লোকসভা নির্বাচন চলছে। ২০মে সোমবার পঞ্চম দফার ভোটগ্রহণে ভোট দেবে মহারাষ্ট্রে । মহারাষ্ট্রে মোট ৪৮টি লোকসভা আসন রয়েছে। লোকসভা আসনের নিরিখে উত্তরপ্রদেশের (৮০) পরেই রয়েছে মহারাষ্ট্র। তার আগে মুম্বইয়ের ভোটারদের কাছে বিশেষ আবেদন করছেন শাহরুখ, সলমন, অক্ষয়, শিল্পারা।
রবিবার শাহরুখ X (পূর্বে টুইটার)-এ লেখেন, ‘দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসাবে আমাদের অবশ্যই এই সোমবার মহারাষ্ট্রে আমাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে হবে। আসুন ভারতীয় হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দেই। নিজের ভোটটি দিন, ভোট দেওয়ার কথা প্রচার করুন।’
একইভাবে সলমন খানও মহারাষ্ট্রের নাগরিকদের ভোট দেওয়ার অনুরোধ করে লেখেন, আমি বছরে ৩৬৫দিন যাই করি না কেন, ২০শে মে আমি আমার ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করব, তা সে যাই ঘটুক না কেন! সুতরাং আপনি যা করতে চান তা করুন, তবে যান গিয়ে ভোটটা দিয়ে আসুন। এতে আপনার সমস্যা হবে না। ভারত মাতা .. ভারত মাতা কি জয়।'
আরও পড়ুন-রাখির জরায়ুতে টিউমার, অস্ত্রোপচার সফল, OT-তে যাওয়ার ভিডিয়ো পোস্ট প্রাক্তন স্বামী রীতেশের
একইভাবে অক্ষয়কুমার সকলের উদ্দেশ্যে বলেন, ‘নমস্কার মুম্বইবাসী, এই সুযোগটা ৫ বছরে মাত্র ১ বারই আসে, সেটা হল ভোট দিয়ে নিজের পছন্দের লোকসভা সাংসদকে বেছে নেওয়ার সুযোগ। এটা মিস করবেন না কারণ প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। আপনার রবিবার ছুটি কাটান, আর সোমবার দেশের জন্য আপনার দায়িত্ব পালন করুন'।
অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা ভিডিয়োবার্তায় বলেন, ‘আমি ভোট দেওয়ার জন্য সমস্ত মুম্বইকারদের কাছে আবেদন করছি - অনুগ্রহ করে ২০মে বাড়ির বাইরে যান এবং ভোট দিন। ভোট দেওয়া আপনার অধিকার এবং এই অধিকার ব্যবহার করুন।’
একইভাবে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন আরও অনেক তারকা। এদের মধ্যে সুনীল শেট্টি বলেন, ‘ভোটদান শুধু আমাদের অধিকার নয়, দায়িত্বও। একজন গর্বিত মুম্বাইকার হিসাবে, আমি অবশ্যই ভোট দেব। ২০মে, অনুগ্রহ করে বাড়ি থেকে বের হয়ে আপনার ভোটটা দিয়ে আসুন।’ সঙ্গীতপরিচালক বিশাল দাদলানি থেকে আরও অনেকেই মুম্বই সহ মহারাষ্ট্রবাসীর উদ্দেশ্যে ভোট দানের আবেদন করেছেন।