ভক্তদের আপন করে নিতে খুব কম তারকাই পারেন। যার মধ্যে একজন নিসন্দেহে শাহরুখ খান। অনুরাগীদের সেলফি থেকে অটোগ্রাফ-- কিছুতেই না বলেন না। তবে এবার যে কাণ্ড তিনি করলেন তা দেখে অনেকেই অবাক। সেলফি তুলতে আসা ভক্তকে ঠেলে দিলেন হাত দিয়ে। ভাইরাল হয়েছে ভিডিয়ো।
বুধবার সকালে শাহরুখ খানকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। ডাঙ্কি-র শ্যুটিং শেরে কাশ্মীর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। বিমানবন্দরে শাহরুখ খানের সঙ্গে তার ম্যানেজার পূজাও ছিলেন।
ভিডিয়োতে দেখা যায় এয়ারপোর্টে উপস্থিত ফ্যানদের উদ্দেশে ফ্লাইং কিস ছুঁড়লেন তিনি। কিন্তু সেই সময়ই সাদা শার্ট পরা এক ব্যক্তি বিনা অনুমতিতে সেলফি তোলার জন্য পাশে এলে তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। বেশ ভ্য়াবাচাকাই খেয়ে যায় সে। ভিডিয়োয় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা।
এক নেটিজেন কমেন্ট সেকশনে লিখলেন, ‘দেখেই বোঝা যাচ্ছে ওই ব্যক্তি বিমানবন্দরের কর্মী। শাহরুখের গায়ে তো স্পর্শও করেনি। তাহলে কোন অধিকারে সেই লোকটিকে ঠেলে দিলেন শাহরুখ। তারকা হলেই কি যা ইচ্ছে তা করা যায়?’ আরেকজন লিখলেন, ‘এই ভিডিয়োই তারকাদের আসল রং দেখায়। জঘন্য।’ আরও পড়ুন: ডিভোর্সের ফোটোশ্যুট করিয়ে সোশ্যাল মিডিয়াকে চমকেছেন শালিনী! কে ভাইরাল মেয়েটি?
তবে কিং খানের অনুরাগীরা যদিও তাঁর হয়েই সাওয়াল করেছেন। একজন লিখলেন, ‘সব মানুষের নিজস্ব গোপনীয়তা রক্ষার অধিকার আছে। না বলে ছবি তোলাও কি অপরাধের মধ্যে পড়ে না?’ অপরজন লিখলেন, ‘তারকা বলেই কি তাঁর সঙ্গে যা ইচ্ছে করা যায়। একটা মানুষ কতই বা সহ্য করবে।’
গত সপ্তাহে যখন এসআরকে কাশ্মীতে গিয়েছিলেন, তখন অভিনেতার সঙ্গে ছবি তুলতে শ্রীনগর বিমানবন্দরে ভিড় করার একটি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু। খবর এই সিনেমাটি একটি ইমিগ্রেশন ড্রামা। ছবিটি ২০২২ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও খবর বলছে তা পিছিয়ে ২০২৩ হয়ে যাবে। এই সিনেমাটি ছাড়াও এসআরকের পাইপলাইনে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)