শাহরুখ খানের এই বছরের তৃতীয় সিনেমা ‘ডাঙ্কি’। ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে এই ছবি। ইতিমধ্যে শাহরুখের আসন্ন সিনেমা ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এর আগে চলতি বছরের গত দুটো রিলিজে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর আগে সংবাদমাধ্যমের সামনে এসে কোনও প্রকারে ছবি প্রচার করেননি শাহরুখ। তাঁর প্রচারের মাধ্যম ছিল শুধুমাত্র সোশ্যাল মিডিয়া।
‘ডাঙ্কি’র প্রচারের ক্ষেত্রেও একই পথে হাঁটবেন বলিউডের বাদশা? হাতে কিছুক্ষণ সময় পেলেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে AskSRK সেশনের মাধ্য়মে ভক্তদের সঙ্গে আড্ডা দেন শাহরুখ। নানা ভক্তদের নানান প্রশ্নের মজাদার উত্তর দিতে ভোলেন না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে-এ রীতিমতো ট্রেন্ড করে শাহরুখের AskSRK সেশন। আরও পড়ুন: অক্ষয় থেকে রজনীকান্ত, বলিউডে পা রাখার আগে অন্য পেশায় ছিলেন এই স্টার অভিনেতারা
তেমনি শনিবার দুপুরেও AskSRK সেশনে এক ভক্ত শাহরুখকে বলে বসেন, ‘#AskSrk দুঃখিত স্যার কিন্তু আমি ডাঙ্কির জন্য একটু বেশিই উত্তেজিত। আপনার কারণে নয়, রাজকুমার হিরানির কারণে’। পালটা উত্তরে শাহরুখ বলেন, ‘উপযুক্ত কারণ বৈকি। রাজুর ছবিতে কাজ করার জন্য আমি নিজেও বেশ উৎফুল্ল। ছবিই তো পরিচালকের বলার মাধ্য়ম…. হিরো তো আসবে যাবে #ডাঙ্কি’।
উল্লেখ্য, ডাঙ্কির শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সোমবার রাতে কালো পোশাক পরে শঙ্কর মহাদেবনের স্টুডিওর বাইরে ধরা দেন শাহরুখ। স্টুডিওর বাইরে বলিউড বাদশাকে এক ঝলক দেখার জন্য রীতিমতো ভিড় জমে গিয়েছিল। ক্যামেরার ঝলকানি থেকে বাঁচতে ছাতা দিয়ে মুখ ঢেকেছিলেন শাহরুখ।
শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট, রাজ কুমার হিরানি ফিল্মস এবং জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডাঙ্কি’। এই ছবি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। অভিজাত জোশী, রাজু হিরানি এবং কনিকা ধিলোনের লেখা কাহিনিতে বন্ধুত্বের উদযাপনের গল্প উঠে আসবে।
আনন্দে মশগুল বন্ধুরাই হার্ডি ওরফে শাহরুখের পরিবার। মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল) আর হার্ডি হরিহর আত্মা। হার্ডির চার বন্ধুই যেতে চায় লন্ডন। আর এই সিদ্ধান্তই বদলে দেয় তাঁদের জীবন। বন্ধুত্বের গল্প ডাঙ্কি। নিজের স্বপ্নপূরণের জন্য় পরিবার থেকে দূরে একটা সফরে বেরিয় পড়বে ডাঙ্কি ও তাঁর গ্যাং। সেই সফরে ঠিক কী কী বাধার সম্মুখীন হবে তাঁরা, জীবনযুদ্ধে হার না মানা সেই গল্পই ফুটে উঠবে রাজ কুমার হিরানির ছবিতে।