বাংলা নিউজ > বায়োস্কোপ > Jhoome Jo Pathaan: বুড়ো বয়সে ‘নিম্নমানের নাচ’, পাঠান নিয়ে ফের বিতর্কে শাহরুখ

Jhoome Jo Pathaan: বুড়ো বয়সে ‘নিম্নমানের নাচ’, পাঠান নিয়ে ফের বিতর্কে শাহরুখ

শাহরুখের ‘ঝুমে জো পাঠান’ পছন্দ হচ্ছে না বেশিরভাগের। 

পাঁচ বছর পর বড় পরদায় ফিরবেন শাহরুখ খান ‘পাঠান’ দিয়ে। তবে বিতর্ক পিছু ছাড়ছে না কিং খানের। কিছুই যেন পছন্দ হচ্ছে না নেট-নাগরিকদের। 

এসে গেছে ‘পাঠান’-এর দ্বিতীয় গা ‘ঝুমে জো পাঠান’। তবে এবারেও হাল সেই একই। ‘বেশরম রং’-এর মতো শাহরুখ-দীপিকাকে এই গানেও পছন্দ করছেন না নেটিজেনরা। বেশিরভাগের যেমন ‘জঘন্য’ লেগেছে, তো কেউ মনে করছে নিজেকে আরও ‘হীন’ করছেন শাহরুখ এইধরনের কাজ করে।

গানের ভিডিয়ো শেয়ার করে টুইটারে এক জনৈক লিখলেন, ‘প্রীতমকেই ডেকে নাও স্যার। মানছি ও কপি করে, তবে ভালো গান অন্তত বানায়।’ আরেকজন লিখলেন, ‘বকওয়াস গান হ্যায় ভাই’ (একেবারে জঘন্য গান)।

‘ঝুমে জো পাঠান’ গানটি টুইটারে শেয়ার করেছিলেন শাহরুখ। তা রি শেয়ার করে আরেকজন লিখলেন, ‘যেখানে টম ক্রুজ ৬০ বছর বয়সে অসম্ভব সব স্টান্ট করছে, সেখানে শাহরুখ ৫৭ বছর বয়সে ঝুমে জো পাঠানের মতো নিম্নরুচির কাজ করছে।’

শুরু থেকেই পাঠান বিতর্কে। বতে নির্মাতারা কিন্তু এই গান নিয়ে বরাবরই আত্মবিশ্বাস দেখিয়ে এসেছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দ যেমন এই গানটি প্রসঙ্গে বলেছিলেন, 'যখন আমরা এই গানটি নিয়ে পরিকল্পনা, আলোচনা করছি তখন থেকেই ঠিক করে নিয়েছিলাম এটা আমি অরিজিৎ সিংকে দিয়েই গাওয়াব।' তিনি আরও বলেন, ‘বর্তমানে ভারতের এক নম্বর গায়ক হলেন অরিজিৎ, আর তাঁর গলাতেই দেশের এক নম্বর চিরসবুজ তারকার এই গান গাওয়াতে চেয়েছিলাম। আর যা ভেবেছিলাম ঠিক তাই হল! অরিজিৎ ওর সুরের জাদু দিয়ে আরও একবার ম্যাজিক করে দিল’।

২৫ জানুয়ারি বড় পর্দায় আসছে এই গুপ্তচর সংক্রান্ত থ্রিলার ছবি ‘পাঠান’। কিং খান এবং দীপিকা ছাড়াও এই ছবিতে থাকবেন জন আব্রাহাম।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সমাজমাধ্যমে ‘সন্ত্রাসের পক্ষে মন্তব্য’, লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়ার নির্দেশ ‘তোমাদের ভালোবাসার দাম দেব’! দায়িত্ব নিয়েই ইস্টবেঙ্গল সমর্থকদের বললেন কোচ অস্কার সাফারি বাসের জানালা দিয়ে উঁকি দিল লেপার্ড, ভয়ে কাঁটা পর্যটকরা বর্ডার গাভাসকর সিরিজ জয়ই লক্ষ্য! অস্ট্রেলিয়ায় ইন্ডিয়া এ দলের সঙ্গে ম্যাচ ভারতের… ভোটে জিততেই ভিনেশকে বজরংয়ের শুভেচ্ছা! পিটি ঊষা ভুলতে পারেননি অলিম্পিক্সের অপমান ‘সবই তো বুঝলাম বউ…’, বিয়ের পর প্রথম পুজো,রোম্যান্টিক মুডে কৌশাম্বি! নালিশ আদৃতের 'সিস্টেমের জন্যই ফস্কে গেল জয়…' হরিয়ানার কংগ্রেস যেন বাংলার বিজেপি 'একাধিক কারণেই…' আশ্বিনে বিয়ে করার কারণ খোলসা করলেন রূপসা, কবে যাচ্ছেন হানিমুনে গণইস্তফা দিয়ে চাপ বাড়ালেন ডাক্তাররা, নবান্ন দিল কড়া বার্তা, কারা রইলেন চাপে? '৩৭০ ধারা সরালে কাশ্মীর জ্বলবে ভেবেছিল অনেকে, কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.