বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: মন্নতের ছাদ থেকে উড়ন্ত চুমুতে ভক্তদের ধন্যবাদ ‘পাঠান’-এর, নেচেও দেখালেন শাহরুখ

Shah Rukh Khan: মন্নতের ছাদ থেকে উড়ন্ত চুমুতে ভক্তদের ধন্যবাদ ‘পাঠান’-এর, নেচেও দেখালেন শাহরুখ

ফের দর্শন দিলেন বাদশা (ছবি-বারিন্দর চাওয়ালা)

Shah Rukh Khan: তিনি এলেন, দেখলেন আর জয় করলেন! ‘পাঠান’-এর মুক্তির পর প্রথমবার প্রকাশ্যে এলেন শাহরুখ খান। ভক্তদের ভরিয়ে দিলেন ভালোবাসা আর কৃতজ্ঞতায়। 

গোটা দেশের বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘পাঠান’। মুক্তির পাঁচ দিনের মধ্যেই শাহরুখ খানের কেরিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবির খেতাব গিয়েছে ‘পাঠান’-এর ঝুলিতে। ‘পাঠান’ ঝড়ের প্রকোপে কাঁপছে শুধু শাহরুখ ভক্তরাই নয়, সেলেবরাও। গত কয়েকদিন ধরেই মন্নতে ‘জশন’ জারি রয়েছে। উচ্ছ্বাস, উন্মাদনা আর উদ্দীপনার মাঝেই রবিবার ফের 'মন্নত'-এর বাইরে কাতারে কাতারে ভিড় জমিয়ে ছিলেন শাহরুখ ভক্তরা।

অনুরাগীদের নিরাশ করলেন না শাহরুখ। গত রবিবারের পর এদিন সন্ধ্যাতেও মন্নতের ব্যালকনিতে দেখা মিলল ‘চাঁদ’। অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য মন্নতের ছাদে দর্শন দিলেন শাহরুখ খান। তিনি এলেন, দেখলেন আর নিমেষেই জিতলেন মন! মন্নতের রেলিং বেয়ে শাহরুখ উপরে উঠতেই চিৎকারে ভরে গেল চারিদিক। রাস্তার বাস, গাড়ি থমকে গেল কয়েক মিনিটের জন্য। অনুরাগীদের কখনও করজোরে ধন্যবাদ জানালেন, আবার কখনও উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা গেল বাদশাকে। এদিন দু-হাত খুলে নিজের আইকনিক পোজও দিলেন শাহরুখ। সেইসব ছবি, ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন কালো জিনস আর শার্টে দেখা মিলল ৫৭-র তরুণ তুর্কি শাহরুখের। গলায় চেনা পুতির মালা আর মাথায় ব্যান্ডানা। নিজের সোয়্যাগে ফের একবার আঠারোর তরুণীর হৃদয়ের কম্পন বাড়িয়ে দিলেন এই এভারগ্রিন তারকা। ঝুলন্ত অবস্থাতেই ‘জুমে জো পাঠান’-এর হুক স্টেপ করে দেখালেন শাহরুখ। আর ওমনি ‘শাহরুখ শাহরুখ’ শব্দে ভরে গেল চারিদিক। 

মিডিয়ায় ‘পাঠান’-এর কোনওরকম প্রচার করেননি শাহরুখ। তবে অনুরাগীদের সঙ্গে যোগসূত্র বজায় রাখতে খামতি রাখেননি বাদশা। টুইটারে আজকাল ঘন ঘন অনুরাগীদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেছেন। আর গত আটদিনে এই নিয়ে দুবার ভক্তদের ডাকে সাড়া দিয়ে মন্নতের ছাদে দেখা মিলল বাদশার।

এদিন শাহরুখ মন্নতের ছাদে দর্শন দেওয়ার মিনিট কয়েক আগে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন ছোট্ট শেহজাদা। আব্রাম খানকে এদিন দেখা গেল মন্নতের ব্যালকনিতে। বাবার ফ্যানেদের উদ্দেশে হাত নাড়ে খুদে।

 

প্রথম দিনে দেশজুড়ে ৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। এরপর সময় যত গড়িয়েছে ততই জোরালো হয়েছে পাঠান ঝড়। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, চারদিনে বিশ্বব্যাপী মোট ৪২৯ কোটি টাকার গ্রস কালেকশন করেছে ‘পাঠান’। দেশজুড়ে মোট ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবি। বিদেশে ১৬৪ কোটি টাকা আয় করেছে। হিন্দি ছবির ইতিহাসে ছবিমুক্তির দিনে ‘পাঠান’-এর ব্যবসাই এখনও পর্যন্ত সর্বোচ্চ।

 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌কর্মবিরতি করলেন আবার স্টাইপেন্ডও নিলেন’‌, জুনিয়র ডাক্তারদের নিশানা কল্যাণের শুক্রের ঘরে লক্ষ্মী নারায়ণ যোগ, ব্যবসা বাড়বে, ৩ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে ফাঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরিজনদের মারধরের অভিযোগ AI টুলও ব্যর্থ হয়ে গেল! স্মৃতি-হরমনদের নিয়ে ট্রোলিং আটকাতে পারছে না ICC ‘এটা বাংলার সমস্যা নয়..',জয়নগর কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন এড়ালেন দেব এ কেমন বিয়ে! কনেকে খুঁটিতে বেঁধে অশ্লীল তামাশা ছেলেদের নিয়মিত অফিসে এলেই পুরস্কার, কর্মচারীদের খুশি করতে একমত দেশের ৯১ শতাংশ CEO ২৪ ঘণ্টার মধ্যে ফেটে গেল SPর কনফিডেন্স, হাইকোর্টের প্রশ্ন পকসোর ধারা নেই কেন? টি-১০ ক্রিকেটে টাকা ঢাললেন সচিন, আমেরিকায় দেখা যাবে আরও ভারতীয় তারকাদের? ‘দোষীদের ফাঁসি দেওয়া হোক’ জয়নগর কাণ্ডে পথে নেমে দাবি নির্যাতিতার ‘দিদিমণি’র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.