বাংলা নিউজ > বায়োস্কোপ > তাইকোন্ডো প্রশিক্ষণ কেন্দ্রে শাহরুখ-সইফ! বিদেশ থেকে ফিরে ছুটলেন করিনাও, কেন জনেন

তাইকোন্ডো প্রশিক্ষণ কেন্দ্রে শাহরুখ-সইফ! বিদেশ থেকে ফিরে ছুটলেন করিনাও, কেন জনেন

লেন্সবন্দি হলেন সইফ-করিনা-শাহরুখ।

জানা গিয়েছে, আবরাম এবং তৈমুর সেই প্রশিক্ষণ কেন্দ্রে তাইকোন্ডো শেখে। সেখানেই একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা।

এমনিতে তাঁরা বেজায় ব্যস্ত। দম ফেলার ফুরসৎ নেই! দিনের বেশির ভাগ সময়টাই কেটে যায় 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'-এর হাঁকডাকের মাঝে। কিন্তু কাজ সামলে সন্তানদেরও সময় দিচ্ছেন বলিউড তারকারা।

রবিবার মুম্বইয়ের একটি তাইকোন্ডো প্রশিক্ষণ কেন্দ্রে চাঁদের হাট। তিন সন্তান এবং স্ত্রী গৌরীকে নিয়ে সেখানে হাজির হলেন হাজির শাহরুখ খান। 'সইফিনা' জুটিরও দেখা মিলল সেখানে। তাঁদের সঙ্গেই ছিল পুত্র তৈমুর আলি খান।

জানা গিয়েছে, আবরাম এবং তৈমুর সেই প্রশিক্ষণ কেন্দ্রে তাইকোন্ডো শেখে। সেখানেই একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা। সন্তানদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরা।

কয়েক ঘণ্টা আগেই ছেলে জেহকে নিয়ে লন্ডন থেকে ফিরেছেন করিনা কাপুর খান। হনসল মেহতার ছবির শ্যুটের জন্য দেশের বাইরে যেতে হয়েছিল তাঁকে। ফিরেই ছেলে তৈমুরের জন্য ছুটে গিয়েছেন শহরের সেই প্রশিক্ষণ কেন্দ্রে। তাঁর সঙ্গী হয়েছেন স্বামী সইফ আলি খান। তারকা-জুটির পোশাকেও রংমিলান্তি। দু'জনের পরনেই ছিল নীল রঙের শার্ট এবং ডেনিম জিন্স।

অন্য দিকে, শাহরুখও ব্যস্ত একাধিক ছবির কাজ নিয়ে। শ্যুটের কারণে তাঁকেও একাধিক বার দেশের বাইরে যেতে হচ্ছে। কিন্তু ব্যস্ত রুটিন থেকে সময় বার করেছেন তিনিও।

আগামী বছর মুক্তি পাবে শাহরুখের 'পাঠান'। এ ছাড়াও তাঁর ঝুলিতে আছে 'পাঠান', 'ডানকি'র মতো ছবি। এ ছাড়াও অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'-এ অল্প সময়ের জন্য দেখা গিয়েছে তাঁকে।

বন্ধ করুন