প্রকাশিত হল গৌরী খানের লেখা বই, ‘মাই লাইফ ইন ডিজাইন’। মুম্বইয়ের তাজ হোটেলে আয়োজিত হয়েছিল বই প্রকাশ অনুষ্ঠান। সেখানেই স্ত্রী গৌরী খানের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখ। ‘কিং খান’ বলেন, একসময় 'মন্নত' কেনার পর সেটা সাজিয়ে তোলার জন্য ইন্টিরিয়র ডিজাইনারের সঙ্গে দেখা করে তিনি হতাশ হয়েছিলেন। ডিজাইনার তাঁর থেকে একটা বিশাল অঙ্কের টাকা দাবি করেছিলেন।
সোমবার, ‘মাই লাইফ ইন ডিজাইন’ বইটি সামে আনার পর গৌরী জানান, তিনি নিজের হাতে মন্নতকে সাজিয়ে তুলেছেন। পুরনো দিনের কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘আমরা তাজের ঠিক পাশেই এক পরিচালকের বাড়িতে থাকতাম। উনি আমাকে সেখানে থাকতে দিয়েছিলেন, বলেছিলেন যতক্ষণ না আমি একটু প্রতিষ্ঠিত হচ্ছি, সিনেমায় কাজ করছি, ততদিন ওঁর বাড়িতে থাকতে পারি। কারণ, সেসময় আমার কাছে বিশেষ টাকা ছিল না।’
শাহরুখ বলেন, ‘তখন এটা ছিল আমাদের বাজেটের বাইরে, তবে আমরা মন্নত কিনতে পেরেছিলাম। তখন এটা ছিল বেশ নড়বড়ে, ভাঙা। পরে সেটাকে আমরা সেটা ঠিকঠাক করি। বাড়ি কেনার পর ডিজাইনারের কাছে গিয়েছিলাম, এটা সাজানোর জন্য। উনি আমাদের দুপুরের খাবার পরিবেশন করেন, তারপর মন্নত ডিজাইনের জন্য উনি যে টাকা চেয়েছিলেন, সেটা আমার মাসের মাইনের থেকেও অনেক বেশি ছিল। তখন ভাবলাম, বাড়ি তো কিনেছি, এবার এটা দিয়ে কী করব!’
শহরুখ জানান, ‘এরপরই আমি গৌরীর সাহায্য নি, ওঁকে বলি ওঁর শৈল্পিক প্রতিভা দিয়ে এটাকে সাজিয়ে তুলতে। তারপর যখন যেমন টাকা পেয়েছি, বাড়ির একটা একটা করে আসবাব কিনেছি। যেমন অল্প টাকা পেয়ে একটা লেদার সোফা কিনেছিলাম, এভাবেই…।’
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই মুক্তি পাবে, শাহরুখ খানের আরও দুটি ছবি জওয়ান ও ডাঙ্কি।