বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan Khan: ‘বড়-বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিছনে ঘুরছে!’, শাহরুখ-পুত্র আরিয়ানের ওয়েব সিরিজ তৈরির আগেই হিট

Aryan Khan: ‘বড়-বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিছনে ঘুরছে!’, শাহরুখ-পুত্র আরিয়ানের ওয়েব সিরিজ তৈরির আগেই হিট

জলদিই পরিচালক হিসেবে ডেবিউ হবে শাহরুখ পুত্র আরিয়ান খানের। 

শাহরুখ-পুত্র আরিয়ান খান খুব জলদি ডেবিউ করবেন বলিউডে। আপাতত তার প্রস্তুতিতে ব্যস্ত তিনি। তবে নতুন পরিচালক হলেও, শাহরুখ খানের ছেলে বলে কথা। সূত্রের খবর, আরিয়ানের বানানো ওয়েব সিরিজ কিনতে লাইন লাগিয়েছে বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

অনেকেই জেনে গিয়েছেন ইতিমধ্যেই যে বাবার মতো ক্যামেরার সামনে আসার ইচ্ছে একেবারেই নেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। জলদি তো বোন সুহানা খানেরও ডেবিউ হতে চলেছে বলিউডে। আরিয়ান নিজের কেরিয়ার গড়তে চান পরিচালনাক হিসেবে। ফিল্ম মেকিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন শাহরুখ-গৌরীর প্রথম সন্তান। আপাতত একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে মহা ব্যস্ত তিনি। খান পরিবারের ঘনিষ্ঠ-সূত্র জানানচ্ছে, তরুণদের আকাঙ্খা, স্বপ্ন এবং দুঃস্বপ্ন নিয়ে তৈরি হবে এটি। 

খানদের একজন ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু ই-টাইমসকে জানিয়েছেন, ‘এটি কোনও ফালতু সিরিজ নয়, আমাকে বিশ্বাস করুন। আরিয়ান একজন তুচ্ছ ব্যক্তি নন।’ তবে কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসবে আরিয়ানের বানানো ওয়েব সিরিজ তা স্পষ্ট নয়। 

ওই ব্যক্তি এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আরিয়ান চায় না ডেডলাইনে ডেলিভারি করার জন্য কোনো আসুক, ইত্যাদি। আসলে ও চায় নিজের মতো করে কাজটা শেষ করতে, আর এই সময়টায় যেন কোনও স্ট্রিমিং প্ল্যাটফর্ম তার ঘাড় নিঃশ্বাস না ফেলে। প্রায় প্রতিটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম তাঁকে চুক্ষি স্বাক্ষর করাতে আগ্রহী। আরিয়ানও বোঝে একজনম নতুন পরিচালক হওয়া সত্ত্বেও কেন সকলে তার সিরিজ কিনতে এত উৎসাহ দেখাচ্ছে। কিন্তু সে তার বাবার জন্য কোনও বিশেষ সুবিধে নিতে চান না।’ 

এর আগে অবশ্য শোনা গিয়েছিল নেটফ্লিক্সেই আসবে আরিয়ানের বানানো সিরিজ। আর যার প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরির হোম প্রোডাকশন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। 

২০২০ সালে মাদক মামলায় কারাবাস হয় আরিয়ানের। প্রায় ১ মাস ছিলেন তিনি সেখানে। এরপর জামিনে বাড়ি আসার প্রায় ৭-৮ মাসের মাথায় শাহরুখ-পুত্রকে নির্দোষ ঘোষণা করা হয় এনসিবির তরফে। ২০২২-এর শুরু থেকেই কেরিয়ারে ফোকাস করতে দেখা গিয়েছে আরিয়ানকে। নাইট রাইডার্সের নিলামি থেকে শুরু করে আইপিএলের ম্যাচ চলাকালীন মাঠে থাকা, বাবার থেকে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। গোটা বছরটাই তাঁর দেখা মিলেছিল এতাধিক বলিউডের পার্টিতে। একসময় অবশ্য এসব থেকে নিজেকে দূরেই রাখতেন তিনি। 

প্রসঙ্গত, পাঠানের সাফল্য এখন চেটেপুটে উপভোগ করছেন শাহরুখ খান। ৪ বছরের বেশি সময় পর নায়ক হিসেবে বড় পরদায় আসতেই ইতিহাস গড়েছেন কিং খান। ছবি চার দিনে ভারতের বাজারে ২০০ কোটি ঘরে তুলেছে। বিশ্ববাজারে ছবির আয় সাড়ে চারশো কোটির কাছাকাছি। এরপর শাহরুখের দেখা মিলবে জাওয়ান আর ডাঙ্কি ছবিতে। 

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন