক আয়োজন। পাঠান মার্চেন্ডাইজ যেমন টি-শার্ট, ফোনের কভার পর্যন্ত বিলি করা হয়েছিল।
আনুষ্কা শর্মা, আলিয়া ভাট এবং করণ জোহরের মতো অনেক তারকা পাঠানের বক্স অফিস রিপোর্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি, পাঠানের সাফল্যের উদ্ধৃতি দিয়ে করণ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'ভালোবাসা চিরকাল ঘৃণাকে ছাড়িয়ে যায়'। ছবিটির রেকর্ড-ব্রেকিং সংগ্রহের একটি পোস্ট শেয়ার করে, আনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘শাহরুখ খান, এটি একটি দীর্ঘ অপেক্ষা ছিল কিন্তু শুধুমাত্র আপনিই এটি করতে পারেন। এত বিশাল সংখ্যা এবং মেগা ওপেনিং, বক্স অফিসের সব রেকর্ড ভাঙছে।’ জাহ্নবী কাপুরও ছবিটির প্রশংসা করেছেন এবং ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘বলিউডের জাদু এবং গৌরব আবার সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শেষ কবে আমি এই বিনোদন, উত্তেজনা অনুভব করেছি তা মনে করতে পারছি না!!’