বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Gauri: একসময় মন্নত সাজাতে ডিজাইনার যে টাকা চেয়ছিলেন, তা ছিল আমার মাস মাইনের থেকেও বেশি: শাহরুখ খান

Shah Rukh-Gauri: একসময় মন্নত সাজাতে ডিজাইনার যে টাকা চেয়ছিলেন, তা ছিল আমার মাস মাইনের থেকেও বেশি: শাহরুখ খান

শাহরুখ-গৌরী

শাহরুখ বলেন, ‘এটা ছিল আমাদের বাজেটের বাইরে, তবে আমরা মন্নত কিনতে পেরেছিলাম। তখন এটা ছিল বেশ নড়বড়ে, ভাঙা। পরে সেটাকে আমরা সেটা ঠিকঠাক করি। বাড়ি সাজাতে ডিজাইনারের কাছে গিয়েছিলাম। মন্নত ডিজাইনের জন্য উনি যে টাকা চেয়েছিলেন, সেটা আমার মাসের মাইনের থেকেও অনেক বেশি।'

প্রকাশিত হল গৌরী খানের লেখা বই, ‘মাই লাইফ ইন ডিজাইন’। মুম্বইয়ের তাজ হোটেলে আয়োজিত হয়েছিল বই প্রকাশ অনুষ্ঠান। সেখানেই স্ত্রী গৌরী খানের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখ। ‘কিং খান’ বলেন, একসময় 'মন্নত' কেনার পর সেটা সাজিয়ে তোলার জন্য ইন্টিরিয়র ডিজাইনারের সঙ্গে দেখা করে তিনি হতাশ হয়েছিলেন। ডিজাইনার তাঁর থেকে একটা বিশাল অঙ্কের টাকা দাবি করেছিলেন।

সোমবার, ‘মাই লাইফ ইন ডিজাইন’ বইটি সামে আনার পর গৌরী জানান, তিনি নিজের হাতে মন্নতকে সাজিয়ে তুলেছেন। পুরনো দিনের কথা বলতে গিয়ে শাহরুখ বলেন, ‘আমরা তাজের ঠিক পাশেই এক পরিচালকের বাড়িতে থাকতাম। উনি আমাকে সেখানে থাকতে দিয়েছিলেন, বলেছিলেন যতক্ষণ না আমি একটু প্রতিষ্ঠিত হচ্ছি, সিনেমায় কাজ করছি, ততদিন ওঁর বাড়িতে থাকতে পারি। কারণ, সেসময় আমার কাছে বিশেষ টাকা ছিল না।’

শাহরুখ বলেন, ‘তখন এটা ছিল আমাদের বাজেটের বাইরে, তবে আমরা মন্নত কিনতে পেরেছিলাম। তখন এটা ছিল বেশ নড়বড়ে, ভাঙা। পরে সেটাকে আমরা সেটা ঠিকঠাক করি। বাড়ি কেনার পর ডিজাইনারের কাছে গিয়েছিলাম, এটা সাজানোর জন্য। উনি আমাদের দুপুরের খাবার পরিবেশন করেন, তারপর মন্নত ডিজাইনের জন্য উনি যে টাকা চেয়েছিলেন, সেটা আমার মাসের মাইনের থেকেও অনেক বেশি ছিল। তখন ভাবলাম, বাড়ি তো কিনেছি, এবার এটা দিয়ে কী করব!’

শহরুখ জানান, ‘এরপরই আমি গৌরীর সাহায্য নি, ওঁকে বলি ওঁর শৈল্পিক প্রতিভা দিয়ে এটাকে সাজিয়ে তুলতে। তারপর যখন যেমন টাকা পেয়েছি, বাড়ির একটা একটা করে আসবাব কিনেছি। যেমন অল্প টাকা পেয়ে একটা লেদার সোফা কিনেছিলাম, এভাবেই…।’

প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই মুক্তি পাবে, শাহরুখ খানের আরও দুটি ছবি জওয়ান ও ডাঙ্কি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.