বাংলা নিউজ > বায়োস্কোপ > Neha Dupia on Shah Rukh Khan: ‘সেক্স আর শাহরুখ, এই দুটোই বিক্রি হয়’, ২০ বছরেও বদলায়নি 'নেহার বাণী'!

Neha Dupia on Shah Rukh Khan: ‘সেক্স আর শাহরুখ, এই দুটোই বিক্রি হয়’, ২০ বছরেও বদলায়নি 'নেহার বাণী'!

শাহরুখকে নিয়ে অকপট নেহা

Neha Dupia on Shah Rukh Khan: যৌনতা আর শাহরুখ খান এই দুটোই কেবল বিক্রি যোগ্য! ২০ বছর আগে বলেছিলেন নেহা ধুপিয়া। সময় বদলালেও শাহরুখকে নিয়ে এই উক্তি আজও সমান সত্যি, বললেন নেহা। 

‘পাঠান’-এর তালে ‘ঝুমে জো ইন্ডিয়া’। এখন এটাই কাশ্মীর থেকে কন্যাকুমারীর সিনেমা হলগুলির পরিচিত দৃশ্য। গত বুধবার মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খানের ‘পাঠান’। সেলেব থেকে আম জনতা, সকলেই কাবু ‘পাঠান’ জ্বরে। ৫৭ বছরের 'তরুণ তুর্কি' শাহরুখ খান রুপোলি পর্দায় এক কথায় ভেলকি দেখিয়েছেন। কট্টর শাহরুখ বিরোধীও ‘পাঠান’ নিয়ে খুব বেশি ফুট কাটতে ব্যর্থ হচ্ছেন। বাদশাহি ম্যাজিকে ভর করেই মাত্র চারদিনে দেশের বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি।

বয়কট গ্যাং-এর মুখে ঝামা ঘষে দিয়েছে ‘পাঠান’, সঙ্গে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মরা গাঙে জোয়ার এনেছে। এর মাঝেই নিজের ২০ বছর পুরোনো একটি মন্তব্যের কথা মনে করালেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সোশ্যাল মিডিয়ায় নেহার সেই পুরোনো মন্তব্যটি শেয়ার করেছিলেন এক নেটিজেন। সেই মন্তব্যকেই রি-টুইট করে নেহা লেখেন, ‘২০ বছর পার হয়ে গিয়েছে, আমার বক্তব্যটা একদম সত্যি তা আজও মিলে যাচ্ছে। এটা কোনও অভিনেতার কেরিয়ার নয়, এটা একজন রাজার সাম্রজ্য’।

নেহা কী বলেছিলেন সেইসময়? ‘জুলি’ নায়িকা সদর্পে ঘোষণা করেছিলেন, ‘…একমাত্র সেক্স আর শাহরুখ খান বিক্রি হয়’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে শাহরুখ ছাড়াও লিড রোলে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের। ছবিতে এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ, অন্যদিকে দীপিকার দেখা মিলেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্টের ভূমিকায়।

বক্স অফিস ইন্ডিয়ার একটি প্রতিবেদনে প্রাথমিক অনুমান অনুসারে, পাঠানের হিন্দি সংস্করণ শনিবার প্রায় ৫২ কোটি টাকা আয় করেছে। শুক্রবার ছবির কালেকশন সামান্য কমে ছিল (৩৭.৫ কোটি), তবে সপ্তাহান্তে ফের ‘পাঠান’ সুনামি বক্স অফিসে। শনিবার পর্যন্ত ভারতে পাঠানের আয়ের পরিমাণ ২২০ কোটি পার করেছে।

আরও পড়ুন-শাহরুখ কন্যাকে ভীষণ পছন্দ, আগামীতে ‘ট্রেন্ডসেটার' হতে পারে সুহানা, বললেন নীনা

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া তথ্য অনুসারে তিন দিনে দেশের বক্স অফিসে পাঠানের গ্রস কালেকশন ছিল ২০১ কোটি টাকা। অন্যদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে ছবির গ্রস আয় ১১২ কোটি টাকা। সবমিলিয়ে ৩১৩ কোটি টাকা। পাঠানের বিজয়রথ ছুটছে দুর্বার গতিতে। কোথায় গিয়ে থামবেন শাহরুখ? সেটাই এখন দেখবার। 

আরও পড়ুন-‘রাজার সিংহাসন অটুট!’, মারাঠা মন্দিরে একসঙ্গে চলছে পাঠান আর ডিডিএলজে

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন