২০০৪ সালে ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ছবি 'স্বদেশ'। আশুতোষ গোয়াড়িকর পরিচালিত সেই ছবি স্রেফ বলিউডের 'কাল্ট ক্লাসিক' এর তকমা পেয়েই থেমে থাকেনি, জায়গা করে নিয়েছে ভারতীয় সিনেমার ইতিহাসে। এমনকি ছবি সমালোচকদের মতে, শাহরুখের কেরিয়ারে এখনও পর্যন্ত সেরা পারফর্মেন্স দেখা গেছিল এই ছবিতে। তাঁর অভিনীত চরিত্র 'মোহন ভার্গব'কে অকুন্ঠ প্রশংসায় ভরিয়ে দিতে কার্পণ্য করেননি ছবি সমালোচকেরা। মুক্তির ১৭ বছর পরেও হিন্দি ছবিপ্রেমী দর্শকদের হৃদয় জুড়ে রয়েছে 'স্বদেশ'। তবে জানেন কি, কথা থেকে অনুপ্রেরণা পেয়ে এই ছবি তৈরি করেছিলেন আশুতোষ?
সেটা নব্বইয়ের দশক। ছোটপর্দার রমরমার যুগ। জি টিভির 'লাভ স্টোরিজ' নামের এক অ্যান্থলজি সিরিজের অন্যতম পর্বের নাম ছিল 'ওয়াপসি'। সেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন আশুতোষ গোয়াড়িকর স্বয়ং! সেই গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছিল 'স্বদেশ' এর চিত্রনাট্য। 'ওয়াপসি'-তে মোহন ভার্গব -এর ভূমিকায় ছিলেন আশুতোষ, 'কাবেরী আম্মা'র ভূমিকায় দেখা গেছিল প্রয়াত অভিনেত্রী কিশোরী বাল্লাল-কে, যিনি 'স্বদেশ' এও এই সমনামী ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে 'গীতা' বদলে গেছিল। ছবিতে দেখা গেছিল নবাগতা অভিনেত্রী গায়ত্রী জোশি-কে।
'ওয়াপসি' এবং 'স্বদেশ' এর গল্পের মূল একই। তফাতের মধ্যে 'স্বদেশ' ছবিতে গ্রামবাসীর কুসংস্কারের বিরুদ্ধে আরও জোর গলায় প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি তাঁদের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করে গোটা গ্রামে বিদ্যুৎ-এর ব্যবস্থা করেছিল মোহন! আর ঠিক এখানেই দর্শকদের হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল মোহনরূপী শাহরুখ।
তবে এও জানিয়ে রাখা ভালো 'ওয়াপসি' এবং 'স্বদেশ' এই দুই প্রজেক্ট-এর মূলে কিন্তু রয়েছে দুই বৈজ্ঞানিক অরবিন্দ পিলালামাররি এবং রবি কুচিমানচির দেশে ফিরে আসার ঘটনা। 'ঘরে ফিরে' মানুষদের সুবিধার্থে একটি পেডাল পাওয়ার জেনারেটর তৈরি করেছিলেন।