বক্স অফিসে ঝড় তুলেছে ‘পাঠান’। গত ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত ছবি। মুক্তির আগে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমের প্রচার হয়েছে ‘পাঠান’-এর। অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন শাহরুখ-দীপিকারা।
সোমবার মুম্বইয়ে পাঠান-এর সাংবাদিক বৈঠকে ‘জিম’ জন আব্রহামের পাশাপাশি দেখে মিলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দেরও। এই ছবির হাত ধরে কোভিডের পর বলিউড বক্স অফিস ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারকা-খচিত অ্যাকশন ফ্লিক ভক্তদের হলমুখী করেছে। দর্শকদের কাছ থেকে অপ্রতিরোধ্য, ইতিবাচক প্রতিক্রিয়া উপভোগ করছে ‘পাঠান’ টিম।
৪ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ২০২৩-এ রুপোলি পর্দায় ফিরেছেন শাহরুখ। ছবির সাফল্যে রীতিমতো আপ্লুত বলিউডের বাদশা। বাঁধনছাড়া উচ্ছ্বাস তাঁর চোখমুখ থেকে যেন ঝরে পড়ছিল। মিডিয়ার সামনে এ দিন মন খুলে কথা বলেছেন শাহরুখ-দীপিকা-জনরা। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন, এত বড় সাফল্য নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন এসআরকে। পাশাপাশি কথা বলেছেন জীবনের অন্য অভিজ্ঞতা নিয়েও।
আরও পড়ুন: ফুটফুটে ফুলের মতো, ‘নিকের মুখ বসানো’, মেয়ে মালতীর মুখের ছবি প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা
‘পাঠান’ অভিনেতার মন্তব্য, তিনি যখন নিজেকে সেরা বলেন, অনেকেই তাঁর অহংকারী মনে করেন। এ বিষয় ভক্তদের উদ্দেশে মূল্যবান জীবনের উপদেশ শেয়ার করে শাহরুখ বলেছেন, তিনি সত্যই বিশ্বাস করেন যে এই চিন্তা নিয়ে মানুষের জেগে ওঠা উচিত, এবং তারা যা চায় তা অর্জনের জন্য উচ্চতর লক্ষ্য রাখা উচিত।
শাহরুখের কথায়, ‘আমিই শ্রেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ। আমি যখন বছরের পর বছর ধরে এই কথা বলে আসছি, লোকেরা মনে করে আমি অহংকারী। তবে আমি বিশ্বাস করি আমাদের এই চিন্তা নিয়েই জেগে ওঠা উচিত। আপনি যদি চাঁদের জন্য লক্ষ্য রাখেন তবে আপনি ১০ কিংবা ১১ তলা পর্যন্ত ঠিক করে পৌঁছোতে পারবেন। তাই সবসময় লক্ষ্যটা উঁচু রাখো’।
২০১৮-এর পরে ২০২৩-এ বড়পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন। এ প্রসঙ্গে অভিনেতার মন্তব্য, কঠিন সময়ের পরে ফের বড় পর্দায় ফেরার সবথেকে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন দর্শকই। এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়ে দিয়েছে।
এদিন সংবাদমাধ্যমকে শাহরুখ বলেন, ‘আমরা সত্যি কৃতজ্ঞ দর্শক এবং সংবাদমাধ্যমের কাছে পাঠানকে এতটা পরিমাণ সমর্থন জোগানোর জন্য। এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারতো…. তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমি আমার সমস্ত সহকর্মীদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ'।