মুম্বইয়ের আজাদ ময়দানে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে দেবেন্দ্র ফড়ণভিসের। সেখানেই বসেছে চাঁদের হাট। মহারাষ্ট্রের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, সলমন খান সহ একাধিক তারকা।
আরও পড়ুন: বাংলাদেশের অশান্তির আঁচ পশ্চিমবঙ্গে! ওপার বাংলার হিন্দু নিপীড়নের প্রতিবাদে রেজওয়ানাকে বয়কটের দাবি
কে কে এলেন মহারাষ্ট্রের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে?
এদিন একাধিক ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা নন খালি দেবেন্দ্র ফড়ণভিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছেন শাহরুখ খান, সলমন খান। আজাদ ময়দানে তাঁদের দেখা হতেই দুই খান নিজেদের মধ্যে আলাপচারিতা সারেন। দুজনকেই কালো স্যুটে দেখা যায় এদিন। সঙ্গে কালো রোদ চশমা।
অন্যদিকে আরও একটি ছবিতে দেখা গিয়েছে রণবীর সিং, রণবীর কাপুর দুজনেই এসেছিলেন। রণবীর সিং পরেছিলেন কালো স্যুট। চোখে ছিল কালো রোদ চশমা, মাথায় ঝুঁটি বাঁধা। অন্যদিকে রণবীর কাপুর পরেছিলেন সাদা পায়জামা, পঞ্জাবি এবং কোট। এদিন সস্ত্রীক সচিন তেন্ডুলকরও উপস্থিত ছিলেন। রণবীর এবং সচিনকে হাত মেলাতে, কথা বলতেও দেখা যায়। অঞ্জলি তেন্ডুলকর লাল চুড়িদার পরে এসেছিলেন।
প্রসঙ্গত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবিস। রাজনৈতিক মহলে আগে থেকেই কানাঘুষো চলছিল এই নিয়ে। এরই মাঝে অবশ্য শিবসেনার তরফ থেকে দাবি তোলা হয়েছিল যাতে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী রাখা হয়। তবে সেই সব দাবি ধোপে টেকেনি। এ হেন পরিস্থিতিতে বিজেপির কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবিস। একনাথ শিন্ডেও থাকছেন ডেপুটি হিসেবে। উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮-র মধ্যে ২৩৩টি আসনে জয় পেয়েছে মহায্যুতি জোট। তার মধ্যে আবার বিজেপি একাই ১৩২টি আসনে জিতেছে।