স্বাধীনতা দিবস উদযাপন করলেন বলিউড 'বাদশা' শাহরুখ খান। এই দিনে দেশপ্রেমের বার্তা দিয়েছেন বলি তারকারাও। অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, সানি দেওল থেকে অনুপম খের সকলেই সোশ্যাল মিডিয়াতে দেশমাতৃকার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। আর কিং খান শাহরুখ বরাবরই দেশপ্রেমী, তাই তাই স্বাধীনতা দিবস উদযাপন করবেন না তাও কি হয়!
সোশ্যাল মিডিয়াতে শাহরুখ যে ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁকে সপরিবারে দেখা গিয়েছে। জাতীয় পতাকার নিচে দেখা গিয়েছেন শাহরুখ, সুহানা, আব্রাম ও গৌরী খানকে। দেখা মেলেনি শুধু বড় ছেলে আরিয়ান খানের। এই ছবি পোস্ট করে শাহরুখ লেখেন, ‘আসুন আমাদের হৃদয়ে গর্বের সঙ্গে আমাদের সুন্দর দেশ ভারতবর্ষকে উদযাপন করি…। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা!’
সম্প্রতি কিং খানের জন্যই বিদেশের মাটিতেও সম্মানিত হয়েছে এই দেশ। ৭৭ তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বা পার্দো আল্লা ক্যারিয়ারে ভূষিত হয়েছেন শাহরুখ খান। প্রথম ভারতীয় হিসেবে তিনি এই সম্মান অর্জন করেছেন। এই উৎসব চলাকালীন বাদশা ঘোষণা করেছেন যে তাঁর প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট' সঞ্জয় লীলা বনশালি ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'দেবদাস'- এর রাইট পেয়েছে।
এদিকে শাহরুখ খানের আগামী ছবির কথা বেশ কয়েক মাস আগেই জানা গিয়েছিল। সুজয় ঘোষের ছবি কিং-এ দেখা যাবে তাঁকে সঙ্গে থাকবেন মেয়ে সুহানা খানও। তবে এর আগে জানা গিয়েছিল এটা একটি অ্যাকশন ছবি হতে চলেছে। তবে এবার সেই ধারণা ভেঙে দিয়েছেন খোদ পাঠান।
শাহরুখের কথায়, 'এই ছবিটির নাম কিং। এই ছবিটির পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এটি একটি অ্যাকশন ছবি। তবে খুবই আকর্ষণীয় হতে চলেছে এই ছবিটি। কারণ এটি একটি কুল, ইমোশনাল ছবি যা সবার ভালো লাগবে। আমি গত ৭-৮ বছর ধরে এমন একটা ছবি করতে চাইছিলাম। তখনই ভাবলাম সুজয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি এই ছবি বানাতে পারবেন।'