গোটা দেশের বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘পাঠান’। মুক্তির পাঁচ দিনের মধ্যেই শাহরুখ খানের কেরিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবির খেতাব গিয়েছে ‘পাঠান’-এর ঝুলিতে। ‘পাঠান’ ঝড়ের প্রকোপে কাঁপছে শুধু শাহরুখ ভক্তরাই নয়, সেলেবরাও। গত কয়েকদিন ধরেই মন্নতে ‘জশন’ জারি রয়েছে। উচ্ছ্বাস, উন্মাদনা আর উদ্দীপনার মাঝেই রবিবার ফের 'মন্নত'-এর বাইরে কাতারে কাতারে ভিড় জমিয়ে ছিলেন শাহরুখ ভক্তরা।
অনুরাগীদের নিরাশ করলেন না শাহরুখ। গত রবিবারের পর এদিন সন্ধ্যাতেও মন্নতের ব্যালকনিতে দেখা মিলল ‘চাঁদ’। অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য মন্নতের ছাদে দর্শন দিলেন শাহরুখ খান। তিনি এলেন, দেখলেন আর নিমেষেই জিতলেন মন! মন্নতের রেলিং বেয়ে শাহরুখ উপরে উঠতেই চিৎকারে ভরে গেল চারিদিক। রাস্তার বাস, গাড়ি থমকে গেল কয়েক মিনিটের জন্য। অনুরাগীদের কখনও করজোরে ধন্যবাদ জানালেন, আবার কখনও উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা গেল বাদশাকে। এদিন দু-হাত খুলে নিজের আইকনিক পোজও দিলেন শাহরুখ। সেইসব ছবি, ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এদিন কালো জিনস আর শার্টে দেখা মিলল ৫৭-র তরুণ তুর্কি শাহরুখের। গলায় চেনা পুতির মালা আর মাথায় ব্যান্ডানা। নিজের সোয়্যাগে ফের একবার আঠারোর তরুণীর হৃদয়ের কম্পন বাড়িয়ে দিলেন এই এভারগ্রিন তারকা। ঝুলন্ত অবস্থাতেই ‘জুমে জো পাঠান’-এর হুক স্টেপ করে দেখালেন শাহরুখ। আর ওমনি ‘শাহরুখ শাহরুখ’ শব্দে ভরে গেল চারিদিক।
মিডিয়ায় ‘পাঠান’-এর কোনওরকম প্রচার করেননি শাহরুখ। তবে অনুরাগীদের সঙ্গে যোগসূত্র বজায় রাখতে খামতি রাখেননি বাদশা। টুইটারে আজকাল ঘন ঘন অনুরাগীদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেছেন। আর গত আটদিনে এই নিয়ে দুবার ভক্তদের ডাকে সাড়া দিয়ে মন্নতের ছাদে দেখা মিলল বাদশার।
এদিন শাহরুখ মন্নতের ছাদে দর্শন দেওয়ার মিনিট কয়েক আগে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন ছোট্ট শেহজাদা। আব্রাম খানকে এদিন দেখা গেল মন্নতের ব্যালকনিতে। বাবার ফ্যানেদের উদ্দেশে হাত নাড়ে খুদে।
প্রথম দিনে দেশজুড়ে ৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। এরপর সময় যত গড়িয়েছে ততই জোরালো হয়েছে পাঠান ঝড়। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, চারদিনে বিশ্বব্যাপী মোট ৪২৯ কোটি টাকার গ্রস কালেকশন করেছে ‘পাঠান’। দেশজুড়ে মোট ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবি। বিদেশে ১৬৪ কোটি টাকা আয় করেছে। হিন্দি ছবির ইতিহাসে ছবিমুক্তির দিনে ‘পাঠান’-এর ব্যবসাই এখনও পর্যন্ত সর্বোচ্চ।