Bollywood actors: বিনোদন জগতের একাধিক তারকা অভিনেতা রয়েছেন যাঁরা লুকসের কারণে প্রত্যাখ্যান হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁরাই বড় পর্দায় রাজত্ব করেছেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর সিং থেকে ধনুশ আর কারা রয়েছেন এই তালিকায়-
1/8বলিউডে এমন অনেক অভিনেতা আছেন যাঁরা নিজেদের প্রতিভার জোরে অনেক খ্যাতি অর্জন করেছেন। ছোট শহর থেকে এসে অভিনয় জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। একসময় তাঁদের লুকসের কারণে প্রত্যাখ্যান হয়েছিলেন এই তারকারাই। এই অভিনেতাদের মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর সিং এবং নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো অনেক বড় নাম রয়েছে।
2/8টেলিভিশন থেকে নিজের কেরিয়ার শুরু করেন শাহরুখ খান। লুকসের কারণে শুরুর দিকে একাধিক জায়গা থেকে প্রত্যাখ্যান হয়েছিলেন শাহরুখ। বর্তমানে তিনি বলিউডের কিং খান। তিন দশকের উপর বলিউড কেরিয়ার অনেক কিছু দিয়েছে অভিনেতাকে, তা নিজেই স্বীকার করেন শাহরুখ।
3/8শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চনকে তাঁর উচ্চতার কারণে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু হাল ছাড়েননি অমিতাভ। এখন বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা, বিজ্ঞাপন জগত পাঁচ দশকের বেশি কেরিয়ারে সবেতেই রাজত্ব বিগ বি-র।
4/8প্রথম দিকে বলিউডে কাজ পেতে অনেক কালঘুম ছুটেছিল রণবীর সিংয়ের। কারণ তাঁকে নাকি দেখতে অনেকটা উত্তর ভারতীয়দের মতো। রণবীর নিজেই এ কথা জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।
5/8দক্ষিণের পাশাপাশি বলিউড ছবিতেও অভিনয় করেছেন সুপারস্টার ধনুশ। তবে লুকসের কারণে নাকি একাধিক জায়গা থেকে প্রত্যাখ্যান হয়েছিলেন তিনি। তবে হাল ছাড়েননি ধনুশ। আজ তিনি দক্ষিণের সবচেয়ে নামী অভিনেতাদের মধ্য়ে একজন।
6/8এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকি জানিয়েছিলেন, তাঁর চেহারা এবং গায়ের রঙের কারণে একাধিক জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি।
7/8গোবিন্দও তাঁর সময়ের একজন বিখ্যাত অভিনেতা। তাঁর প্রচুর ফ্য়ান ফলোয়ার্স। এক বছরে কয়েক ডজন ছবির জন্য একসময় চুক্তি করেছিলেন গোবিন্দা। যদিও কেরিয়ারের শুরুতে নাকি নিজের চেহারার কারণে প্রত্যাখ্যান হয়েছিলেন অভিনেতা।
8/8ছবিতে মুখ্য ভূমিকায় সুযোগ পাওয়ার জন্য একটার পর একটা অডিশন দিয়েছিলেন অভিনেতা রাজকুমার রাও। তাঁর লুকস এবং হিরো হওয়ার জন্য যতটা উচ্চতা থাকা প্রয়োজন তা নেই, সেকারণে নাকি বিভিন্ন সময় প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন তিনি।