বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan songs Tujhe Dekha To: মাইক হাতে গান গাইছেন স্বয়ং শাহরুখ! কিং খানের কাণ্ড দেখে মুগ্ধ ভক্তরা

Shah Rukh Khan songs Tujhe Dekha To: মাইক হাতে গান গাইছেন স্বয়ং শাহরুখ! কিং খানের কাণ্ড দেখে মুগ্ধ ভক্তরা

মাইক হাতে গান গাইছেন স্বয়ং শাহরুখ!

Shah Rukh Khan songs Tujhe Dekha To: বৃহত্তর নয়ডার একটি অনুষ্ঠানে গিয়ে শাহরুখ খান দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির তুঝে দেখা তো গানটি গান। সঙ্গে আর কী করলেন তিনি? দেখুন।

বৃহত্তর নয়ডার একটি অনুষ্ঠানে গিয়ে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘তুঝে দেখা তো’ গানটি গান শাহরুখ খান। আর সেই অনুষ্ঠানের একাধিক ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নিশ্চয় ভাবছেন শাহরুখ আসলে গিয়েছিলেন কোথায়? তাহলে বলি, উনি অটো এক্সপো ২০২৩ এ গিয়েছিলেন। সেখানকার ছবি ভিডিয়ো ভাইরাল হয়েছেন।

কিং খান গিয়ে যে সেখানে কেবলই গান গেয়েছেন এমনটা নয়, তিনি তাঁর সিগনেচার স্টাইলে পোজও দেন। দুই হাত ছড়িয়ে রোমান্টিক স্টাইলে তিনি পোজ দেন। সেখানে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে তিনি হেসে ছবি তোলেন। অভ্যর্থনাও জানান।

শাহরুখ খান আদতে একটি গাড়ির ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই কারণেই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন তাঁর পরনে ছিল একটি সাদা শার্ট, কালো জ্যাকেট এবং ম্যাচ করা প্যান্ট। সঙ্গে রোদচশমাও পরেছিলেন তিনি। উপস্থিত সকলকে তিনি শুভেচ্ছা, প্রণাম জানান। এমনকী তাঁর বিখ্যাত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘তুঝে দেখা’ গানটি গান। এই গানটি গাওয়ার পর অভিনেতা বলেন, 'আমার মনে হয় এই গানটি ভীষণ রোমান্টিক।'

পরে তিনি গাড়ির বিষয়ে বলতে গিয়ে তিনি সেই গাড়ির কোম্পানির টিমের সঙ্গে মশকরায় মেতে ওঠেন। তিনি বলেন, 'আমি যখনই দিল্লি আসব নতুন কোনও গাড়ি লঞ্চ করতে তখনই আমি যেন সেই গাড়িটিকে বাড়ি নিয়ে যেতে পারি এমন পলিসি আনা উচিত।' তিনি আরও বলেন, 'আপনি আপনাদের সবাইকে একটু দারুণ সকাল এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীর সব আনন্দ আপনার হোক। সুস্থ থাকুন।'

গতকাল অর্থাৎ ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’-এর ট্রেলার। অভিনেতা এই ট্রেলার ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, 'অতিথি অভ্যর্থনা করতে পাঠান আসছে। সঙ্গে আনছে পাটাকা। পাঠান ছবির ট্রেলার মুক্তি পেল। আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি।'

শাহরুখ খান ছাড়াও এই ছবিটিতে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালনা করেছেন। এঁদের সঙ্গে ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখকেও দেখা যাবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন