লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন শাহরুখ খান। সেখানে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য পার্দো আলা ক্যারিয়েরা অ্যাওয়ার্ড পেলেন। আর সেই পুরস্কার নিতে উঠেই শনিবার, ১০ অগস্ট মঞ্চে দাঁড়িয়ে হিন্দি ভাষায় ধন্যবাদ জানালেন। তাঁর এই আচরণে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ছবি ৩০০ কোটির নিচে ব্যবসা করলেই মন খারাপ হয় সলমনের! কী জানালেন বন্ধু নিখিল আডবানি?
আরও পড়ুন: 'সিপিএম - তৃণমূল করতে এলে...' আরজি করের ঘটনায় কড়া বার্তা স্বস্তিকার, ক্ষোভ উগরে কী বললেন জিতু?
কী বলেছেন শাহরুখ?
লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যালে এদিন শাহরুখ খান অল ব্ল্যাক লুকে ধরা দেন। কালো শার্ট, প্যান্ট এবং জ্যাকেট পরেছিলেন তিনি। তাঁর একাধিক ছবি প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠান থেকে। তিনি এদিন পুরস্কার নিতে মঞ্চে উঠে বলেন, 'এটা ভীষণ ভারী।' তারপর সেই পুরস্কার সাইডে রেখে অভিনেতা বলেন 'আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমায় এভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য। আমি পর্দায় যেভাবে হাত ছড়াই তার থেকে বেশি হাত ছড়িয়ে আমায় আপন করে নিয়েছে লোকার্নর এই গরম শহর। এখানকার মানুষজন ভীষণই সুন্দর, সাংস্কৃতিক এবং শৈল্পিক মনোভাবের।'
তিনি এদিন আরও জানান, 'গত দুটো সন্ধ্যা ভীষণ ভালো কেটেছে আমার। তাই আমায় এখানে ডাকার জন্য ধন্যবাদ। আমি এখানে এসে লোকার্ন ভাষা শিখছি। সুন্দর দিন কাটছে। এখানকার খাবার খুব ভালো। আমার ইটালিয়ান ভাষাও উন্নত হচ্ছে। রান্নাও।' এদিন তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন এক ব্যক্তি তাঁকে চিৎকার করে ভালোবাসি বলেন জবাবে কিং খানও তাঁকে ভালোবাসি বলেন। বক্তব্যের শেষে তিনি হিন্দিতে কথা বলেন। বলেন, 'নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।'
আরও পড়ুন: বিচ্ছেদের পর ফের কাছাকাছি নাতাশা হার্দিক? তল্পিতল্পা গুটিয়ে বরের কাছে আসছেন নাকি?
আরও পড়ুন: বিচ্ছেদের গুঞ্জনের মাঝে একই মঞ্চে আসতে চলেছেন যিশু - নীলাঞ্জনা! কোথায় দেখা যাবে তাঁদের?
শাহরুখের আগামী কাজ
শাহরুখ খানকে আগামীতে কিং ছবিতে দেখা যাবে। সুজয় ঘোষ এই ছবিটির পরিচালনা করছেন। কিং খানের সঙ্গে এখানে তাঁর মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। এটি একটি ভরপুর অ্যাকশন ছবি হবে। শাহরুখকে এখানে ডনের চরিত্রে দেখা যাবে বলেই জানা গিয়েছে। তাঁকে শেষবার তাপসী পান্নুর সঙ্গে ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল।