একজন বাঙালির আবেগ, অন্যজন বাংলার প্রাণের মানুষ। ফের একফ্রেমে ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও শাহরুখ খান। মহিলা আইপিএলের উদ্বোধনের আগে বড় চমক। ক্রিকেট মাঠে সৌরভকে সামনে দেখে ছুটে এসে আলিঙ্গন করলেন শাহরুখ খান। পুরোনো তিক্ততা অতীত, শুধু সুখস্মৃতিটুকুই থাক… আরও পডু়ন-মেয়ের সঙ্গে অগস্ত্যর প্রেমচর্চা! বচ্চনদের সঙ্গে ঝমেলা? অকপটে যা বলেছিলেন শাহরুখ
একটা সময় শাহরুখের মালিকানাধীন কেকেআরকের অধিনায়ক ছিলেন সৌরভ। কিন্তু টিমের লাগাতার ব্যর্থতার মাঝে সৌরভ গদি হারান। এরপরই অবনতি হয়েছিল দুজনের সম্পর্কে। মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আসরে দেখা হয়েছে,কথা হয়েছে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি দুজনে। তাঁদের উষ্ণ আলিঙ্গন আর মিষ্টি আলাপচারিতার ঝলক এখন ভাইরাল সোশ্যালে। নিজের হোয়াট্সঅ্যাপ চ্যানেলে সেই ভিডিয়ো শেয়ার করেছেন দাদা। মহারাজ লিখেছেন, ‘বহু দিন পর শাহরুখের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগল। ডব্লিউপিএলের সকল দলকে নতুন মরসুমের শুভেচ্ছা।’
ডব্লুপিএল (Women’s Premier League)-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, দলের জার্সি গায়ে চড়িয়েই মেয়েদের অনুশীলন দেখতে এসেছিলেন। অন্যদিকে খবর, মহিলা আইপিএলের উদ্বোধনী মঞ্চ কাঁপাবেন শাহরুখ, মহড়ার জন্যই স্টেডিয়ামে পৌঁছেছিলেন তিনি।
শুধু শাহরুখ খান নন, শাহিদ কাপুর, কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ান এবং টাইগার শ্রোফও পারফর্ম করবেন। বুধবার, ডব্লিউপিএলের সোশ্যাল মিডিয়া টিম শেয়ার করেছে যে কিং খানকে ডাব্লুপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তারকা পারফর্মার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এদিন আর্মি কার্গো প্যান্ট এবং সাদা রঙা সোয়েটারে পাওয়া গেল শাহরুখকে। চোখে রোদচশমা, পনিটেল বাঁধা রয়েছে। সৌরভের পরনে দলের জার্সি আর ডেনিম।
এখানেই শেষ নয়, এদিন দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের ক্যাপ্টেন মেগ ল্যানিং-কে বড় উপহার দিলেন বাদশা। শাহরুখকে সামনে থেকে দেখে কাছে এগিয়ে যান মেগ ল্যানিং। শাহরুখ খানের সঙ্গে এসআরকে-র সিগনেচার পোজ করলেন মেগ ল্যানিং।
কেকেআরের অধিনায়কত্ব হারানো নিয়েই শাহরুখ-সৌরভের মন কষাকষি শুরু হয়েছিল। বছর চারেক আগে গৌতম ভট্টাচার্য্যর সঙ্গে তাঁর ইউটিউব শো জিবি কর্ণারে কথা বলার সময় সৌরভ খোলাখুলি জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিদের উচিত ক্রিকেটীয় বিষয়ে নাক না গলানো। তিনি ক্যাপ্টেন থাকার সময় নাইট রাইডার্সে স্বাধীনতা পাননি বলে স্পষ্ট জানিয়েছিলেন মহারাজ।