'মহারাজ'-এর পর এবার বড় পর্দায় আমির-পুত্র জুনায়েদ। তামিল ছবি 'লাভ টুডে'- এর রিমেক 'লাভিয়াপ্পা'র হাত ধরে বিগ স্ক্রিনে নজরকাড়তে চলেছেন অভিনেতা। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে খুশি কাপুরকে। তবে তার আগেই বি-টাউনের দুই বড় তারকা শাহরুখ খান এবং সলমন খানের থেকে বড় প্রাপ্তি জুনায়েদের।
এই ছবির হাত ধরে বলিউডের বড় পর্দায় প্রথম দেখা যাবে আমির-পুত্রকে। তবে নির্মাতারা ছবি ট্রেলার তো দূরে থাক ফার্স্ট লুক বা পোস্টার মুক্তির আগেই প্রকাশ্য করলেন ছবির টাইটেল ট্র্যাক ‘লাভিয়াপ্পা হো গয়া’। আর জুনায়েদের ছবির প্রথম গান প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছে জানালেন শাহরুখ ও সলমন।
এই নতুন গান 'লাভিয়াপা হো গয়া'তে প্যাস্টেল রঙে রঙিন হয়ে ধরা দিয়েছেন খুশি ও জুনায়েদ। 'মহারাজ' দেখে অনেকই মনে মনে জুনায়েদের একটা সফট ও সাটেল ছবি তৈরি করে নিয়েছিলেন। তাঁর কাজ মানেই ভীষণ 'ন্যাচেরাল'। কিন্তু 'লাভিয়াপ্পা'র প্রথম গানেই সেই ইমেজ ভেঙে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন জুনায়েদ।
কিছু অ্যানিমেটেড থিম, ওভার- দ্য- টপ মুহূর্ত এবং নাচের মুভগুলিতে একেবারে ভিন্ন রূপে খুশির সঙ্গে নজর কেড়েছেন তিনি। আর এই গান প্রকাশ্যে আসতেই জুনায়েদকে সাউট-আউট দেন শাহরুখ ও সলমন।
আরও পড়ুন: 'একেন'-এর জীবনের বড় রহস্য 'খুকু', সে আসলে কে? পুরী অভিযানে কি তার দেখা মিলবে? মুখ খুললেন অনির্বাণ
সলমন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে খুশি আর জুনায়েদের ছবি পোস্ট করে গানের লিঙ্কটি শেয়ার করে, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে, শাহরুখ তাঁর এক্স হ্যান্ডেলে গানটি শেয়ার করে লিখেছেন, ‘খুব মিষ্টি এই গানটি। জুনায়েদের মতোই কোমল। অল দ্য বেস্ট খুশি। ‘লাভিয়াপ্পা’ কাপল এবং টিমের সকলের জন্য আমার অনেক ভালোবাসা রইল।’
আরও পড়ুন: এবার রণবীরকে কটাক্ষ অভিজিতের! 'সুপার ফ্লপ ছবির হিরো…' নায়কে কেন এমন বললেন তিনি?
তবে অনেক নেটিজেনের মতে এই গানটি 'ক্রীঞ্জ'। একজন বলেছেন, ‘এত ওভারঅ্যাক্টিং কেন করেছে?’ আরেকজন লেখেন, ‘এত চিৎকার চেঁচামিচি কেন?’ এক ব্যক্তি লেখেন, ‘কে বলবে এই জুনায়েদ 'মহারাজ' ছিল।'
ছবিটি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। এটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এর আগে তাঁর পরিচালিত ‘লাল সিং চাড্ডা’য় নাম ভূমিকায় নজর কেড়েছিলেন জুনায়েদের বাবা আমির খান।
কাজের সূত্রে, আমির খান প্রোডাকশনের অধীনে সুনীল পান্ডের পরিচালিত একটি সিনেমায় কাজ করতে চলেছেন জুনায়েদ। তবে সিনেমাটির নাম এখনও প্রকাশ্যে আসেনি।